সাঁতার না জানা কেউ হঠাৎ পানিতে পড়ে গেলে খড়কুটো ধরেই বাঁচার চেষ্টা করেন। শেখ হাসিনার বেলায়ও কি তাই হয়েছে? এত দিন ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশকে ম্যানেজ করে নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন। গত তিনটি নির্বাচনেই প্রমাণ হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার মতো যোগ্যতা আওয়ামী লীগের ছিল না।
এ কে এম শামসুদ্দিন

শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও দেশ ছেড়ে পালিয়েছেন। যাঁরা পালাতে পারেননি তাঁদের জনাকয়েক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনকালে বিএনপিসহ অন্য নেতাদের যেভাবে হেলমেট পরিয়ে জেলখানা থেকে আদালতে হাজির করা হতো, এখন আওয়ামী লীগের নেতাদের একই কায়দায় সারিবদ্ধভাবে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার দৃশ্য আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাই। শত শত মামলা দিয়ে বিএনপির শীর্ষ নেতাদের এক আদালত থেকে আরেক আদালতে দৌড়ানোর দৃশ্য দেখে আওয়ামী লীগ নেতারা যেমন হাসি-তামাশা করতেন; এখন হেলমেট পরা আওয়ামী লীগ নেতাদের আদালতপাড়ায় দেখে বিএনপির নেতারা নিশ্চয়ই উপভোগ করছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে জেলা-উপজেলা ও মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অনেকেই গা-ঢাকা দিয়েছেন। কেউ কেউ স্থানীয় পর্যায়ে বিএনপি ও প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে এলাকায় কোনোরকমে টিকে আছেন।
৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে দেশছাড়া করেছে। যাঁদের ওপর ভরসা করে তিনি এত দিন ক্ষমতায় টিকে ছিলেন, তাঁরা যখন আর কোনো ভরসা দিতে পারলেন না, তখন তিনি দেশত্যাগ করে নিজের জীবন বাঁচালেন। পেছনে পড়ে রইলেন তাঁর এত দিনের রাজনৈতিক নেতা-কর্মীরা। দেশত্যাগের আগে তিনি দলীয় নেতা-কর্মীদের কোনো নির্দেশনাও দিয়ে যাননি। ফলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগে এখন চরম নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে। ফলে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকেই এখনো উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। দলের শীর্ষ নেতাসহ শেখ হাসিনার এভাবে চলে যাওয়া দলের তৃণমূল কর্মীরা মেনে নিতে পারেননি। এ বিষয়ে বিবিসি নিউজ বাংলা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে তৃণমূল নেতা-কর্মীদের চমকপ্রদ কিছু বক্তব্যের উল্লেখ আছে, ‘নেত্রী যদি এভাবে দেশত্যাগ না করে দেশেই থেকে যেতেন, তাহলে পরিস্থিতি আজ অন্য রকম হতে পারত। ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া তো দেশ ছেড়ে যাননি।
এমনকি এরশাদের মতো ব্যক্তিও দেশত্যাগ না করে কারাবরণ মেনে নিয়েছিলেন। এরশাদ জেলে বসেই তাঁর দলকে গুছিয়ে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন। অথচ নেত্রী তা না করে নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। যেসব শীর্ষস্থানীয় নেতার নির্দেশ মেনে আমরা যাঁরা গত ১৫ বছর রাজনীতির মাঠ দখলে রেখেছিলাম, আজ এই বিপর্যয়ের দিনে তাঁরা সবাই আমাদের বিপদের মুখে ঠেলে দিয়ে দেশত্যাগ করলেন!’ বর্তমানে আওয়ামী লীগের ওপরের সারির কোনো নেতাই এখন দেশে নেই। মাঝের সারিরও কেউ নেই। নিচের সারির যে নেতাদের দলের নীতিনির্ধারকদের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যেত, তাঁরাও বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বেশি সুবিধাভোগী শেখ পরিবারের কেউই এখন আর দেশের মাটিতে নেই। ৫ আগস্টের পর আওয়ামী লীগের মাঠপর্যায়ের যেসব নেতা-কর্মী দেশ ছেড়ে যেতে পারেননি, তাঁরা এখন মহাবিপদে আছেন।
আওয়ামী লীগের মাঠপর্যায়ের অনেক নেতা বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েছেন। মামলায় জড়ানোর কারণে পুলিশ এখন তাঁদের খুঁজছে। অপর দিকে দেড় দশক ধরে আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের হাতে নানাভাবে নির্যাতনের শিকার ভুক্তভোগীরাও এখন দেখামাত্রই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। লোকজনের কাছে আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয় দেওয়াই এখন বিপজ্জনক হয়ে পড়েছে। এই যখন পরিস্থিতি, তখন ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে জিরো পয়েন্টে আওয়ামী লীগের সমর্থকদের জড়ো হতে বলা হয়েছিল।
আওয়ামী লীগের ফেসবুক ভেরিফায়েড পেজে বলা হয়েছিল, অপশাসন, দেশের মানুষের মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে, মৌলবাদী শক্তির উত্থানের প্রতিবাদে এই সমাবেশের আহ্বান করা হয়েছিল। ১০ নভেম্বরের ঠিক আগে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। তাতে তিনি সমর্থকদের শেখ মুজিব এবং তাঁর কোনো ছবিসংবলিত প্ল্যাকার্ড বহন না করে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবির প্ল্যাকার্ড বহন করতে নির্দেশ দেন। ট্রাম্পের ছবি বহনকারী কাউকে বাধা দিলে তার ভিডিও কিংবা ছবি তুলতেও নির্দেশ দেন, যা ট্রাম্পের কাছে পাঠাবার ব্যবস্থা করা হবে। নানাবিধ কারণে আওয়ামী লীগের সেদিনের সমাবেশ আর হতে পারেনি।
বরং আওয়ামী লীগের যে কয়জন কর্মী সাহস করে সেখানে গিয়েছিলেন, তাঁরা সবাই আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য এবং অন্য রাজনৈতিক দলের কর্মীদের হাতে বেধড়ক মার খেয়েছেন। এ নিয়ে কর্মীদের ভেতর বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। বিদেশে নিরাপদে থেকে শীর্ষ নেতারা মাঠে মার খাওয়ার জন্য কর্মীদের যে নির্দেশ দিয়েছেন, তাতে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
১২ নভেম্বর আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক আমার এক ঘনিষ্ঠ বন্ধুর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বক্তব্য এখানে তুলে ধরা যেতে পারে। তিনি লিখেছেন, ‘কোথায় এখন দুর্নীতিপরায়ণ নেতৃবৃন্দ? স্বজনপ্রীতি, দুর্নীতি করার পর, দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের প্রচণ্ড বিপদের মধ্যে ফেলে বিদেশে পালিয়ে গেছেন। আজকে যখন সারা দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ত্যাগী এবং নিবেদিত কর্মীরা প্রচণ্ড অত্যাচারের শিকার, তখন তারা নিজেরা দেশে না এসে বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টাপাল্টা বক্তব্য এবং আহ্বান দিয়ে এইসব ত্যাগী এবং নিবেদিতপ্রাণ কর্মীদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। এইসব ধান্দাবাজ, লোভী, দুর্নীতিবাজ নেতৃবৃন্দ কি মনে করে নিজেদের?’
অনেকেই বলছেন শেখ হাসিনার অডিও রেকর্ড নাকি ভুয়া। ‘এআই টেকনোলজি’ ব্যবহার করে শেখ হাসিনার ভয়েস বসিয়ে দিয়ে ভাইরাল করা হয়েছে। এ বিষয়ে আমার ব্যক্তিগত মত ভিন্ন। যদি অডিও রেকর্ডটি শেখ হাসিনার না হয়েই থাকে, তাহলে ১০ নভেম্বর অডিও রেকর্ডে হাসিনা যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেভাবেই ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে লোকজন তৈরি হয়েছিল কীভাবে? হাসিনা বর্তমানে যাদের আশ্রয়ে আছেন, তারা যাতে কোনো প্রকার দোষারোপে না পড়ে, সে জন্যই এখন এআইয়ের দোহাই দেওয়া হচ্ছে। ভারতের মাটিতে বসে হাসিনা রাজনৈতিক উসকানি দিচ্ছেন—এমন বদনাম যাতে তাদের না হয়। অথচ সমাবেশ ভন্ডুল হয়ে যাওয়ার পরপরই ভারতীয় মিডিয়াগুলো ভিডিও দেখিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ কর্মী উল্লেখ না করে, অন্তর্বর্তী সরকার ট্রাম্প সমর্থকদের সমাবেশ করতে দেয়নি বলে ব্যাপক প্রচার শুরু করে দেয়।
১০ নভেম্বর শেখ হাসিনার সমাবেশ আহ্বান করা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণও আছে। দলের এই ভঙ্গুর অবস্থায় নেতৃত্ব দেওয়ার মতো যেখানে কোনো নেতাই দেশে উপস্থিত নেই। মামলা ও হামলার কারণে মাঠপর্যায়ের সব নেতা-কর্মী যেখানে ঘরছাড়া, দেশের পরিস্থিতি যেখানে আওয়ামী লীগ রাজনীতির অনুকূলে নেই, সেখানে ট্রাম্পের বিজয় ঘোষণার পরপরই হুট করে এমন একটা সমাবেশ ডাকার পেছনে শেখ হাসিনার নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্য ছিল। বাংলাদেশের অনেকেই শেখ হাসিনার এমন উদ্যোগকে ‘হাসিনার ট্রাম্প কার্ড ষড়যন্ত্র’ বলে অভিহিতও করেছেন। সেন্ট মার্টিনে সেনাঘাঁটি করতে দেয়নি বলে ক্ষমতাচ্যুত করা হয়েছে; এত দিন শেখ হাসিনা যে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন; রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য সেই যুক্তরাষ্ট্রের সাহায্য পাওয়ার জন্য এখন তিনি অস্থির হয়ে পড়েছেন। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এর চেয়ে দৈন্য আর কী হতে পারে!
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্ভাব এবং ড. ইউনূসের প্রতি ট্রাম্পের কিছুটা বৈরী মনোভাব আছে বিবেচনায় রেখে শেখ হাসিনা হয়তো ভেবেছেন, ট্রাম্প ক্ষমতায় ফিরে এলে তাঁর জন্য মঙ্গলজনকই হবে। মোদিকে ব্যবহার করে ট্রাম্পকে যদি একবার বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি বোঝানো যায়, তাহলে তাঁর হয়তো দ্রুত দেশে ফেরার পথ খুলে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, হাসিনার পুনর্বাসনের বিষয়ে ভারতও কি তাই মনে করে? ট্রাম্পের জয়লাভের পর ভারতীয় পত্রপত্রিকায় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন দেখে তো তাই মনে হয়। কলকাতার ‘দৈনিক আনন্দবাজার’ কিংবা ‘দৈনিক বর্তমান’-এর মতো বিখ্যাত বাংলা পত্রিকার শিরোনাম দেখলে তো মনে হয়, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার। ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পরদিনই আনন্দবাজারের ৭ নভেম্বরের শিরোনাম ছিল ‘ট্রাম্পের প্রত্যাবর্তনে অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস’। দৈনিক বর্তমান ৮ নভেম্বরের সংখ্যায় শিরোনাম দিয়েছে, ‘আমেরিকায় পালাবদলে উদ্বেগ বাড়ছে ইউনূসের, ট্রাম্পের জয়ে বাংলাদেশে ফেরার পথ সুগম হবে হাসিনার?’ তারা প্রতিবেদনে লিখেছে, ‘...বাংলাদেশে দ্রুত নির্বাচন করার জন্য ট্রাম্প প্রশাসন ইউনূস সরকারের ওপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ তথা ‘হাসিনা পরিবার’ যাতে অংশ নিতে পারে, সেই চাপও পরোক্ষে দেওয়া হবে। অতএব মুহাম্মদ ইউনূস এবং তাঁর ভারতবিরোধী সরকার আপাতত যথেষ্ট উদ্বিগ্ন।’
সাঁতার না জানা কেউ হঠাৎ পানিতে পড়ে গেলে খড়কুটো ধরেই বাঁচার চেষ্টা করেন। শেখ হাসিনার বেলায়ও কি তাই হয়েছে? এত দিন ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশকে ম্যানেজ করে নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন। গত তিনটি নির্বাচনেই প্রমাণ হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার মতো যোগ্যতা আওয়ামী লীগের ছিল না। গত ১৫ বছর নানাবিধ অপকর্মের ফলে দেশ থেকে বিতাড়িত হয়েও সেই ভারতেই আশ্রয় নিয়ে ভারতের সাহায্যেই যুক্তরাষ্ট্রকে আবারও ম্যানেজ করার চেষ্টা করছেন তিনি। দেশবাসী বিষয়টি মোটেও ভালো চোখে দেখছেন না। আওয়ামী লীগকে দলীয় আদর্শে পুনর্গঠিত না করে পরের ওপর নির্ভর করে শেখ হাসিনা কত দূর যেতে পারবেন, ভবিষ্যতেই হয়তো বোঝা যাবে। তবে এভাবে আওয়ামী লীগকে পরাশ্রয়ী দলে পরিণত করে তিনি বেশি দূর এগোতে পারবেন বলে মনে হয় না। এ প্রসঙ্গে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের দুটি উক্তি উল্লেখ করতে চাই।
বিবিসি নিউজ বাংলার সেই প্রতিবেদনে প্রকাশিত ফরিদপুরের একজন তৃণমূল কর্মী আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘ক্রিম খাইলো নেতারা, কোটি কোটি টাকা বানাইলো তারা; আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতা-কর্মীদের?’ আমার পরিচিত আত্মগোপনে থাকা ঢাকা জেলার এক মধ্যম সারির আওয়ামী লীগ নেতা একটি সুন্দর মন্তব্য করেছেন, ‘বিদেশে পালিয়ে না থেকে নেত্রীর দ্রুত দেশে ফিরে আসা উচিত। এভাবে বিদেশেই যদি থাকতে হয় তাহলে তারেক জিয়া আর তাঁর মধ্যে পার্থক্য থাকল কোথায়? এত দিন তারেক জিয়াকে দেশে এসে বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাই তো গালাগাল করেছেন। এবার ওনার পালা। বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনার দেশে ফেরা উচিত।’
এ কে এম শামসুদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও কলাম লেখক

শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও দেশ ছেড়ে পালিয়েছেন। যাঁরা পালাতে পারেননি তাঁদের জনাকয়েক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনকালে বিএনপিসহ অন্য নেতাদের যেভাবে হেলমেট পরিয়ে জেলখানা থেকে আদালতে হাজির করা হতো, এখন আওয়ামী লীগের নেতাদের একই কায়দায় সারিবদ্ধভাবে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার দৃশ্য আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাই। শত শত মামলা দিয়ে বিএনপির শীর্ষ নেতাদের এক আদালত থেকে আরেক আদালতে দৌড়ানোর দৃশ্য দেখে আওয়ামী লীগ নেতারা যেমন হাসি-তামাশা করতেন; এখন হেলমেট পরা আওয়ামী লীগ নেতাদের আদালতপাড়ায় দেখে বিএনপির নেতারা নিশ্চয়ই উপভোগ করছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে জেলা-উপজেলা ও মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অনেকেই গা-ঢাকা দিয়েছেন। কেউ কেউ স্থানীয় পর্যায়ে বিএনপি ও প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে এলাকায় কোনোরকমে টিকে আছেন।
৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে দেশছাড়া করেছে। যাঁদের ওপর ভরসা করে তিনি এত দিন ক্ষমতায় টিকে ছিলেন, তাঁরা যখন আর কোনো ভরসা দিতে পারলেন না, তখন তিনি দেশত্যাগ করে নিজের জীবন বাঁচালেন। পেছনে পড়ে রইলেন তাঁর এত দিনের রাজনৈতিক নেতা-কর্মীরা। দেশত্যাগের আগে তিনি দলীয় নেতা-কর্মীদের কোনো নির্দেশনাও দিয়ে যাননি। ফলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগে এখন চরম নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে। ফলে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকেই এখনো উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। দলের শীর্ষ নেতাসহ শেখ হাসিনার এভাবে চলে যাওয়া দলের তৃণমূল কর্মীরা মেনে নিতে পারেননি। এ বিষয়ে বিবিসি নিউজ বাংলা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে তৃণমূল নেতা-কর্মীদের চমকপ্রদ কিছু বক্তব্যের উল্লেখ আছে, ‘নেত্রী যদি এভাবে দেশত্যাগ না করে দেশেই থেকে যেতেন, তাহলে পরিস্থিতি আজ অন্য রকম হতে পারত। ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া তো দেশ ছেড়ে যাননি।
এমনকি এরশাদের মতো ব্যক্তিও দেশত্যাগ না করে কারাবরণ মেনে নিয়েছিলেন। এরশাদ জেলে বসেই তাঁর দলকে গুছিয়ে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন। অথচ নেত্রী তা না করে নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। যেসব শীর্ষস্থানীয় নেতার নির্দেশ মেনে আমরা যাঁরা গত ১৫ বছর রাজনীতির মাঠ দখলে রেখেছিলাম, আজ এই বিপর্যয়ের দিনে তাঁরা সবাই আমাদের বিপদের মুখে ঠেলে দিয়ে দেশত্যাগ করলেন!’ বর্তমানে আওয়ামী লীগের ওপরের সারির কোনো নেতাই এখন দেশে নেই। মাঝের সারিরও কেউ নেই। নিচের সারির যে নেতাদের দলের নীতিনির্ধারকদের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যেত, তাঁরাও বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বেশি সুবিধাভোগী শেখ পরিবারের কেউই এখন আর দেশের মাটিতে নেই। ৫ আগস্টের পর আওয়ামী লীগের মাঠপর্যায়ের যেসব নেতা-কর্মী দেশ ছেড়ে যেতে পারেননি, তাঁরা এখন মহাবিপদে আছেন।
আওয়ামী লীগের মাঠপর্যায়ের অনেক নেতা বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েছেন। মামলায় জড়ানোর কারণে পুলিশ এখন তাঁদের খুঁজছে। অপর দিকে দেড় দশক ধরে আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের হাতে নানাভাবে নির্যাতনের শিকার ভুক্তভোগীরাও এখন দেখামাত্রই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। লোকজনের কাছে আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয় দেওয়াই এখন বিপজ্জনক হয়ে পড়েছে। এই যখন পরিস্থিতি, তখন ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে জিরো পয়েন্টে আওয়ামী লীগের সমর্থকদের জড়ো হতে বলা হয়েছিল।
আওয়ামী লীগের ফেসবুক ভেরিফায়েড পেজে বলা হয়েছিল, অপশাসন, দেশের মানুষের মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে, মৌলবাদী শক্তির উত্থানের প্রতিবাদে এই সমাবেশের আহ্বান করা হয়েছিল। ১০ নভেম্বরের ঠিক আগে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। তাতে তিনি সমর্থকদের শেখ মুজিব এবং তাঁর কোনো ছবিসংবলিত প্ল্যাকার্ড বহন না করে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবির প্ল্যাকার্ড বহন করতে নির্দেশ দেন। ট্রাম্পের ছবি বহনকারী কাউকে বাধা দিলে তার ভিডিও কিংবা ছবি তুলতেও নির্দেশ দেন, যা ট্রাম্পের কাছে পাঠাবার ব্যবস্থা করা হবে। নানাবিধ কারণে আওয়ামী লীগের সেদিনের সমাবেশ আর হতে পারেনি।
বরং আওয়ামী লীগের যে কয়জন কর্মী সাহস করে সেখানে গিয়েছিলেন, তাঁরা সবাই আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য এবং অন্য রাজনৈতিক দলের কর্মীদের হাতে বেধড়ক মার খেয়েছেন। এ নিয়ে কর্মীদের ভেতর বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। বিদেশে নিরাপদে থেকে শীর্ষ নেতারা মাঠে মার খাওয়ার জন্য কর্মীদের যে নির্দেশ দিয়েছেন, তাতে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
১২ নভেম্বর আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক আমার এক ঘনিষ্ঠ বন্ধুর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বক্তব্য এখানে তুলে ধরা যেতে পারে। তিনি লিখেছেন, ‘কোথায় এখন দুর্নীতিপরায়ণ নেতৃবৃন্দ? স্বজনপ্রীতি, দুর্নীতি করার পর, দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের প্রচণ্ড বিপদের মধ্যে ফেলে বিদেশে পালিয়ে গেছেন। আজকে যখন সারা দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ত্যাগী এবং নিবেদিত কর্মীরা প্রচণ্ড অত্যাচারের শিকার, তখন তারা নিজেরা দেশে না এসে বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টাপাল্টা বক্তব্য এবং আহ্বান দিয়ে এইসব ত্যাগী এবং নিবেদিতপ্রাণ কর্মীদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। এইসব ধান্দাবাজ, লোভী, দুর্নীতিবাজ নেতৃবৃন্দ কি মনে করে নিজেদের?’
অনেকেই বলছেন শেখ হাসিনার অডিও রেকর্ড নাকি ভুয়া। ‘এআই টেকনোলজি’ ব্যবহার করে শেখ হাসিনার ভয়েস বসিয়ে দিয়ে ভাইরাল করা হয়েছে। এ বিষয়ে আমার ব্যক্তিগত মত ভিন্ন। যদি অডিও রেকর্ডটি শেখ হাসিনার না হয়েই থাকে, তাহলে ১০ নভেম্বর অডিও রেকর্ডে হাসিনা যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেভাবেই ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে লোকজন তৈরি হয়েছিল কীভাবে? হাসিনা বর্তমানে যাদের আশ্রয়ে আছেন, তারা যাতে কোনো প্রকার দোষারোপে না পড়ে, সে জন্যই এখন এআইয়ের দোহাই দেওয়া হচ্ছে। ভারতের মাটিতে বসে হাসিনা রাজনৈতিক উসকানি দিচ্ছেন—এমন বদনাম যাতে তাদের না হয়। অথচ সমাবেশ ভন্ডুল হয়ে যাওয়ার পরপরই ভারতীয় মিডিয়াগুলো ভিডিও দেখিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ কর্মী উল্লেখ না করে, অন্তর্বর্তী সরকার ট্রাম্প সমর্থকদের সমাবেশ করতে দেয়নি বলে ব্যাপক প্রচার শুরু করে দেয়।
১০ নভেম্বর শেখ হাসিনার সমাবেশ আহ্বান করা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণও আছে। দলের এই ভঙ্গুর অবস্থায় নেতৃত্ব দেওয়ার মতো যেখানে কোনো নেতাই দেশে উপস্থিত নেই। মামলা ও হামলার কারণে মাঠপর্যায়ের সব নেতা-কর্মী যেখানে ঘরছাড়া, দেশের পরিস্থিতি যেখানে আওয়ামী লীগ রাজনীতির অনুকূলে নেই, সেখানে ট্রাম্পের বিজয় ঘোষণার পরপরই হুট করে এমন একটা সমাবেশ ডাকার পেছনে শেখ হাসিনার নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্য ছিল। বাংলাদেশের অনেকেই শেখ হাসিনার এমন উদ্যোগকে ‘হাসিনার ট্রাম্প কার্ড ষড়যন্ত্র’ বলে অভিহিতও করেছেন। সেন্ট মার্টিনে সেনাঘাঁটি করতে দেয়নি বলে ক্ষমতাচ্যুত করা হয়েছে; এত দিন শেখ হাসিনা যে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন; রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য সেই যুক্তরাষ্ট্রের সাহায্য পাওয়ার জন্য এখন তিনি অস্থির হয়ে পড়েছেন। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এর চেয়ে দৈন্য আর কী হতে পারে!
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্ভাব এবং ড. ইউনূসের প্রতি ট্রাম্পের কিছুটা বৈরী মনোভাব আছে বিবেচনায় রেখে শেখ হাসিনা হয়তো ভেবেছেন, ট্রাম্প ক্ষমতায় ফিরে এলে তাঁর জন্য মঙ্গলজনকই হবে। মোদিকে ব্যবহার করে ট্রাম্পকে যদি একবার বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি বোঝানো যায়, তাহলে তাঁর হয়তো দ্রুত দেশে ফেরার পথ খুলে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, হাসিনার পুনর্বাসনের বিষয়ে ভারতও কি তাই মনে করে? ট্রাম্পের জয়লাভের পর ভারতীয় পত্রপত্রিকায় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন দেখে তো তাই মনে হয়। কলকাতার ‘দৈনিক আনন্দবাজার’ কিংবা ‘দৈনিক বর্তমান’-এর মতো বিখ্যাত বাংলা পত্রিকার শিরোনাম দেখলে তো মনে হয়, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার। ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পরদিনই আনন্দবাজারের ৭ নভেম্বরের শিরোনাম ছিল ‘ট্রাম্পের প্রত্যাবর্তনে অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস’। দৈনিক বর্তমান ৮ নভেম্বরের সংখ্যায় শিরোনাম দিয়েছে, ‘আমেরিকায় পালাবদলে উদ্বেগ বাড়ছে ইউনূসের, ট্রাম্পের জয়ে বাংলাদেশে ফেরার পথ সুগম হবে হাসিনার?’ তারা প্রতিবেদনে লিখেছে, ‘...বাংলাদেশে দ্রুত নির্বাচন করার জন্য ট্রাম্প প্রশাসন ইউনূস সরকারের ওপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ তথা ‘হাসিনা পরিবার’ যাতে অংশ নিতে পারে, সেই চাপও পরোক্ষে দেওয়া হবে। অতএব মুহাম্মদ ইউনূস এবং তাঁর ভারতবিরোধী সরকার আপাতত যথেষ্ট উদ্বিগ্ন।’
সাঁতার না জানা কেউ হঠাৎ পানিতে পড়ে গেলে খড়কুটো ধরেই বাঁচার চেষ্টা করেন। শেখ হাসিনার বেলায়ও কি তাই হয়েছে? এত দিন ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশকে ম্যানেজ করে নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন। গত তিনটি নির্বাচনেই প্রমাণ হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার মতো যোগ্যতা আওয়ামী লীগের ছিল না। গত ১৫ বছর নানাবিধ অপকর্মের ফলে দেশ থেকে বিতাড়িত হয়েও সেই ভারতেই আশ্রয় নিয়ে ভারতের সাহায্যেই যুক্তরাষ্ট্রকে আবারও ম্যানেজ করার চেষ্টা করছেন তিনি। দেশবাসী বিষয়টি মোটেও ভালো চোখে দেখছেন না। আওয়ামী লীগকে দলীয় আদর্শে পুনর্গঠিত না করে পরের ওপর নির্ভর করে শেখ হাসিনা কত দূর যেতে পারবেন, ভবিষ্যতেই হয়তো বোঝা যাবে। তবে এভাবে আওয়ামী লীগকে পরাশ্রয়ী দলে পরিণত করে তিনি বেশি দূর এগোতে পারবেন বলে মনে হয় না। এ প্রসঙ্গে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের দুটি উক্তি উল্লেখ করতে চাই।
বিবিসি নিউজ বাংলার সেই প্রতিবেদনে প্রকাশিত ফরিদপুরের একজন তৃণমূল কর্মী আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘ক্রিম খাইলো নেতারা, কোটি কোটি টাকা বানাইলো তারা; আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতা-কর্মীদের?’ আমার পরিচিত আত্মগোপনে থাকা ঢাকা জেলার এক মধ্যম সারির আওয়ামী লীগ নেতা একটি সুন্দর মন্তব্য করেছেন, ‘বিদেশে পালিয়ে না থেকে নেত্রীর দ্রুত দেশে ফিরে আসা উচিত। এভাবে বিদেশেই যদি থাকতে হয় তাহলে তারেক জিয়া আর তাঁর মধ্যে পার্থক্য থাকল কোথায়? এত দিন তারেক জিয়াকে দেশে এসে বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাই তো গালাগাল করেছেন। এবার ওনার পালা। বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনার দেশে ফেরা উচিত।’
এ কে এম শামসুদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও কলাম লেখক
সাঁতার না জানা কেউ হঠাৎ পানিতে পড়ে গেলে খড়কুটো ধরেই বাঁচার চেষ্টা করেন। শেখ হাসিনার বেলায়ও কি তাই হয়েছে? এত দিন ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশকে ম্যানেজ করে নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন। গত তিনটি নির্বাচনেই প্রমাণ হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার মতো যোগ্যতা আওয়ামী লীগের ছিল না।
এ কে এম শামসুদ্দিন

শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও দেশ ছেড়ে পালিয়েছেন। যাঁরা পালাতে পারেননি তাঁদের জনাকয়েক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনকালে বিএনপিসহ অন্য নেতাদের যেভাবে হেলমেট পরিয়ে জেলখানা থেকে আদালতে হাজির করা হতো, এখন আওয়ামী লীগের নেতাদের একই কায়দায় সারিবদ্ধভাবে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার দৃশ্য আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাই। শত শত মামলা দিয়ে বিএনপির শীর্ষ নেতাদের এক আদালত থেকে আরেক আদালতে দৌড়ানোর দৃশ্য দেখে আওয়ামী লীগ নেতারা যেমন হাসি-তামাশা করতেন; এখন হেলমেট পরা আওয়ামী লীগ নেতাদের আদালতপাড়ায় দেখে বিএনপির নেতারা নিশ্চয়ই উপভোগ করছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে জেলা-উপজেলা ও মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অনেকেই গা-ঢাকা দিয়েছেন। কেউ কেউ স্থানীয় পর্যায়ে বিএনপি ও প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে এলাকায় কোনোরকমে টিকে আছেন।
৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে দেশছাড়া করেছে। যাঁদের ওপর ভরসা করে তিনি এত দিন ক্ষমতায় টিকে ছিলেন, তাঁরা যখন আর কোনো ভরসা দিতে পারলেন না, তখন তিনি দেশত্যাগ করে নিজের জীবন বাঁচালেন। পেছনে পড়ে রইলেন তাঁর এত দিনের রাজনৈতিক নেতা-কর্মীরা। দেশত্যাগের আগে তিনি দলীয় নেতা-কর্মীদের কোনো নির্দেশনাও দিয়ে যাননি। ফলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগে এখন চরম নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে। ফলে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকেই এখনো উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। দলের শীর্ষ নেতাসহ শেখ হাসিনার এভাবে চলে যাওয়া দলের তৃণমূল কর্মীরা মেনে নিতে পারেননি। এ বিষয়ে বিবিসি নিউজ বাংলা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে তৃণমূল নেতা-কর্মীদের চমকপ্রদ কিছু বক্তব্যের উল্লেখ আছে, ‘নেত্রী যদি এভাবে দেশত্যাগ না করে দেশেই থেকে যেতেন, তাহলে পরিস্থিতি আজ অন্য রকম হতে পারত। ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া তো দেশ ছেড়ে যাননি।
এমনকি এরশাদের মতো ব্যক্তিও দেশত্যাগ না করে কারাবরণ মেনে নিয়েছিলেন। এরশাদ জেলে বসেই তাঁর দলকে গুছিয়ে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন। অথচ নেত্রী তা না করে নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। যেসব শীর্ষস্থানীয় নেতার নির্দেশ মেনে আমরা যাঁরা গত ১৫ বছর রাজনীতির মাঠ দখলে রেখেছিলাম, আজ এই বিপর্যয়ের দিনে তাঁরা সবাই আমাদের বিপদের মুখে ঠেলে দিয়ে দেশত্যাগ করলেন!’ বর্তমানে আওয়ামী লীগের ওপরের সারির কোনো নেতাই এখন দেশে নেই। মাঝের সারিরও কেউ নেই। নিচের সারির যে নেতাদের দলের নীতিনির্ধারকদের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যেত, তাঁরাও বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বেশি সুবিধাভোগী শেখ পরিবারের কেউই এখন আর দেশের মাটিতে নেই। ৫ আগস্টের পর আওয়ামী লীগের মাঠপর্যায়ের যেসব নেতা-কর্মী দেশ ছেড়ে যেতে পারেননি, তাঁরা এখন মহাবিপদে আছেন।
আওয়ামী লীগের মাঠপর্যায়ের অনেক নেতা বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েছেন। মামলায় জড়ানোর কারণে পুলিশ এখন তাঁদের খুঁজছে। অপর দিকে দেড় দশক ধরে আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের হাতে নানাভাবে নির্যাতনের শিকার ভুক্তভোগীরাও এখন দেখামাত্রই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। লোকজনের কাছে আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয় দেওয়াই এখন বিপজ্জনক হয়ে পড়েছে। এই যখন পরিস্থিতি, তখন ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে জিরো পয়েন্টে আওয়ামী লীগের সমর্থকদের জড়ো হতে বলা হয়েছিল।
আওয়ামী লীগের ফেসবুক ভেরিফায়েড পেজে বলা হয়েছিল, অপশাসন, দেশের মানুষের মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে, মৌলবাদী শক্তির উত্থানের প্রতিবাদে এই সমাবেশের আহ্বান করা হয়েছিল। ১০ নভেম্বরের ঠিক আগে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। তাতে তিনি সমর্থকদের শেখ মুজিব এবং তাঁর কোনো ছবিসংবলিত প্ল্যাকার্ড বহন না করে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবির প্ল্যাকার্ড বহন করতে নির্দেশ দেন। ট্রাম্পের ছবি বহনকারী কাউকে বাধা দিলে তার ভিডিও কিংবা ছবি তুলতেও নির্দেশ দেন, যা ট্রাম্পের কাছে পাঠাবার ব্যবস্থা করা হবে। নানাবিধ কারণে আওয়ামী লীগের সেদিনের সমাবেশ আর হতে পারেনি।
বরং আওয়ামী লীগের যে কয়জন কর্মী সাহস করে সেখানে গিয়েছিলেন, তাঁরা সবাই আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য এবং অন্য রাজনৈতিক দলের কর্মীদের হাতে বেধড়ক মার খেয়েছেন। এ নিয়ে কর্মীদের ভেতর বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। বিদেশে নিরাপদে থেকে শীর্ষ নেতারা মাঠে মার খাওয়ার জন্য কর্মীদের যে নির্দেশ দিয়েছেন, তাতে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
১২ নভেম্বর আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক আমার এক ঘনিষ্ঠ বন্ধুর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বক্তব্য এখানে তুলে ধরা যেতে পারে। তিনি লিখেছেন, ‘কোথায় এখন দুর্নীতিপরায়ণ নেতৃবৃন্দ? স্বজনপ্রীতি, দুর্নীতি করার পর, দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের প্রচণ্ড বিপদের মধ্যে ফেলে বিদেশে পালিয়ে গেছেন। আজকে যখন সারা দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ত্যাগী এবং নিবেদিত কর্মীরা প্রচণ্ড অত্যাচারের শিকার, তখন তারা নিজেরা দেশে না এসে বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টাপাল্টা বক্তব্য এবং আহ্বান দিয়ে এইসব ত্যাগী এবং নিবেদিতপ্রাণ কর্মীদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। এইসব ধান্দাবাজ, লোভী, দুর্নীতিবাজ নেতৃবৃন্দ কি মনে করে নিজেদের?’
অনেকেই বলছেন শেখ হাসিনার অডিও রেকর্ড নাকি ভুয়া। ‘এআই টেকনোলজি’ ব্যবহার করে শেখ হাসিনার ভয়েস বসিয়ে দিয়ে ভাইরাল করা হয়েছে। এ বিষয়ে আমার ব্যক্তিগত মত ভিন্ন। যদি অডিও রেকর্ডটি শেখ হাসিনার না হয়েই থাকে, তাহলে ১০ নভেম্বর অডিও রেকর্ডে হাসিনা যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেভাবেই ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে লোকজন তৈরি হয়েছিল কীভাবে? হাসিনা বর্তমানে যাদের আশ্রয়ে আছেন, তারা যাতে কোনো প্রকার দোষারোপে না পড়ে, সে জন্যই এখন এআইয়ের দোহাই দেওয়া হচ্ছে। ভারতের মাটিতে বসে হাসিনা রাজনৈতিক উসকানি দিচ্ছেন—এমন বদনাম যাতে তাদের না হয়। অথচ সমাবেশ ভন্ডুল হয়ে যাওয়ার পরপরই ভারতীয় মিডিয়াগুলো ভিডিও দেখিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ কর্মী উল্লেখ না করে, অন্তর্বর্তী সরকার ট্রাম্প সমর্থকদের সমাবেশ করতে দেয়নি বলে ব্যাপক প্রচার শুরু করে দেয়।
১০ নভেম্বর শেখ হাসিনার সমাবেশ আহ্বান করা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণও আছে। দলের এই ভঙ্গুর অবস্থায় নেতৃত্ব দেওয়ার মতো যেখানে কোনো নেতাই দেশে উপস্থিত নেই। মামলা ও হামলার কারণে মাঠপর্যায়ের সব নেতা-কর্মী যেখানে ঘরছাড়া, দেশের পরিস্থিতি যেখানে আওয়ামী লীগ রাজনীতির অনুকূলে নেই, সেখানে ট্রাম্পের বিজয় ঘোষণার পরপরই হুট করে এমন একটা সমাবেশ ডাকার পেছনে শেখ হাসিনার নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্য ছিল। বাংলাদেশের অনেকেই শেখ হাসিনার এমন উদ্যোগকে ‘হাসিনার ট্রাম্প কার্ড ষড়যন্ত্র’ বলে অভিহিতও করেছেন। সেন্ট মার্টিনে সেনাঘাঁটি করতে দেয়নি বলে ক্ষমতাচ্যুত করা হয়েছে; এত দিন শেখ হাসিনা যে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন; রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য সেই যুক্তরাষ্ট্রের সাহায্য পাওয়ার জন্য এখন তিনি অস্থির হয়ে পড়েছেন। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এর চেয়ে দৈন্য আর কী হতে পারে!
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্ভাব এবং ড. ইউনূসের প্রতি ট্রাম্পের কিছুটা বৈরী মনোভাব আছে বিবেচনায় রেখে শেখ হাসিনা হয়তো ভেবেছেন, ট্রাম্প ক্ষমতায় ফিরে এলে তাঁর জন্য মঙ্গলজনকই হবে। মোদিকে ব্যবহার করে ট্রাম্পকে যদি একবার বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি বোঝানো যায়, তাহলে তাঁর হয়তো দ্রুত দেশে ফেরার পথ খুলে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, হাসিনার পুনর্বাসনের বিষয়ে ভারতও কি তাই মনে করে? ট্রাম্পের জয়লাভের পর ভারতীয় পত্রপত্রিকায় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন দেখে তো তাই মনে হয়। কলকাতার ‘দৈনিক আনন্দবাজার’ কিংবা ‘দৈনিক বর্তমান’-এর মতো বিখ্যাত বাংলা পত্রিকার শিরোনাম দেখলে তো মনে হয়, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার। ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পরদিনই আনন্দবাজারের ৭ নভেম্বরের শিরোনাম ছিল ‘ট্রাম্পের প্রত্যাবর্তনে অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস’। দৈনিক বর্তমান ৮ নভেম্বরের সংখ্যায় শিরোনাম দিয়েছে, ‘আমেরিকায় পালাবদলে উদ্বেগ বাড়ছে ইউনূসের, ট্রাম্পের জয়ে বাংলাদেশে ফেরার পথ সুগম হবে হাসিনার?’ তারা প্রতিবেদনে লিখেছে, ‘...বাংলাদেশে দ্রুত নির্বাচন করার জন্য ট্রাম্প প্রশাসন ইউনূস সরকারের ওপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ তথা ‘হাসিনা পরিবার’ যাতে অংশ নিতে পারে, সেই চাপও পরোক্ষে দেওয়া হবে। অতএব মুহাম্মদ ইউনূস এবং তাঁর ভারতবিরোধী সরকার আপাতত যথেষ্ট উদ্বিগ্ন।’
সাঁতার না জানা কেউ হঠাৎ পানিতে পড়ে গেলে খড়কুটো ধরেই বাঁচার চেষ্টা করেন। শেখ হাসিনার বেলায়ও কি তাই হয়েছে? এত দিন ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশকে ম্যানেজ করে নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন। গত তিনটি নির্বাচনেই প্রমাণ হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার মতো যোগ্যতা আওয়ামী লীগের ছিল না। গত ১৫ বছর নানাবিধ অপকর্মের ফলে দেশ থেকে বিতাড়িত হয়েও সেই ভারতেই আশ্রয় নিয়ে ভারতের সাহায্যেই যুক্তরাষ্ট্রকে আবারও ম্যানেজ করার চেষ্টা করছেন তিনি। দেশবাসী বিষয়টি মোটেও ভালো চোখে দেখছেন না। আওয়ামী লীগকে দলীয় আদর্শে পুনর্গঠিত না করে পরের ওপর নির্ভর করে শেখ হাসিনা কত দূর যেতে পারবেন, ভবিষ্যতেই হয়তো বোঝা যাবে। তবে এভাবে আওয়ামী লীগকে পরাশ্রয়ী দলে পরিণত করে তিনি বেশি দূর এগোতে পারবেন বলে মনে হয় না। এ প্রসঙ্গে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের দুটি উক্তি উল্লেখ করতে চাই।
বিবিসি নিউজ বাংলার সেই প্রতিবেদনে প্রকাশিত ফরিদপুরের একজন তৃণমূল কর্মী আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘ক্রিম খাইলো নেতারা, কোটি কোটি টাকা বানাইলো তারা; আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতা-কর্মীদের?’ আমার পরিচিত আত্মগোপনে থাকা ঢাকা জেলার এক মধ্যম সারির আওয়ামী লীগ নেতা একটি সুন্দর মন্তব্য করেছেন, ‘বিদেশে পালিয়ে না থেকে নেত্রীর দ্রুত দেশে ফিরে আসা উচিত। এভাবে বিদেশেই যদি থাকতে হয় তাহলে তারেক জিয়া আর তাঁর মধ্যে পার্থক্য থাকল কোথায়? এত দিন তারেক জিয়াকে দেশে এসে বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাই তো গালাগাল করেছেন। এবার ওনার পালা। বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনার দেশে ফেরা উচিত।’
এ কে এম শামসুদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও কলাম লেখক

শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও দেশ ছেড়ে পালিয়েছেন। যাঁরা পালাতে পারেননি তাঁদের জনাকয়েক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনকালে বিএনপিসহ অন্য নেতাদের যেভাবে হেলমেট পরিয়ে জেলখানা থেকে আদালতে হাজির করা হতো, এখন আওয়ামী লীগের নেতাদের একই কায়দায় সারিবদ্ধভাবে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার দৃশ্য আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাই। শত শত মামলা দিয়ে বিএনপির শীর্ষ নেতাদের এক আদালত থেকে আরেক আদালতে দৌড়ানোর দৃশ্য দেখে আওয়ামী লীগ নেতারা যেমন হাসি-তামাশা করতেন; এখন হেলমেট পরা আওয়ামী লীগ নেতাদের আদালতপাড়ায় দেখে বিএনপির নেতারা নিশ্চয়ই উপভোগ করছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে জেলা-উপজেলা ও মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অনেকেই গা-ঢাকা দিয়েছেন। কেউ কেউ স্থানীয় পর্যায়ে বিএনপি ও প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে এলাকায় কোনোরকমে টিকে আছেন।
৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে দেশছাড়া করেছে। যাঁদের ওপর ভরসা করে তিনি এত দিন ক্ষমতায় টিকে ছিলেন, তাঁরা যখন আর কোনো ভরসা দিতে পারলেন না, তখন তিনি দেশত্যাগ করে নিজের জীবন বাঁচালেন। পেছনে পড়ে রইলেন তাঁর এত দিনের রাজনৈতিক নেতা-কর্মীরা। দেশত্যাগের আগে তিনি দলীয় নেতা-কর্মীদের কোনো নির্দেশনাও দিয়ে যাননি। ফলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগে এখন চরম নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে। ফলে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকেই এখনো উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। দলের শীর্ষ নেতাসহ শেখ হাসিনার এভাবে চলে যাওয়া দলের তৃণমূল কর্মীরা মেনে নিতে পারেননি। এ বিষয়ে বিবিসি নিউজ বাংলা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে তৃণমূল নেতা-কর্মীদের চমকপ্রদ কিছু বক্তব্যের উল্লেখ আছে, ‘নেত্রী যদি এভাবে দেশত্যাগ না করে দেশেই থেকে যেতেন, তাহলে পরিস্থিতি আজ অন্য রকম হতে পারত। ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া তো দেশ ছেড়ে যাননি।
এমনকি এরশাদের মতো ব্যক্তিও দেশত্যাগ না করে কারাবরণ মেনে নিয়েছিলেন। এরশাদ জেলে বসেই তাঁর দলকে গুছিয়ে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন। অথচ নেত্রী তা না করে নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। যেসব শীর্ষস্থানীয় নেতার নির্দেশ মেনে আমরা যাঁরা গত ১৫ বছর রাজনীতির মাঠ দখলে রেখেছিলাম, আজ এই বিপর্যয়ের দিনে তাঁরা সবাই আমাদের বিপদের মুখে ঠেলে দিয়ে দেশত্যাগ করলেন!’ বর্তমানে আওয়ামী লীগের ওপরের সারির কোনো নেতাই এখন দেশে নেই। মাঝের সারিরও কেউ নেই। নিচের সারির যে নেতাদের দলের নীতিনির্ধারকদের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যেত, তাঁরাও বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বেশি সুবিধাভোগী শেখ পরিবারের কেউই এখন আর দেশের মাটিতে নেই। ৫ আগস্টের পর আওয়ামী লীগের মাঠপর্যায়ের যেসব নেতা-কর্মী দেশ ছেড়ে যেতে পারেননি, তাঁরা এখন মহাবিপদে আছেন।
আওয়ামী লীগের মাঠপর্যায়ের অনেক নেতা বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েছেন। মামলায় জড়ানোর কারণে পুলিশ এখন তাঁদের খুঁজছে। অপর দিকে দেড় দশক ধরে আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের হাতে নানাভাবে নির্যাতনের শিকার ভুক্তভোগীরাও এখন দেখামাত্রই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। লোকজনের কাছে আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয় দেওয়াই এখন বিপজ্জনক হয়ে পড়েছে। এই যখন পরিস্থিতি, তখন ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে জিরো পয়েন্টে আওয়ামী লীগের সমর্থকদের জড়ো হতে বলা হয়েছিল।
আওয়ামী লীগের ফেসবুক ভেরিফায়েড পেজে বলা হয়েছিল, অপশাসন, দেশের মানুষের মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে, মৌলবাদী শক্তির উত্থানের প্রতিবাদে এই সমাবেশের আহ্বান করা হয়েছিল। ১০ নভেম্বরের ঠিক আগে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। তাতে তিনি সমর্থকদের শেখ মুজিব এবং তাঁর কোনো ছবিসংবলিত প্ল্যাকার্ড বহন না করে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবির প্ল্যাকার্ড বহন করতে নির্দেশ দেন। ট্রাম্পের ছবি বহনকারী কাউকে বাধা দিলে তার ভিডিও কিংবা ছবি তুলতেও নির্দেশ দেন, যা ট্রাম্পের কাছে পাঠাবার ব্যবস্থা করা হবে। নানাবিধ কারণে আওয়ামী লীগের সেদিনের সমাবেশ আর হতে পারেনি।
বরং আওয়ামী লীগের যে কয়জন কর্মী সাহস করে সেখানে গিয়েছিলেন, তাঁরা সবাই আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য এবং অন্য রাজনৈতিক দলের কর্মীদের হাতে বেধড়ক মার খেয়েছেন। এ নিয়ে কর্মীদের ভেতর বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। বিদেশে নিরাপদে থেকে শীর্ষ নেতারা মাঠে মার খাওয়ার জন্য কর্মীদের যে নির্দেশ দিয়েছেন, তাতে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
১২ নভেম্বর আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক আমার এক ঘনিষ্ঠ বন্ধুর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বক্তব্য এখানে তুলে ধরা যেতে পারে। তিনি লিখেছেন, ‘কোথায় এখন দুর্নীতিপরায়ণ নেতৃবৃন্দ? স্বজনপ্রীতি, দুর্নীতি করার পর, দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের প্রচণ্ড বিপদের মধ্যে ফেলে বিদেশে পালিয়ে গেছেন। আজকে যখন সারা দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ত্যাগী এবং নিবেদিত কর্মীরা প্রচণ্ড অত্যাচারের শিকার, তখন তারা নিজেরা দেশে না এসে বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টাপাল্টা বক্তব্য এবং আহ্বান দিয়ে এইসব ত্যাগী এবং নিবেদিতপ্রাণ কর্মীদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। এইসব ধান্দাবাজ, লোভী, দুর্নীতিবাজ নেতৃবৃন্দ কি মনে করে নিজেদের?’
অনেকেই বলছেন শেখ হাসিনার অডিও রেকর্ড নাকি ভুয়া। ‘এআই টেকনোলজি’ ব্যবহার করে শেখ হাসিনার ভয়েস বসিয়ে দিয়ে ভাইরাল করা হয়েছে। এ বিষয়ে আমার ব্যক্তিগত মত ভিন্ন। যদি অডিও রেকর্ডটি শেখ হাসিনার না হয়েই থাকে, তাহলে ১০ নভেম্বর অডিও রেকর্ডে হাসিনা যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেভাবেই ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে লোকজন তৈরি হয়েছিল কীভাবে? হাসিনা বর্তমানে যাদের আশ্রয়ে আছেন, তারা যাতে কোনো প্রকার দোষারোপে না পড়ে, সে জন্যই এখন এআইয়ের দোহাই দেওয়া হচ্ছে। ভারতের মাটিতে বসে হাসিনা রাজনৈতিক উসকানি দিচ্ছেন—এমন বদনাম যাতে তাদের না হয়। অথচ সমাবেশ ভন্ডুল হয়ে যাওয়ার পরপরই ভারতীয় মিডিয়াগুলো ভিডিও দেখিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ কর্মী উল্লেখ না করে, অন্তর্বর্তী সরকার ট্রাম্প সমর্থকদের সমাবেশ করতে দেয়নি বলে ব্যাপক প্রচার শুরু করে দেয়।
১০ নভেম্বর শেখ হাসিনার সমাবেশ আহ্বান করা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণও আছে। দলের এই ভঙ্গুর অবস্থায় নেতৃত্ব দেওয়ার মতো যেখানে কোনো নেতাই দেশে উপস্থিত নেই। মামলা ও হামলার কারণে মাঠপর্যায়ের সব নেতা-কর্মী যেখানে ঘরছাড়া, দেশের পরিস্থিতি যেখানে আওয়ামী লীগ রাজনীতির অনুকূলে নেই, সেখানে ট্রাম্পের বিজয় ঘোষণার পরপরই হুট করে এমন একটা সমাবেশ ডাকার পেছনে শেখ হাসিনার নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্য ছিল। বাংলাদেশের অনেকেই শেখ হাসিনার এমন উদ্যোগকে ‘হাসিনার ট্রাম্প কার্ড ষড়যন্ত্র’ বলে অভিহিতও করেছেন। সেন্ট মার্টিনে সেনাঘাঁটি করতে দেয়নি বলে ক্ষমতাচ্যুত করা হয়েছে; এত দিন শেখ হাসিনা যে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন; রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য সেই যুক্তরাষ্ট্রের সাহায্য পাওয়ার জন্য এখন তিনি অস্থির হয়ে পড়েছেন। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এর চেয়ে দৈন্য আর কী হতে পারে!
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্ভাব এবং ড. ইউনূসের প্রতি ট্রাম্পের কিছুটা বৈরী মনোভাব আছে বিবেচনায় রেখে শেখ হাসিনা হয়তো ভেবেছেন, ট্রাম্প ক্ষমতায় ফিরে এলে তাঁর জন্য মঙ্গলজনকই হবে। মোদিকে ব্যবহার করে ট্রাম্পকে যদি একবার বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি বোঝানো যায়, তাহলে তাঁর হয়তো দ্রুত দেশে ফেরার পথ খুলে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, হাসিনার পুনর্বাসনের বিষয়ে ভারতও কি তাই মনে করে? ট্রাম্পের জয়লাভের পর ভারতীয় পত্রপত্রিকায় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন দেখে তো তাই মনে হয়। কলকাতার ‘দৈনিক আনন্দবাজার’ কিংবা ‘দৈনিক বর্তমান’-এর মতো বিখ্যাত বাংলা পত্রিকার শিরোনাম দেখলে তো মনে হয়, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার। ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পরদিনই আনন্দবাজারের ৭ নভেম্বরের শিরোনাম ছিল ‘ট্রাম্পের প্রত্যাবর্তনে অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস’। দৈনিক বর্তমান ৮ নভেম্বরের সংখ্যায় শিরোনাম দিয়েছে, ‘আমেরিকায় পালাবদলে উদ্বেগ বাড়ছে ইউনূসের, ট্রাম্পের জয়ে বাংলাদেশে ফেরার পথ সুগম হবে হাসিনার?’ তারা প্রতিবেদনে লিখেছে, ‘...বাংলাদেশে দ্রুত নির্বাচন করার জন্য ট্রাম্প প্রশাসন ইউনূস সরকারের ওপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ তথা ‘হাসিনা পরিবার’ যাতে অংশ নিতে পারে, সেই চাপও পরোক্ষে দেওয়া হবে। অতএব মুহাম্মদ ইউনূস এবং তাঁর ভারতবিরোধী সরকার আপাতত যথেষ্ট উদ্বিগ্ন।’
সাঁতার না জানা কেউ হঠাৎ পানিতে পড়ে গেলে খড়কুটো ধরেই বাঁচার চেষ্টা করেন। শেখ হাসিনার বেলায়ও কি তাই হয়েছে? এত দিন ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশকে ম্যানেজ করে নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন। গত তিনটি নির্বাচনেই প্রমাণ হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার মতো যোগ্যতা আওয়ামী লীগের ছিল না। গত ১৫ বছর নানাবিধ অপকর্মের ফলে দেশ থেকে বিতাড়িত হয়েও সেই ভারতেই আশ্রয় নিয়ে ভারতের সাহায্যেই যুক্তরাষ্ট্রকে আবারও ম্যানেজ করার চেষ্টা করছেন তিনি। দেশবাসী বিষয়টি মোটেও ভালো চোখে দেখছেন না। আওয়ামী লীগকে দলীয় আদর্শে পুনর্গঠিত না করে পরের ওপর নির্ভর করে শেখ হাসিনা কত দূর যেতে পারবেন, ভবিষ্যতেই হয়তো বোঝা যাবে। তবে এভাবে আওয়ামী লীগকে পরাশ্রয়ী দলে পরিণত করে তিনি বেশি দূর এগোতে পারবেন বলে মনে হয় না। এ প্রসঙ্গে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের দুটি উক্তি উল্লেখ করতে চাই।
বিবিসি নিউজ বাংলার সেই প্রতিবেদনে প্রকাশিত ফরিদপুরের একজন তৃণমূল কর্মী আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘ক্রিম খাইলো নেতারা, কোটি কোটি টাকা বানাইলো তারা; আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতা-কর্মীদের?’ আমার পরিচিত আত্মগোপনে থাকা ঢাকা জেলার এক মধ্যম সারির আওয়ামী লীগ নেতা একটি সুন্দর মন্তব্য করেছেন, ‘বিদেশে পালিয়ে না থেকে নেত্রীর দ্রুত দেশে ফিরে আসা উচিত। এভাবে বিদেশেই যদি থাকতে হয় তাহলে তারেক জিয়া আর তাঁর মধ্যে পার্থক্য থাকল কোথায়? এত দিন তারেক জিয়াকে দেশে এসে বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাই তো গালাগাল করেছেন। এবার ওনার পালা। বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনার দেশে ফেরা উচিত।’
এ কে এম শামসুদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও কলাম লেখক

ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তাঁর গবেষণার বিষয় ঢাকা শহরের ‘হিজড়া’ সম্প্রদায়। লিঙ্গবৈচিত্র্যসহ সামাজিক নৃবিজ্ঞানের নানা বিষয় নিয়ে দেশ-বিদেশের গবেষণা পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে।
১৬ মিনিট আগে
ধান কাটার মৌসুমে চালের দাম যে ঊর্ধ্বমুখী, সেটি সিন্ডিকেটের কারণে নাকি অন্য কোনো কারণে—এমন একটি প্রশ্নের মুখে অনেকটা সরল স্বীকারোক্তি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সপ্তাহ তিনেক আগে।
২৮ মিনিট আগে
মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের চুক্তিতে যেখানে বিমানভাড়াসহ একজন কর্মীর বিদেশ যাওয়ার মোট ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল, সেখানে একশ্রেণির অসাধু রিক্রুটিং এজেন্সি চক্র কর্মীদের কাছ থেকে এর প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে।
৩১ মিনিট আগে
আজ ১৪ ডিসেম্বর—শহীদ বুদ্ধিজীবী দিবস। ৫৪ বছর আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমরা হারিয়েছি বাংলাদেশের সূর্যসন্তানদের—শ্রদ্ধাভাজন শিক্ষকদের, গুণী শিল্পীদের, খ্যাতনামা সাংবাদিকদের, প্রথিতযশা কবি-লেখকদের। এঁদের হত্যা করার নীলনকশা তৈরি করেছিল পাকিস্তানি শাসকেরা আর তার বাস্তবায়ন ঘটিয়েছিল তাদের দোসর সহযোগীরা।
১ দিন আগে
ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তাঁর গবেষণার বিষয় ঢাকা শহরের ‘হিজড়া’ সম্প্রদায়। লিঙ্গবৈচিত্র্যসহ সামাজিক নৃবিজ্ঞানের নানা বিষয় নিয়ে দেশ-বিদেশের গবেষণা পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণামূলক বই ‘নারী সত্তার অন্বেষণে’। মুক্তিযুদ্ধকে নিয়ে একটি মহলের বিতর্কিত কথাবার্তা এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার মাসুদ রানা।
মাসুদ রানা

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যম এমনকি মূল ধারার গণমাধ্যমেও তাঁদের এই কীর্তি করতে দেখা যাচ্ছে। এ বিষয়ে আপনি কী বলবেন?
প্রথমত, কারা এরা—সেই প্রশ্নটা জরুরি আমাদের জন্য। কারণ আমরা এমন একটা সময় পার করছি, যেখানে আসলে ওই অর্থে অথরিটি বা বুদ্ধিবৃত্তিক ঘরানা নেই, যেখান থেকে ভাবনা উৎপাদন হয়। বর্তমানে রাষ্ট্রের অপরাপর প্রতিষ্ঠানগুলোর মতো দুর্বল হওয়ার কারণে এ ক্ষেত্রটিও দুর্বল হিসেবে আবির্ভূত হয়েছে। এরই সুযোগে কিছু মানুষ তাঁদের নিজস্ব চিন্তা এবং যেভাবে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ উৎপাদন করতে চান, তাঁরা সেই সুযোগের একধরনের সদ্ব্যবহার করছেন।
দ্বিতীয়ত, সাধারণত কোনো দেশের জন্ম হওয়ার পর সে দেশের নাগরিক, বুদ্ধিবৃত্তিক জগতের লোকজনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি থাকা লাগে। মানে নিজ দেশের, নিজ স্বাধীনতার এবং যুদ্ধ বা বিদ্রোহকে ধারণ করতে পারা। দুঃখজনক হলো, বিজয়ের এত বছর পার হওয়ার পরেও ব্যক্তি-দল-মত-পথ-বর্ণ-শ্রেণিনির্বিশেষে আমাদের নিজেদের যে বিজয়ের ইতিহাস এবং নিজের অর্জনের ইতিহাস আছে, সেই ইতিহাসকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নানা সময়ে নানা ধরনের রাজনৈতিক প্রকল্পের অংশ হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কটাক্ষ করার যে স্পর্ধা, সেটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছায়াতলে অথবা ক্ষমতার অদল-বদলে প্রশ্রয় দেওয়া হয়েছে। সেই প্রশ্রয়েরই একটা দানবীয় রূপ ৫৪ বছর পর আমরা দেখতে পাচ্ছি এখন, যারা মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলার মতো দুঃসাহস এবং স্পর্ধা দেখাতে পারছে।
কিছু মীমাংসিত প্রশ্ন নিয়ে বিতর্ক তোলা হচ্ছে। এর পেছনে কোনো গূঢ় রহস্য আছে বলে মনে করেন কি?
এতে কোনো গূঢ় রহস্য নেই। তবে এটা একটা ঐতিহাসিক প্রকল্পের অংশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার ইতিহাস এবং বাংলাদেশ হয়ে ওঠার গল্পটা এ দেশীয় নয়। ১৯৭১ সালের আগে থেকে একটা বিশেষ মহল একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। পাকিস্তানিদের ইতিহাসের বইপত্র ঘাঁটলে দেখা যাবে, সেখানকার বক্তব্য কিন্তু একই ছিল। এখন তারা যেসব বক্তব্য দিচ্ছে, আগেও তারা সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। অন্যদিকে একাত্তরের সময় প্রতিবেশী যে দেশটি আমাদের সহযোগিতা করেছে, দুঃখজনক হলেও সত্যি যে তাদের বিভিন্ন চলচ্চিত্রে এবং বিভিন্ন মাধ্যমে তারা আমাদের মুক্তিযুদ্ধকে তাদের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে থাকে। এই উভয় পক্ষের প্রতি আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক দল প্রভাবিত। আবার ২০২৪-এর এত বড় একটা গণ-অভ্যুত্থান হওয়ার পরেও তাদের অনেকের উদ্দেশ্য কিন্তু এখনো পাকিস্তানপন্থীদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা।
গত সরকারের বিরুদ্ধে যদি অভিযোগ তোলা যায়, তারা ভারতীয়দের ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, একইভাবে বর্তমান যাদের অধীনে আমরা শাসিত হচ্ছি, তারাও বীরদর্পে তাদের (বিগত সরকারের) অনুসরণে পাকিস্তানিদের ন্যারেটিভ প্রতিষ্ঠায় তৎপর।
এই সময়ে যে বা যারা এ ধরনের ন্যারেটিভ উৎপাদন করছে, তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকা খুব জরুরি। কারণ, আমাদের দেশটির একটা ইতিহাস আছে, সেটাই আমাদের শিকড়। এখন কেউ যদি শিকড় উৎপাটন করার চেষ্টা করে, সেটা গূঢ় রহস্য না, সেটা হলো একটা ঐতিহাসিক ষড়যন্ত্র। মূলত বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির নিমিত্তে ও অবাধ ক্ষমতাচর্চার লক্ষ্যে মীমাংসিত বিষয়গুলো নিয়ে তারা বারবার বিতর্ক তৈরির চেষ্টায় লিপ্ত হয়। বিতর্ক তৈরি করার মধ্য দিয়ে তারা তাদের প্রতি মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, যাতে করে আমরা তাদের নিয়ে কথা বলি এবং আমাদের যা করণীয়, সে বিষয়গুলোতে মনোযোগ না দিই।
মুক্তিযুদ্ধের একটি ধারাবাহিক ইতিহাস আছে। কিন্তু সেই ইতিহাসকে বিতর্কিত করে তোলার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে। সরকার এ ব্যাপারে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না?
যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আগে তো অন্তত একটা সতর্কবার্তা দেওয়ার দরকার ছিল এ সরকারের পক্ষ থেকে। কারণ, এ মাসটা হলো বিজয়ের। সেটুকুও কিন্তু করা হয়নি। মূল কারণ আমরা মোটামুটি সবাই বুঝতে পারি। কারণ, এই সরকারের সঙ্গে যাঁরা স্বাধীনতাযুদ্ধকে বিশ্বাস করেন—এমন লোকজন যেমন আছেন, তেমনি যাঁরা এ দেশের স্বাধীনতার অর্জনকে কোনোভাবেই স্বীকৃতি দিতে চান না, সে রকম লোকজনও (সম্ভবত) খুব শক্তিশালীভাবে আছেন। সে কারণে সরকার এ ধরনের বিষয়ে একটা শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারছে না।
তাঁদের এত আস্ফালনের পরেও কি আপনি মনে করেন তাঁরা সফল হতে পারবেন?
একাত্তর সালের আগে থেকেই বাংলাদেশের সাধারণ মানুষের অসীম শক্তি আছে। আসলে একাত্তর সালের যুদ্ধটা ছিল গণমানুষের। এ দেশটা যখনই অন্যায়ের মধ্য দিয়ে গেছে, তখনই কিন্তু গণমানুষ বীরদর্পে প্রাণ দিয়ে দেশকে রক্ষার শপথ নিয়ে নিজেকে বিসর্জন দিয়েছে। কাজেই এখন আস্ফালনটা দেখা যাচ্ছে এ কারণে যে বর্তমানে এখানে কোনো প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকার নেই। বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো এখন পঙ্গু। আবার আমরা একটা অসময়ের মধ্যে আছি। এই অসময়েই কিন্তু সবচেয়ে বেশি শত্রু-মিত্র, মীরজাফর, বিশ্বাসঘাতককে চেনা যায়। অন্ধকার সময়ে চেনা যায়, এ দেশকে কারা ধারণ করে এবং কারা এ দেশের বিপক্ষে অবস্থান নেয়।
আমি তো মনে করি, এই আস্ফালন আমাদের একটা যুগান্তকারী সুযোগ করে দিয়েছে। তার মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি কারা বাংলাদেশের পক্ষে আর কারা বিপক্ষে। এবং কারা আমাদের স্বাধীনতার অর্জনের ইতিহাসকে বিকৃত করার চক্রান্তে শামিল হয়েছে।
এই চেনার সুযোগটা আমাদের জন্য মন্দের ভালো বলা যেতে পারে। তবে আমি কোনোভাবেই বিশ্বাস করি না, তারা জয়যুক্ত হবে। বাংলাদেশের জন্মের সংগ্রামের ইতিহাস, লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতার অর্জন—সেই আস্থা ও বিশ্বাস যতক্ষণ এ দেশের মানুষের মনে গেঁথে থাকবে, যতক্ষণ এ দেশের মানুষ ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে; তার যদি গুটিকয়েকও হয়, তাহলেও আমি মনে করি, এই অপশক্তি অবশ্যই পরাজিত হবে। এই মুক্তিযুদ্ধকে যদি কোনো রাজনৈতিক দল তার নিজের বলে দাবি করে, তাতে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিতে সক্ষম হবে, এটা কোনো একক দলের অর্জন না। একইভাবে মুক্তিযুদ্ধকে যদি কেউ শুধু প্রতিরোধযুদ্ধ বা যুদ্ধটা সেভাবে আমাদের যুদ্ধ ছিল না—এ রকম বয়ান প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে সে বয়ানের বিরুদ্ধে এ দেশের মানুষ কড়ায়-গন্ডায় উপযুক্ত শিক্ষা দিতে প্রস্তুত বলে আমি বিশ্বাস করি।
আগামী জাতীয় নির্বাচন ইনক্লুসিভ এবং ভালো নির্বাচনের প্রত্যাশা করতে পারি কি?
ইনক্লুসিভ নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। আমরা আর কোনোভাবেই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো অগণতান্ত্রিক কোনো নির্বাচন দেখার প্রত্যাশা করি না। আমি মনে করি, এ দেশের মানুষের যথেষ্ট পরিমাণ বিবেক-বিবেচনা বোধ আছে। তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন যে কাকে নির্বাচিত করবেন আর কাকে করবেন না।
সে ক্ষেত্রে যদি অযাচিতভাবে আইনের অনুসরণ না করে অথবা ক্ষমতাবলে এবং প্রতিহিংসাপরায়ণ হয়ে যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সব দলের অংশগ্রহণ করা সম্ভব না, সেটা আর যা-ই হোক ইনক্লুসিভ নির্বাচন হবে না। সে ক্ষেত্রে আমার মনে হয়, যিনি বা যাঁরা জুলাই এবং একাত্তরের হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত, ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাঁদের বাদ দিয়ে যাঁরা প্রকৃত অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিশ্বাস করেন এবং সর্বোপরি অন্য কোনো রাষ্ট্রের চেয়ে শুধু বাংলাদেশের হয়ে কাজ করতে চান, তাঁদের সবাইকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত।
আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পরেই ভোল পাল্টে ফেলে। নতুনভাবে নির্বাচিত কোন সরকারের সে রকম হওয়ার আশঙ্কা কতটুকু?
এটা নির্ভর করবে আগামী নির্বাচনটা কীভাবে হচ্ছে। কারণ নির্বাচনে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় অর্থাৎ যেখানে জনগণের মতামতের বহিঃপ্রকাশ না ঘটে, প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে ভয়াবহতার শঙ্কা আছে। সে ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়া ও রাখার কোনো মানে দাঁড়ায় না।
আমরা দেখতে পাচ্ছি, প্রার্থীরা যেভাবে প্রচার-প্রচারণা করে নানা ধরনের অযৌক্তিক প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছেন, তাতে যৌক্তিকভাবে সেসব দেওয়ার সুযোগ নেই। এতে প্রমাণ হয় যে তাঁরা আসলে নির্বাচনের জন্যই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। কোনো প্রার্থী এমন প্রতিশ্রুতি দিলেন যেমন আমরা সবাই জানি, একটা শিশু জন্ম নিচ্ছে ঋণের বোঝা নিয়ে। সেখানে তাঁরা অপ্রয়োজনীয় খাতে ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এগুলো সম্পূর্ণভাবে বিভ্রান্তিমূলক প্রতিশ্রুতি। এভাবে প্রতিশ্রুতি দিয়ে যদি তাঁরা ক্ষমতায় যান, তাঁরা তো সেসব রাখতে পারবেন না। তাঁরা মূলত প্রতিশ্রুতি ভাঙার জন্য তা দিয়ে থাকেন। অর্থাৎ ক্ষমতায় যাওয়াটাই হলো তাঁদের মূল লক্ষ্য।
জুলাই আন্দোলনের পরেও আমরা যদি এসব থেকে বের হতে না পারি, তাহলে তো সমস্যা থেকে যাবে। ক্ষমতার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এ দেশকে সেবামূলক রাষ্ট্রে পরিণত করা। আমি ক্ষমতায় যাব এ জন্য না যে আমার পেশি বা প্রশাসনিক শক্তি আছে। আমি ক্ষমতায় যাব এ কারণে যে জনগণ যেন বিশ্বাস করেন আমি তাঁদের ভাগ্য পরিবর্তন করতে পারব।
যখন আমাদের রাজনৈতিক দলগুলো এ জায়গায় চিন্তা করতে শুরু করবে, তখন একটা পরিবর্তন হওয়ার সুযোগ সৃষ্টি হবে। কিন্তু সেটা হচ্ছে না এবং দেখাও যাচ্ছে না।
সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকের পত্রিকাকেও ধন্যবাদ।
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যম এমনকি মূল ধারার গণমাধ্যমেও তাঁদের এই কীর্তি করতে দেখা যাচ্ছে। এ বিষয়ে আপনি কী বলবেন?
প্রথমত, কারা এরা—সেই প্রশ্নটা জরুরি আমাদের জন্য। কারণ আমরা এমন একটা সময় পার করছি, যেখানে আসলে ওই অর্থে অথরিটি বা বুদ্ধিবৃত্তিক ঘরানা নেই, যেখান থেকে ভাবনা উৎপাদন হয়। বর্তমানে রাষ্ট্রের অপরাপর প্রতিষ্ঠানগুলোর মতো দুর্বল হওয়ার কারণে এ ক্ষেত্রটিও দুর্বল হিসেবে আবির্ভূত হয়েছে। এরই সুযোগে কিছু মানুষ তাঁদের নিজস্ব চিন্তা এবং যেভাবে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ উৎপাদন করতে চান, তাঁরা সেই সুযোগের একধরনের সদ্ব্যবহার করছেন।
দ্বিতীয়ত, সাধারণত কোনো দেশের জন্ম হওয়ার পর সে দেশের নাগরিক, বুদ্ধিবৃত্তিক জগতের লোকজনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি থাকা লাগে। মানে নিজ দেশের, নিজ স্বাধীনতার এবং যুদ্ধ বা বিদ্রোহকে ধারণ করতে পারা। দুঃখজনক হলো, বিজয়ের এত বছর পার হওয়ার পরেও ব্যক্তি-দল-মত-পথ-বর্ণ-শ্রেণিনির্বিশেষে আমাদের নিজেদের যে বিজয়ের ইতিহাস এবং নিজের অর্জনের ইতিহাস আছে, সেই ইতিহাসকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নানা সময়ে নানা ধরনের রাজনৈতিক প্রকল্পের অংশ হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কটাক্ষ করার যে স্পর্ধা, সেটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছায়াতলে অথবা ক্ষমতার অদল-বদলে প্রশ্রয় দেওয়া হয়েছে। সেই প্রশ্রয়েরই একটা দানবীয় রূপ ৫৪ বছর পর আমরা দেখতে পাচ্ছি এখন, যারা মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলার মতো দুঃসাহস এবং স্পর্ধা দেখাতে পারছে।
কিছু মীমাংসিত প্রশ্ন নিয়ে বিতর্ক তোলা হচ্ছে। এর পেছনে কোনো গূঢ় রহস্য আছে বলে মনে করেন কি?
এতে কোনো গূঢ় রহস্য নেই। তবে এটা একটা ঐতিহাসিক প্রকল্পের অংশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার ইতিহাস এবং বাংলাদেশ হয়ে ওঠার গল্পটা এ দেশীয় নয়। ১৯৭১ সালের আগে থেকে একটা বিশেষ মহল একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। পাকিস্তানিদের ইতিহাসের বইপত্র ঘাঁটলে দেখা যাবে, সেখানকার বক্তব্য কিন্তু একই ছিল। এখন তারা যেসব বক্তব্য দিচ্ছে, আগেও তারা সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। অন্যদিকে একাত্তরের সময় প্রতিবেশী যে দেশটি আমাদের সহযোগিতা করেছে, দুঃখজনক হলেও সত্যি যে তাদের বিভিন্ন চলচ্চিত্রে এবং বিভিন্ন মাধ্যমে তারা আমাদের মুক্তিযুদ্ধকে তাদের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে থাকে। এই উভয় পক্ষের প্রতি আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক দল প্রভাবিত। আবার ২০২৪-এর এত বড় একটা গণ-অভ্যুত্থান হওয়ার পরেও তাদের অনেকের উদ্দেশ্য কিন্তু এখনো পাকিস্তানপন্থীদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা।
গত সরকারের বিরুদ্ধে যদি অভিযোগ তোলা যায়, তারা ভারতীয়দের ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, একইভাবে বর্তমান যাদের অধীনে আমরা শাসিত হচ্ছি, তারাও বীরদর্পে তাদের (বিগত সরকারের) অনুসরণে পাকিস্তানিদের ন্যারেটিভ প্রতিষ্ঠায় তৎপর।
এই সময়ে যে বা যারা এ ধরনের ন্যারেটিভ উৎপাদন করছে, তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকা খুব জরুরি। কারণ, আমাদের দেশটির একটা ইতিহাস আছে, সেটাই আমাদের শিকড়। এখন কেউ যদি শিকড় উৎপাটন করার চেষ্টা করে, সেটা গূঢ় রহস্য না, সেটা হলো একটা ঐতিহাসিক ষড়যন্ত্র। মূলত বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির নিমিত্তে ও অবাধ ক্ষমতাচর্চার লক্ষ্যে মীমাংসিত বিষয়গুলো নিয়ে তারা বারবার বিতর্ক তৈরির চেষ্টায় লিপ্ত হয়। বিতর্ক তৈরি করার মধ্য দিয়ে তারা তাদের প্রতি মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, যাতে করে আমরা তাদের নিয়ে কথা বলি এবং আমাদের যা করণীয়, সে বিষয়গুলোতে মনোযোগ না দিই।
মুক্তিযুদ্ধের একটি ধারাবাহিক ইতিহাস আছে। কিন্তু সেই ইতিহাসকে বিতর্কিত করে তোলার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে। সরকার এ ব্যাপারে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না?
যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আগে তো অন্তত একটা সতর্কবার্তা দেওয়ার দরকার ছিল এ সরকারের পক্ষ থেকে। কারণ, এ মাসটা হলো বিজয়ের। সেটুকুও কিন্তু করা হয়নি। মূল কারণ আমরা মোটামুটি সবাই বুঝতে পারি। কারণ, এই সরকারের সঙ্গে যাঁরা স্বাধীনতাযুদ্ধকে বিশ্বাস করেন—এমন লোকজন যেমন আছেন, তেমনি যাঁরা এ দেশের স্বাধীনতার অর্জনকে কোনোভাবেই স্বীকৃতি দিতে চান না, সে রকম লোকজনও (সম্ভবত) খুব শক্তিশালীভাবে আছেন। সে কারণে সরকার এ ধরনের বিষয়ে একটা শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারছে না।
তাঁদের এত আস্ফালনের পরেও কি আপনি মনে করেন তাঁরা সফল হতে পারবেন?
একাত্তর সালের আগে থেকেই বাংলাদেশের সাধারণ মানুষের অসীম শক্তি আছে। আসলে একাত্তর সালের যুদ্ধটা ছিল গণমানুষের। এ দেশটা যখনই অন্যায়ের মধ্য দিয়ে গেছে, তখনই কিন্তু গণমানুষ বীরদর্পে প্রাণ দিয়ে দেশকে রক্ষার শপথ নিয়ে নিজেকে বিসর্জন দিয়েছে। কাজেই এখন আস্ফালনটা দেখা যাচ্ছে এ কারণে যে বর্তমানে এখানে কোনো প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকার নেই। বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো এখন পঙ্গু। আবার আমরা একটা অসময়ের মধ্যে আছি। এই অসময়েই কিন্তু সবচেয়ে বেশি শত্রু-মিত্র, মীরজাফর, বিশ্বাসঘাতককে চেনা যায়। অন্ধকার সময়ে চেনা যায়, এ দেশকে কারা ধারণ করে এবং কারা এ দেশের বিপক্ষে অবস্থান নেয়।
আমি তো মনে করি, এই আস্ফালন আমাদের একটা যুগান্তকারী সুযোগ করে দিয়েছে। তার মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি কারা বাংলাদেশের পক্ষে আর কারা বিপক্ষে। এবং কারা আমাদের স্বাধীনতার অর্জনের ইতিহাসকে বিকৃত করার চক্রান্তে শামিল হয়েছে।
এই চেনার সুযোগটা আমাদের জন্য মন্দের ভালো বলা যেতে পারে। তবে আমি কোনোভাবেই বিশ্বাস করি না, তারা জয়যুক্ত হবে। বাংলাদেশের জন্মের সংগ্রামের ইতিহাস, লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতার অর্জন—সেই আস্থা ও বিশ্বাস যতক্ষণ এ দেশের মানুষের মনে গেঁথে থাকবে, যতক্ষণ এ দেশের মানুষ ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে; তার যদি গুটিকয়েকও হয়, তাহলেও আমি মনে করি, এই অপশক্তি অবশ্যই পরাজিত হবে। এই মুক্তিযুদ্ধকে যদি কোনো রাজনৈতিক দল তার নিজের বলে দাবি করে, তাতে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিতে সক্ষম হবে, এটা কোনো একক দলের অর্জন না। একইভাবে মুক্তিযুদ্ধকে যদি কেউ শুধু প্রতিরোধযুদ্ধ বা যুদ্ধটা সেভাবে আমাদের যুদ্ধ ছিল না—এ রকম বয়ান প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে সে বয়ানের বিরুদ্ধে এ দেশের মানুষ কড়ায়-গন্ডায় উপযুক্ত শিক্ষা দিতে প্রস্তুত বলে আমি বিশ্বাস করি।
আগামী জাতীয় নির্বাচন ইনক্লুসিভ এবং ভালো নির্বাচনের প্রত্যাশা করতে পারি কি?
ইনক্লুসিভ নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। আমরা আর কোনোভাবেই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো অগণতান্ত্রিক কোনো নির্বাচন দেখার প্রত্যাশা করি না। আমি মনে করি, এ দেশের মানুষের যথেষ্ট পরিমাণ বিবেক-বিবেচনা বোধ আছে। তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন যে কাকে নির্বাচিত করবেন আর কাকে করবেন না।
সে ক্ষেত্রে যদি অযাচিতভাবে আইনের অনুসরণ না করে অথবা ক্ষমতাবলে এবং প্রতিহিংসাপরায়ণ হয়ে যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সব দলের অংশগ্রহণ করা সম্ভব না, সেটা আর যা-ই হোক ইনক্লুসিভ নির্বাচন হবে না। সে ক্ষেত্রে আমার মনে হয়, যিনি বা যাঁরা জুলাই এবং একাত্তরের হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত, ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাঁদের বাদ দিয়ে যাঁরা প্রকৃত অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিশ্বাস করেন এবং সর্বোপরি অন্য কোনো রাষ্ট্রের চেয়ে শুধু বাংলাদেশের হয়ে কাজ করতে চান, তাঁদের সবাইকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত।
আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পরেই ভোল পাল্টে ফেলে। নতুনভাবে নির্বাচিত কোন সরকারের সে রকম হওয়ার আশঙ্কা কতটুকু?
এটা নির্ভর করবে আগামী নির্বাচনটা কীভাবে হচ্ছে। কারণ নির্বাচনে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় অর্থাৎ যেখানে জনগণের মতামতের বহিঃপ্রকাশ না ঘটে, প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে ভয়াবহতার শঙ্কা আছে। সে ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়া ও রাখার কোনো মানে দাঁড়ায় না।
আমরা দেখতে পাচ্ছি, প্রার্থীরা যেভাবে প্রচার-প্রচারণা করে নানা ধরনের অযৌক্তিক প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছেন, তাতে যৌক্তিকভাবে সেসব দেওয়ার সুযোগ নেই। এতে প্রমাণ হয় যে তাঁরা আসলে নির্বাচনের জন্যই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। কোনো প্রার্থী এমন প্রতিশ্রুতি দিলেন যেমন আমরা সবাই জানি, একটা শিশু জন্ম নিচ্ছে ঋণের বোঝা নিয়ে। সেখানে তাঁরা অপ্রয়োজনীয় খাতে ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এগুলো সম্পূর্ণভাবে বিভ্রান্তিমূলক প্রতিশ্রুতি। এভাবে প্রতিশ্রুতি দিয়ে যদি তাঁরা ক্ষমতায় যান, তাঁরা তো সেসব রাখতে পারবেন না। তাঁরা মূলত প্রতিশ্রুতি ভাঙার জন্য তা দিয়ে থাকেন। অর্থাৎ ক্ষমতায় যাওয়াটাই হলো তাঁদের মূল লক্ষ্য।
জুলাই আন্দোলনের পরেও আমরা যদি এসব থেকে বের হতে না পারি, তাহলে তো সমস্যা থেকে যাবে। ক্ষমতার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এ দেশকে সেবামূলক রাষ্ট্রে পরিণত করা। আমি ক্ষমতায় যাব এ জন্য না যে আমার পেশি বা প্রশাসনিক শক্তি আছে। আমি ক্ষমতায় যাব এ কারণে যে জনগণ যেন বিশ্বাস করেন আমি তাঁদের ভাগ্য পরিবর্তন করতে পারব।
যখন আমাদের রাজনৈতিক দলগুলো এ জায়গায় চিন্তা করতে শুরু করবে, তখন একটা পরিবর্তন হওয়ার সুযোগ সৃষ্টি হবে। কিন্তু সেটা হচ্ছে না এবং দেখাও যাচ্ছে না।
সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকের পত্রিকাকেও ধন্যবাদ।

শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও দেশ ছেড়ে পালিয়েছেন। যাঁরা পালাতে পারেননি তাঁদের জনাকয়েক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনকালে বিএনপিসহ অন্য নেতাদের যেভাবে হেলমেট পরিয়ে জেলখানা থেকে আদালতে হাজির করা হতো, এখন আওয়ামী লীগের নেতাদের একই কায়দায়
২৩ নভেম্বর ২০২৪
ধান কাটার মৌসুমে চালের দাম যে ঊর্ধ্বমুখী, সেটি সিন্ডিকেটের কারণে নাকি অন্য কোনো কারণে—এমন একটি প্রশ্নের মুখে অনেকটা সরল স্বীকারোক্তি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সপ্তাহ তিনেক আগে।
২৮ মিনিট আগে
মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের চুক্তিতে যেখানে বিমানভাড়াসহ একজন কর্মীর বিদেশ যাওয়ার মোট ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল, সেখানে একশ্রেণির অসাধু রিক্রুটিং এজেন্সি চক্র কর্মীদের কাছ থেকে এর প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে।
৩১ মিনিট আগে
আজ ১৪ ডিসেম্বর—শহীদ বুদ্ধিজীবী দিবস। ৫৪ বছর আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমরা হারিয়েছি বাংলাদেশের সূর্যসন্তানদের—শ্রদ্ধাভাজন শিক্ষকদের, গুণী শিল্পীদের, খ্যাতনামা সাংবাদিকদের, প্রথিতযশা কবি-লেখকদের। এঁদের হত্যা করার নীলনকশা তৈরি করেছিল পাকিস্তানি শাসকেরা আর তার বাস্তবায়ন ঘটিয়েছিল তাদের দোসর সহযোগীরা।
১ দিন আগেআজাদুর রহমান চন্দন

ধান কাটার মৌসুমে চালের দাম যে ঊর্ধ্বমুখী, সেটি সিন্ডিকেটের কারণে নাকি অন্য কোনো কারণে—এমন একটি প্রশ্নের মুখে অনেকটা সরল স্বীকারোক্তি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সপ্তাহ তিনেক আগে। সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ডিসি-ইউএনও পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা কঠিন। এ সমস্যার সমাধানের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ‘এগুলোর সল্যুশন অ্যাডমিনিস্ট্রেশনে হয় না। এগুলো করতে পারে একটি রাজনৈতিক সরকার। কারণ তাদের এ মোরাল সল্যুশন করার সক্ষমতা থাকে। তাদের ভয়েসটা দিতে পারে। তাদের কর্মীরা আছে। তাদের সেটআপ আছে। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনওকে পাঠিয়ে এগুলো কন্ট্রোল করা ডিফিকাল্ট।’ উপদেষ্টা ‘রাজনৈতিক সরকার’ শব্দযুগল ব্যবহার করলেও কার্যত নির্বাচিত সরকারকেই বুঝিয়েছিলেন। দশ-বিশ-পঞ্চাশ বছর অনির্বাচিত সরকার রাখার বাসনা যাদের, তারা এ বক্তব্যে অসন্তুষ্ট হয়ে থাকতেও পারেন। তবে অনির্বাচিত সরকারের একটি সীমাবদ্ধতা স্পষ্টভাবে তুলে ধরায় সালেহউদ্দিন আহমেদ শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রশংসা কুড়াবেন আরও বহুদিন।
অনেক টানাপোড়েনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন মাস ছয়েক আগে। কিন্তু ঘোষিত সময়ে নির্বাচন সত্যিই অনুষ্ঠিত হবে কি না, সে নিয়ে শঙ্কা-সংশয়-সন্দেহ পিছু ছাড়েনি এক দিনের জন্যও। দেশে ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক দলের পক্ষ থেকেও এমন সংশয় প্রকাশ করা হয়েছে বিভিন্ন সময়ে। অবশেষে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। কিন্তু তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই খোদ রাজধানীতে সম্ভাব্য এক প্রার্থীকে গুলি করার ঘটনায় পুরোনো শঙ্কা-সংশয় আরও জোরালো হয়েছে। কে না জানে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা অন্যতম প্রধান শর্ত। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘ভালোমন্দ’ নির্ধারক প্রায় সব সূচকই নিম্নমুখী। সবশেষ গত শুক্রবার রাজধানীতে দিনদুপুরে গুলি করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে, যিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। আগের মাসেই চট্টগ্রামে বিএনপির সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে তাঁকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এসব ঘটনাকে ‘সাধারণ অপরাধ’ হিসেবে গণ্য করা কঠিন।
হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই এর তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। কোনো সময়ই না। আমাদের মতাদর্শ যা-ই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।’ গুলিবিদ্ধ হাদিকে দেখতে সেদিন বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির ঘোষিত প্রার্থী মির্জা আব্বাস। সে সময় সেখানে উপস্থিত ইনকিলাব মঞ্চের কর্মীদের এবং মির্জা আব্বাসের সঙ্গে থাকা নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয়। কিছুক্ষণ পর মির্জা আব্বাস তাঁর কর্মীদের নিয়ে হাসপাতাল থেকে চলে যান। এর আগে এবং বলা চলে হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপর এক ছাত্রনেতা ঘটনার জন্য ইঙ্গিতে বিএনপিকে দায়ী করে আরেকটি গণ-অভ্যুত্থানেরও ডাক দেন। শোনা যাচ্ছে, ওই ছাত্রনেতাও নাকি ঢাকা-৮ আসনে নিজ দলের প্রার্থী হতে পারেন। সে ক্ষেত্রে হাদির সঙ্গে তাঁরই মূলত ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকে। অথচ আপাতদৃষ্টিতে বদনামের ভাগীদার বিএনপি!
হাদির ওপর হামলার মাধ্যমে কেউ এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা করেছে কি না, সেটি এখনই বলা যাবে না। তদন্তসংশ্লিষ্ট সংস্থাগুলোই হয়তো প্রকৃত সত্য উদ্ঘাটন করলেও করতে পারে। তবে বিষয়টি যে বিএনপিকে যথেষ্ট ভাবাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে উদ্বেগ স্পষ্ট। তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় আশঙ্কার কথা হচ্ছে, এভাবেই কি চলতে থাকবে? তাহলে কোনো মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না—এটা আজকে সবাইকে ভাবিয়ে তুলছে।’ তিনি বলেন, ‘কেউ আবার ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিচ্ছেন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে ফেসবুকে বার্তা দিচ্ছে। এগুলোতে তো সন্দেহ জাগে। একজন উপদেষ্টা মাত্র চার-পাঁচ দিন আগে বলে দিলেন, জনগণ তো আমাদের ম্যান্ডেট দেয়নি কত দিন থাকব। সবকিছু মিলিয়েই নানা সন্দেহ, নানা সংশয়, নানা ধরনের কৌতূহল সৃষ্টি হচ্ছে।’
এদিকে ইনকিলাব মঞ্চের এক সদস্যের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, যারা ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে, তারা প্রায় দুই সপ্তাহ আগে তাঁর প্রচার টিমে যোগ দিয়েছিল। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা একটি গণমাধ্যমে জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্য থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। এই দুজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েক দিন আগে তারা আবার এসে প্রচার কাজে যোগ দেয়। কেউ কেউ সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে একজনের অতীত ‘লীগসংশ্লিষ্টতা’ প্রমাণ করতেও বেজায় তৎপর।
এ তৎপরতা দেখে কেবলই মনে পড়ছে, গণ-অভ্যুত্থানের নায়কের আদলে যেসব ‘মুখ’ এখন ঝলসে উঠছে, তাদের বেশির ভাগেরই কিন্তু একই রকম সংশ্লিষ্টতা ছিল। অর্থাৎ তখন তারা ছিল লীগের ‘মুখোশ’। সন্দেহভাজন ব্যক্তিও তেমনই একজন মুখোশধারী কি না, কে বলতে পারে? কারণ এই ব্যক্তি বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে ১৭ লাখ টাকা লুটের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিল। আগে লীগসংশ্লিষ্ট হয়েও এখন তাহলে কোন সংশ্লিষ্টতার জাদুবলে এত সহজে জামিন পেয়ে ইনকিলাব মঞ্চে ভিড়ে একেবারে সংগঠনের শীর্ষনেতার গা ঘেঁষে বসার সুযোগ পেয়ে গেল?
এক দলের সদস্য হয়েও অন্য দলে কাজ করার নজির যে দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল, তা কিন্তু নয়। স্বাধীনতা-পূর্বকালে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ থাকাবস্থায় দলটির অনেক সদস্য আওয়ামী লীগ ও ন্যাপের মতো বড় দলে কাজ করতেন। তবে তাঁরা ওই দলগুলোর জন্য বদনাম বয়ে আনার মতো কোনো কাজ করেননি। বরং তাঁদের কারণে সংশ্লিষ্ট দলগুলোই উপকৃত হয়েছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদও একসময় গোপনে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। প্রয়াত মহিউদ্দীন আহমেদ কমিউনিস্ট পার্টির সদস্য হয়েও ন্যাপের নেতা ছিলেন। পরে বাকশাল হয়ে আওয়ামী লীগে যোগ দিলেও তাঁর পরিচিতি ছিল ‘আওয়ামী লীগের ন্যাপ নেতা’ হিসেবে। সেই পরিচয় ছিল গৌরবের। তাঁরা কারও সঙ্গে প্রতারণা বা ছলনা করেননি। সে প্রসঙ্গ থাক।
জুলাই আন্দোলনের মাঝামাঝি থেকেই অনেকের মুখের মুখোশ খসে পড়ছিল। ৫ আগস্টের পর তো অনেকের মুখ থেকে মুখোশ পরার মাজেজাও বেরিয়ে আসে অবলীলায়। ইদানীং আবার শুরু হয়েছে মুখ ও মুখোশের খেলা। সামনের দিনগুলোতে নাকি এ খেলা জমজমাট হবে। এক অনুজ সংবাদকর্মীর কাছ থেকে জানতে পারলাম, মুখোশ পরায় পারদর্শী একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় এক নেতা নাকি কিছুদিন আগে তাঁর ঘনিষ্ঠ সাংবাদিকদের বলেছেন, বিএনপিতে তাঁদের কত লোক আছে, তা জানলে সবার চোখ কপালে উঠবে। নির্বাচন যত কাছে আসবে, ওই ব্যক্তিরাও ততই বেশি সংখ্যায় বেরিয়ে আসবেন মুখোশ ছেড়ে! তথ্যটি শোনার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, গত সপ্তাহেই নরসিংদীতে একটি ইউনিয়ন বিএনপির ৭৫ নেতা-কর্মী অন্য একটি দলে যোগ দিয়েছেন।
এমনিতেই গত বছর লুট হওয়া বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি-বিস্ফোরকের সব এখনো উদ্ধার হয়নি। উদ্ধার না হওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা দেড় হাজারের মতো। গণ-অভ্যুত্থানের সময় এবং তার পরপর বিভিন্ন কারাগার, থানা, ফাঁড়ি ও পুলিশ স্থাপনা থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি-বিস্ফোরক লুট করা হয়েছিল। এসব অস্ত্রশস্ত্র কাদের অবৈধ দখলে থাকতে পারে, তা কি আঁচ করা একেবারেই অসম্ভব? অস্ত্রের রাজনীতিতে কারা সিদ্ধহস্ত, তা কি সবার অজানা? এই অস্ত্রধারীরা যে এক মুখোশ ছেড়ে নতুন কোনো মুখোশ নিয়ে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে তৎপর হবে না, তারই বা নিশ্চয়তা কী?
লেখক: সাংবাদিক ও গবেষক

ধান কাটার মৌসুমে চালের দাম যে ঊর্ধ্বমুখী, সেটি সিন্ডিকেটের কারণে নাকি অন্য কোনো কারণে—এমন একটি প্রশ্নের মুখে অনেকটা সরল স্বীকারোক্তি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সপ্তাহ তিনেক আগে। সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ডিসি-ইউএনও পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা কঠিন। এ সমস্যার সমাধানের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ‘এগুলোর সল্যুশন অ্যাডমিনিস্ট্রেশনে হয় না। এগুলো করতে পারে একটি রাজনৈতিক সরকার। কারণ তাদের এ মোরাল সল্যুশন করার সক্ষমতা থাকে। তাদের ভয়েসটা দিতে পারে। তাদের কর্মীরা আছে। তাদের সেটআপ আছে। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনওকে পাঠিয়ে এগুলো কন্ট্রোল করা ডিফিকাল্ট।’ উপদেষ্টা ‘রাজনৈতিক সরকার’ শব্দযুগল ব্যবহার করলেও কার্যত নির্বাচিত সরকারকেই বুঝিয়েছিলেন। দশ-বিশ-পঞ্চাশ বছর অনির্বাচিত সরকার রাখার বাসনা যাদের, তারা এ বক্তব্যে অসন্তুষ্ট হয়ে থাকতেও পারেন। তবে অনির্বাচিত সরকারের একটি সীমাবদ্ধতা স্পষ্টভাবে তুলে ধরায় সালেহউদ্দিন আহমেদ শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রশংসা কুড়াবেন আরও বহুদিন।
অনেক টানাপোড়েনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন মাস ছয়েক আগে। কিন্তু ঘোষিত সময়ে নির্বাচন সত্যিই অনুষ্ঠিত হবে কি না, সে নিয়ে শঙ্কা-সংশয়-সন্দেহ পিছু ছাড়েনি এক দিনের জন্যও। দেশে ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক দলের পক্ষ থেকেও এমন সংশয় প্রকাশ করা হয়েছে বিভিন্ন সময়ে। অবশেষে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। কিন্তু তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই খোদ রাজধানীতে সম্ভাব্য এক প্রার্থীকে গুলি করার ঘটনায় পুরোনো শঙ্কা-সংশয় আরও জোরালো হয়েছে। কে না জানে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা অন্যতম প্রধান শর্ত। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘ভালোমন্দ’ নির্ধারক প্রায় সব সূচকই নিম্নমুখী। সবশেষ গত শুক্রবার রাজধানীতে দিনদুপুরে গুলি করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে, যিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। আগের মাসেই চট্টগ্রামে বিএনপির সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে তাঁকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এসব ঘটনাকে ‘সাধারণ অপরাধ’ হিসেবে গণ্য করা কঠিন।
হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই এর তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। কোনো সময়ই না। আমাদের মতাদর্শ যা-ই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।’ গুলিবিদ্ধ হাদিকে দেখতে সেদিন বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির ঘোষিত প্রার্থী মির্জা আব্বাস। সে সময় সেখানে উপস্থিত ইনকিলাব মঞ্চের কর্মীদের এবং মির্জা আব্বাসের সঙ্গে থাকা নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয়। কিছুক্ষণ পর মির্জা আব্বাস তাঁর কর্মীদের নিয়ে হাসপাতাল থেকে চলে যান। এর আগে এবং বলা চলে হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপর এক ছাত্রনেতা ঘটনার জন্য ইঙ্গিতে বিএনপিকে দায়ী করে আরেকটি গণ-অভ্যুত্থানেরও ডাক দেন। শোনা যাচ্ছে, ওই ছাত্রনেতাও নাকি ঢাকা-৮ আসনে নিজ দলের প্রার্থী হতে পারেন। সে ক্ষেত্রে হাদির সঙ্গে তাঁরই মূলত ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকে। অথচ আপাতদৃষ্টিতে বদনামের ভাগীদার বিএনপি!
হাদির ওপর হামলার মাধ্যমে কেউ এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা করেছে কি না, সেটি এখনই বলা যাবে না। তদন্তসংশ্লিষ্ট সংস্থাগুলোই হয়তো প্রকৃত সত্য উদ্ঘাটন করলেও করতে পারে। তবে বিষয়টি যে বিএনপিকে যথেষ্ট ভাবাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে উদ্বেগ স্পষ্ট। তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় আশঙ্কার কথা হচ্ছে, এভাবেই কি চলতে থাকবে? তাহলে কোনো মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না—এটা আজকে সবাইকে ভাবিয়ে তুলছে।’ তিনি বলেন, ‘কেউ আবার ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিচ্ছেন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে ফেসবুকে বার্তা দিচ্ছে। এগুলোতে তো সন্দেহ জাগে। একজন উপদেষ্টা মাত্র চার-পাঁচ দিন আগে বলে দিলেন, জনগণ তো আমাদের ম্যান্ডেট দেয়নি কত দিন থাকব। সবকিছু মিলিয়েই নানা সন্দেহ, নানা সংশয়, নানা ধরনের কৌতূহল সৃষ্টি হচ্ছে।’
এদিকে ইনকিলাব মঞ্চের এক সদস্যের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, যারা ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে, তারা প্রায় দুই সপ্তাহ আগে তাঁর প্রচার টিমে যোগ দিয়েছিল। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা একটি গণমাধ্যমে জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্য থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। এই দুজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েক দিন আগে তারা আবার এসে প্রচার কাজে যোগ দেয়। কেউ কেউ সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে একজনের অতীত ‘লীগসংশ্লিষ্টতা’ প্রমাণ করতেও বেজায় তৎপর।
এ তৎপরতা দেখে কেবলই মনে পড়ছে, গণ-অভ্যুত্থানের নায়কের আদলে যেসব ‘মুখ’ এখন ঝলসে উঠছে, তাদের বেশির ভাগেরই কিন্তু একই রকম সংশ্লিষ্টতা ছিল। অর্থাৎ তখন তারা ছিল লীগের ‘মুখোশ’। সন্দেহভাজন ব্যক্তিও তেমনই একজন মুখোশধারী কি না, কে বলতে পারে? কারণ এই ব্যক্তি বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে ১৭ লাখ টাকা লুটের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিল। আগে লীগসংশ্লিষ্ট হয়েও এখন তাহলে কোন সংশ্লিষ্টতার জাদুবলে এত সহজে জামিন পেয়ে ইনকিলাব মঞ্চে ভিড়ে একেবারে সংগঠনের শীর্ষনেতার গা ঘেঁষে বসার সুযোগ পেয়ে গেল?
এক দলের সদস্য হয়েও অন্য দলে কাজ করার নজির যে দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল, তা কিন্তু নয়। স্বাধীনতা-পূর্বকালে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ থাকাবস্থায় দলটির অনেক সদস্য আওয়ামী লীগ ও ন্যাপের মতো বড় দলে কাজ করতেন। তবে তাঁরা ওই দলগুলোর জন্য বদনাম বয়ে আনার মতো কোনো কাজ করেননি। বরং তাঁদের কারণে সংশ্লিষ্ট দলগুলোই উপকৃত হয়েছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদও একসময় গোপনে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। প্রয়াত মহিউদ্দীন আহমেদ কমিউনিস্ট পার্টির সদস্য হয়েও ন্যাপের নেতা ছিলেন। পরে বাকশাল হয়ে আওয়ামী লীগে যোগ দিলেও তাঁর পরিচিতি ছিল ‘আওয়ামী লীগের ন্যাপ নেতা’ হিসেবে। সেই পরিচয় ছিল গৌরবের। তাঁরা কারও সঙ্গে প্রতারণা বা ছলনা করেননি। সে প্রসঙ্গ থাক।
জুলাই আন্দোলনের মাঝামাঝি থেকেই অনেকের মুখের মুখোশ খসে পড়ছিল। ৫ আগস্টের পর তো অনেকের মুখ থেকে মুখোশ পরার মাজেজাও বেরিয়ে আসে অবলীলায়। ইদানীং আবার শুরু হয়েছে মুখ ও মুখোশের খেলা। সামনের দিনগুলোতে নাকি এ খেলা জমজমাট হবে। এক অনুজ সংবাদকর্মীর কাছ থেকে জানতে পারলাম, মুখোশ পরায় পারদর্শী একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় এক নেতা নাকি কিছুদিন আগে তাঁর ঘনিষ্ঠ সাংবাদিকদের বলেছেন, বিএনপিতে তাঁদের কত লোক আছে, তা জানলে সবার চোখ কপালে উঠবে। নির্বাচন যত কাছে আসবে, ওই ব্যক্তিরাও ততই বেশি সংখ্যায় বেরিয়ে আসবেন মুখোশ ছেড়ে! তথ্যটি শোনার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, গত সপ্তাহেই নরসিংদীতে একটি ইউনিয়ন বিএনপির ৭৫ নেতা-কর্মী অন্য একটি দলে যোগ দিয়েছেন।
এমনিতেই গত বছর লুট হওয়া বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি-বিস্ফোরকের সব এখনো উদ্ধার হয়নি। উদ্ধার না হওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা দেড় হাজারের মতো। গণ-অভ্যুত্থানের সময় এবং তার পরপর বিভিন্ন কারাগার, থানা, ফাঁড়ি ও পুলিশ স্থাপনা থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি-বিস্ফোরক লুট করা হয়েছিল। এসব অস্ত্রশস্ত্র কাদের অবৈধ দখলে থাকতে পারে, তা কি আঁচ করা একেবারেই অসম্ভব? অস্ত্রের রাজনীতিতে কারা সিদ্ধহস্ত, তা কি সবার অজানা? এই অস্ত্রধারীরা যে এক মুখোশ ছেড়ে নতুন কোনো মুখোশ নিয়ে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে তৎপর হবে না, তারই বা নিশ্চয়তা কী?
