Ajker Patrika

জাল-জালিয়াতি

সম্পাদকীয়
জাল-জালিয়াতি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবরগুলোর ভিড়ে দুর্নীতির একটি খবর যেকোনো সচেতন মানুষকে হতবিহ্বল করে তুলতে পারে। সিলেটের কানাইঘাটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে কর্মরত মো. জাহাঙ্গীর আলম একজন তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও ১৭ বছরে বাড়ি-গাড়িসহ নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। এ নিয়ে ১০ মার্চ আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। একজন তৃতীয় শ্রেণির কর্মচারীর এমন কাণ্ড দেশে দুর্নীতির গভীরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

এটা কীভাবে সম্ভব? সম্ভব এ কারণেই যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি হলো সব সম্ভবের দেশ। এখানে একটু চালাক-চতুর হলে অঢেল সম্পদের মালিক হওয়া কঠিন কোনো ব্যাপার না। সম্পদ বাড়ানোর জন্য বেশি লেখাপড়া জানারও দরকার নেই, শুধু সিস্টেম করে কাজ করার মতো ধুরন্ধর হতে হবে। তাহলে কাঁড়ি কাঁড়ি টাকা কামাইয়ে কোনো সমস্যা হবে না।

তো, জাহাঙ্গীর আলম কীভাবে এত সম্পদের মালিক হয়ে উঠলেন? ব্যাপারটি খুবই সহজ। তিনি সিলেট জেলার পরিবার পরিকল্পনার সাবেক উপপরিচালক লুৎফুন্নাহার জেসমিন ও অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল মান্নানের বিশ্বস্ততা অর্জন করে এ ধরনের অপকর্ম করতে পেরেছেন। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে জাল-জালিয়াতি, বদলি ও নিয়োগ-বাণিজ্য, সরকারি বরাদ্দ আত্মসাৎ, জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্বাক্ষর জাল, বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণ এবং অবৈধ সম্পদ অর্জন। এসব অভিযোগ যদি সত্যি হয়, তবে তা শুধু আইন লঙ্ঘনই নয়, বরং নৈতিকতার চরম অবক্ষয়ও বটে।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের উদাসীনতাও বেশ লক্ষণীয় ব্যাপার। তিন বছর পরপর বদলির নিয়ম থাকলেও তিনি টানা ১৭ বছর একই কর্মস্থলে চাকরি করছেন। এমনকি তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর কারণ হিসেবে ক্ষমতার অপব্যবহার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ পাওয়া গেছে।

আমাদের দেশে সামাজিক ব্যাধিগুলোর মধ্যে দুর্নীতি হলো অন্যতম। একবার কোনো ব্যাধি দেখা দিলে তা সারিয়ে তোলার মতো চিকিৎসাব্যবস্থা দেশে দেখা যায় না। বরং তা গাণিতিক হারে বাড়ে। সরকার যায়, সরকার আসে, কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক ব্যাধিগুলোর নিরাময় হয় না। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আমরা আশাবাদী হয়েছিলাম, দেশে ভালো কিছু হবে। কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নজরদারির অভাব এবং জবাবদিহি না থাকার কারণে মূলত আমাদের দেশে দুর্নীতি ও অনিয়মের ঘটনা রোধ করা যায় না। দুদককে এখন সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। আমরা আশা করব, দুদক এ ক্ষেত্রে যথাযথ ভূমিকা গ্রহণ করবে।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারীদের নিয়মিত বদলির ব্যবস্থা করতে হবে, যাতে তাঁরা একই কর্মস্থলে দীর্ঘ সময় ধরে থাকতে না পারেন। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে যোগ্য প্রার্থীরা সুযোগ পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত