চাঁদপুর প্রতিনিধি

বিএনপির আন্দোলন হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ওরা (বিএনপি) অবশ্য বেশ কয়েক বছর আগে থেকেই ঈদের পর আন্দোলন করছে। সেটা এ বছর নাকি কোন ঈদের পর করবে জানি না। আমরা তো জানি আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা থাকে। জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে এবং সত্যিকারের ইস্যু ছাড়া কোনো আন্দোলন হয় না। সে কারণে বিএনপির যেকোনো আন্দোলনই শুধু হাঁকডাকে সীমাবদ্ধ থাকে।’
দীপু মনি বলেন, ‘যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, যারা স্বৈরশাসন চালিয়েছে, যারা কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, তাদের হাতে গণতন্ত্র কখনো নিরাপদ নয়, ছিলও না। কাজেই তারা আজকে গণতন্ত্রের জন্য যতই মায়াকান্না করুক, দেশবাসী জানে গণতন্ত্র আসলে কার হাতে নিরাপদ।’
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘জনগণ জানে গণতন্ত্র এখন শেখ হাসিনার হাতেই নিরাপদ। জনগণ তাঁর পাশে থেকে আবারও তাঁকে ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে। আজকে আমাদের যে উন্নয়ন-অগ্রগতি, আমরা আরও ভালো থাকতে চাই। বঙ্গবন্ধুকন্যা এবং আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই তা সম্ভব। এটি জনগণ জানে। কাজেই বিএনপি, অর্থাৎ যারা গণতন্ত্র ও মানুষ হত্যাকারী, তাদের হাঁকডাক এই পর্যায়ে থাকবে।’
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী ব্যাপারীসহ আওয়ামী লীগ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিন সকালে দীপু মনি চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।

বিএনপির আন্দোলন হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ওরা (বিএনপি) অবশ্য বেশ কয়েক বছর আগে থেকেই ঈদের পর আন্দোলন করছে। সেটা এ বছর নাকি কোন ঈদের পর করবে জানি না। আমরা তো জানি আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা থাকে। জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে এবং সত্যিকারের ইস্যু ছাড়া কোনো আন্দোলন হয় না। সে কারণে বিএনপির যেকোনো আন্দোলনই শুধু হাঁকডাকে সীমাবদ্ধ থাকে।’
দীপু মনি বলেন, ‘যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, যারা স্বৈরশাসন চালিয়েছে, যারা কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, তাদের হাতে গণতন্ত্র কখনো নিরাপদ নয়, ছিলও না। কাজেই তারা আজকে গণতন্ত্রের জন্য যতই মায়াকান্না করুক, দেশবাসী জানে গণতন্ত্র আসলে কার হাতে নিরাপদ।’
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘জনগণ জানে গণতন্ত্র এখন শেখ হাসিনার হাতেই নিরাপদ। জনগণ তাঁর পাশে থেকে আবারও তাঁকে ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে। আজকে আমাদের যে উন্নয়ন-অগ্রগতি, আমরা আরও ভালো থাকতে চাই। বঙ্গবন্ধুকন্যা এবং আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই তা সম্ভব। এটি জনগণ জানে। কাজেই বিএনপি, অর্থাৎ যারা গণতন্ত্র ও মানুষ হত্যাকারী, তাদের হাঁকডাক এই পর্যায়ে থাকবে।’
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী ব্যাপারীসহ আওয়ামী লীগ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিন সকালে দীপু মনি চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।

শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে।
২২ মিনিট আগে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যতম দুটি দলের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক করেছেন। আজ সোমবার বেলা ৩টায় মাওলানা মো. মামুনুল হকের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
বৈঠকে ডা. শফিকুর রহমান ও ইভারস আইজাবস বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
৪ ঘণ্টা আগে