লেখক: সাংবাদিক ও গবেষক

শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও দেশ ছেড়ে পালিয়েছেন। যাঁরা পালাতে পারেননি তাঁদের জনাকয়েক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনকালে বিএনপিসহ অন্য নেতাদের যেভাবে হেলমেট পরিয়ে জেলখানা থেকে আদালতে হাজির করা হতো, এখন আওয়ামী লীগের নেতাদের একই কায়দায়
২৩ নভেম্বর ২০২৪
ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তাঁর গবেষণার বিষয় ঢাকা শহরের ‘হিজড়া’ সম্প্রদায়। লিঙ্গবৈচিত্র্যসহ সামাজিক নৃবিজ্ঞানের নানা বিষয় নিয়ে দেশ-বিদেশের গবেষণা পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে।
১৬ মিনিট আগে
মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের চুক্তিতে যেখানে বিমানভাড়াসহ একজন কর্মীর বিদেশ যাওয়ার মোট ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল, সেখানে একশ্রেণির অসাধু রিক্রুটিং এজেন্সি চক্র কর্মীদের কাছ থেকে এর প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে।
৩১ মিনিট আগে
আজ ১৪ ডিসেম্বর—শহীদ বুদ্ধিজীবী দিবস। ৫৪ বছর আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমরা হারিয়েছি বাংলাদেশের সূর্যসন্তানদের—শ্রদ্ধাভাজন শিক্ষকদের, গুণী শিল্পীদের, খ্যাতনামা সাংবাদিকদের, প্রথিতযশা কবি-লেখকদের। এঁদের হত্যা করার নীলনকশা তৈরি করেছিল পাকিস্তানি শাসকেরা আর তার বাস্তবায়ন ঘটিয়েছিল তাদের দোসর সহযোগীরা।
১ দিন আগেসম্পাদকীয়

মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের চুক্তিতে যেখানে বিমানভাড়াসহ একজন কর্মীর বিদেশ যাওয়ার মোট ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল, সেখানে একশ্রেণির অসাধু রিক্রুটিং এজেন্সি চক্র কর্মীদের কাছ থেকে এর প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে। এই অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে ৬০টি রিক্রুটিং এজেন্সি প্রায় ৪ হাজার ৫৪৫ কোটি ২০ লাখ ৮২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে। শ্রমিকের রক্ত-ঘাম ঝরানো এই বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ১২৪ জন মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ নিয়ে ১১ ডিসেম্বর আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
এ ধরনের ঘটনা নতুন নয়। ২০১৮ সালে এই সিন্ডিকেটের কারণেই মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। দীর্ঘ আলোচনা ও চুক্তির পর ২০২১ সালের ডিসেম্বরে শ্রমবাজারটি আবার চালু হলেও রিক্রুটিং এজেন্সি চক্র আবারও তাদের পুরোনো কৌশল প্রয়োগ করেছে।
অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় জনতা ট্রাভেলসের মালিক ও বিসিবির পরিচালক আমজাদ হোসেন এবং ত্রিবেণী ইন্টারন্যাশনালের সেলিনা আলী ও নাবিলা আলীর মতো প্রভাবশালী ব্যক্তিদের নাম থাকায় ইঙ্গিত দেয়, এই অনিয়ম কেবল সামান্য কিছু এজেন্সির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর শিকড় আরও গভীরে ছড়িয়ে পড়েছে।
যে শ্রমিকেরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে বড় ভূমিকা রাখেন, বিদেশে কাজের জন্য নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে দেন, তাঁদের এমন অসহায়ত্বের সুযোগ নেওয়া চরম অমানবিকতা। সরকার যেখানে একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করে দেয়, সেখানে এজেন্সির এমন মাত্রাতিরিক্ত অর্থ আদায় চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং শ্রমিকের সঙ্গে সরাসরি প্রতারণা।
আমাদের প্রশ্ন, সরকারিভাবে ফি নির্ধারণ করা সত্ত্বেও কীভাবে রিক্রুটিং এজেন্সিগুলো এই অনিয়ম করতে পারল? তদারকি সংস্থাগুলো কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে? নাকি উচ্চপর্যায়ের যোগসাজশেই এ দুর্নীতি ডালপালা মেলেছে? দুদকের কাছে অতিরিক্ত অর্থ আদায়ের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এটি কেবল অতিরিক্ত অর্থ আদায়ই নয়, এটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি দরিদ্র মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তোলার শামিল।
দুদকের মামলা করার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। তবে কেবল মামলা করাই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা এবং আত্মসাৎ করা অর্থ অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ফিরিয়ে দেওয়া নিশ্চিত করতে হবে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শুধু আর্থিক জরিমানা নয়; বরং তাদের লাইসেন্স বাতিল এবং মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
দেশের শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত রাখতে এবং কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে। রিক্রুটিং এজেন্সির ওপর নিয়মিত তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে কোনোভাবেই সরকার-নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা সম্ভব না হয়। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য জনশক্তি রপ্তানিপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই।

মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের চুক্তিতে যেখানে বিমানভাড়াসহ একজন কর্মীর বিদেশ যাওয়ার মোট ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল, সেখানে একশ্রেণির অসাধু রিক্রুটিং এজেন্সি চক্র কর্মীদের কাছ থেকে এর প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে। এই অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে ৬০টি রিক্রুটিং এজেন্সি প্রায় ৪ হাজার ৫৪৫ কোটি ২০ লাখ ৮২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে। শ্রমিকের রক্ত-ঘাম ঝরানো এই বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ১২৪ জন মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ নিয়ে ১১ ডিসেম্বর আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
এ ধরনের ঘটনা নতুন নয়। ২০১৮ সালে এই সিন্ডিকেটের কারণেই মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। দীর্ঘ আলোচনা ও চুক্তির পর ২০২১ সালের ডিসেম্বরে শ্রমবাজারটি আবার চালু হলেও রিক্রুটিং এজেন্সি চক্র আবারও তাদের পুরোনো কৌশল প্রয়োগ করেছে।
অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় জনতা ট্রাভেলসের মালিক ও বিসিবির পরিচালক আমজাদ হোসেন এবং ত্রিবেণী ইন্টারন্যাশনালের সেলিনা আলী ও নাবিলা আলীর মতো প্রভাবশালী ব্যক্তিদের নাম থাকায় ইঙ্গিত দেয়, এই অনিয়ম কেবল সামান্য কিছু এজেন্সির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর শিকড় আরও গভীরে ছড়িয়ে পড়েছে।
যে শ্রমিকেরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে বড় ভূমিকা রাখেন, বিদেশে কাজের জন্য নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে দেন, তাঁদের এমন অসহায়ত্বের সুযোগ নেওয়া চরম অমানবিকতা। সরকার যেখানে একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করে দেয়, সেখানে এজেন্সির এমন মাত্রাতিরিক্ত অর্থ আদায় চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং শ্রমিকের সঙ্গে সরাসরি প্রতারণা।
আমাদের প্রশ্ন, সরকারিভাবে ফি নির্ধারণ করা সত্ত্বেও কীভাবে রিক্রুটিং এজেন্সিগুলো এই অনিয়ম করতে পারল? তদারকি সংস্থাগুলো কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে? নাকি উচ্চপর্যায়ের যোগসাজশেই এ দুর্নীতি ডালপালা মেলেছে? দুদকের কাছে অতিরিক্ত অর্থ আদায়ের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এটি কেবল অতিরিক্ত অর্থ আদায়ই নয়, এটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি দরিদ্র মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তোলার শামিল।
দুদকের মামলা করার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। তবে কেবল মামলা করাই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা এবং আত্মসাৎ করা অর্থ অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ফিরিয়ে দেওয়া নিশ্চিত করতে হবে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শুধু আর্থিক জরিমানা নয়; বরং তাদের লাইসেন্স বাতিল এবং মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
দেশের শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত রাখতে এবং কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে। রিক্রুটিং এজেন্সির ওপর নিয়মিত তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে কোনোভাবেই সরকার-নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা সম্ভব না হয়। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য জনশক্তি রপ্তানিপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই।

শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও দেশ ছেড়ে পালিয়েছেন। যাঁরা পালাতে পারেননি তাঁদের জনাকয়েক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনকালে বিএনপিসহ অন্য নেতাদের যেভাবে হেলমেট পরিয়ে জেলখানা থেকে আদালতে হাজির করা হতো, এখন আওয়ামী লীগের নেতাদের একই কায়দায়
২৩ নভেম্বর ২০২৪
ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তাঁর গবেষণার বিষয় ঢাকা শহরের ‘হিজড়া’ সম্প্রদায়। লিঙ্গবৈচিত্র্যসহ সামাজিক নৃবিজ্ঞানের নানা বিষয় নিয়ে দেশ-বিদেশের গবেষণা পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে।
১৬ মিনিট আগে
ধান কাটার মৌসুমে চালের দাম যে ঊর্ধ্বমুখী, সেটি সিন্ডিকেটের কারণে নাকি অন্য কোনো কারণে—এমন একটি প্রশ্নের মুখে অনেকটা সরল স্বীকারোক্তি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সপ্তাহ তিনেক আগে।
২৮ মিনিট আগে
আজ ১৪ ডিসেম্বর—শহীদ বুদ্ধিজীবী দিবস। ৫৪ বছর আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমরা হারিয়েছি বাংলাদেশের সূর্যসন্তানদের—শ্রদ্ধাভাজন শিক্ষকদের, গুণী শিল্পীদের, খ্যাতনামা সাংবাদিকদের, প্রথিতযশা কবি-লেখকদের। এঁদের হত্যা করার নীলনকশা তৈরি করেছিল পাকিস্তানি শাসকেরা আর তার বাস্তবায়ন ঘটিয়েছিল তাদের দোসর সহযোগীরা।
১ দিন আগেশহীদ বুদ্বিজীবী হত্যাকারীদের বিচারভিন্ন কোনো পথ নেই—শুধু ন্যায্যতার কারণে নয়, শুধু মানবিকতার কারণেও নয়, শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তির জন্য, শহীদ-সন্তানদের অন্তরের বিচারের দাবি মেটানোর জন্য, জাতি হিসেবে আমাদের দায়মুক্তির জন্য।
সেলিম জাহান

আজ ১৪ ডিসেম্বর—শহীদ বুদ্ধিজীবী দিবস। ৫৪ বছর আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমরা হারিয়েছি বাংলাদেশের সূর্যসন্তানদের—শ্রদ্ধাভাজন শিক্ষকদের, গুণী শিল্পীদের, খ্যাতনামা সাংবাদিকদের, প্রথিতযশা কবি-লেখকদের। এঁদের হত্যা করার নীলনকশা তৈরি করেছিল পাকিস্তানি শাসকেরা আর তার বাস্তবায়ন ঘটিয়েছিল তাদের দোসর সহযোগীরা। পরে জানা গেছে, ১৯৭১-এর ডিসেম্বরের কোনো এক সময়ে ঢাকা সেনানিবাসে গোপন বৈঠক বসেছিল প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর সঙ্গে আলবদর-আলশামস বাহিনীর কেন্দ্রীয় অধিনায়কদের। রাও ফরমান আলীর হাতে বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যার নীলনকশা—এ দেশের বুদ্ধিজীবীদের বিশেষ বিশেষ নেতৃস্থানীয় ব্যক্তিদের নামের তালিকা, যেটি তিনি নিজে তৈরি করেছিলেন আট মাস আগে, একাত্তরের এপ্রিল মাসে। কী ভয়ংকর মানুষ ছিলেন রাও ফরমান আলী! কতখানি ভেবে রেখেছিলেন তিনি—কেমন করে বাঙালি জাতিকে ধ্বংস করবে! জানতেন তিনি, বাঙালি জাতির বুদ্ধিজীবীদের হত্যা করলে এ জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে। ভাবা যায়, এ উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি তালিকাটি তৈরি করেছিলেন বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা হিসেবে, যার বাস্তবায়নের দায়িত্ব তিনি তুলে দিয়েছিলেন আলবদর ও আলশামসের অধিনায়কদের হাতে।
পরবর্তী সময়ে রাও ফরমান আলীর ডায়েরি থেকে সেই তালিকা উদ্ধার করা হয়েছিল। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যকার অনন্যসাধারণ একরাশ নাম সেখানে। ঠান্ডা মাথায় নীলনকশা তৈরি করা হয়েছিল। খুঁটিনাটি কিছুই ফরমান আলীর চিন্তা এড়ায়নি। তাই কোন শিক্ষক কোন বিভাগের, সেটাই শুধু তিনি লিখে রাখেননি, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় তাঁদের বাড়ির ঠিকানাও লিখে রেখেছিলেন। জনান্তিকে শুনেছি যে রাও ফরমান আলীর কন্যা শাহীন ফরমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল, পড়ত মনোবিজ্ঞান বিভাগে। আমাদেরই সহপাঠী ছিল সে। কন্যার শিক্ষকদের হত্যা করতে রাও ফরমান আলী ছিলেন সম্পূর্ণ নির্বিকার। আজ এটাও ইতিহাসের অংশ যে এ তালিকার বাইরে এবং সে দিনেরও আগে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল। শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে তুলে নেওয়া হয়েছিল ১০ ডিসেম্বরে। রক্তক্ষরা সেসব কাহিনি লিপিবদ্ধ হয়েছে, যা আমাদের ইতিহাসের অংশ। নীলনকশা থেকে দেখা যায়, সে তালিকায় নাম ছিল প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আহসানুল হক, অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, অধ্যাপক সাদ’উদ্দীনের মতো শিক্ষক-বুদ্ধিজীবীদের। ভাগ্যক্রমে তাঁরা বেঁচে গেছেন।
তারপরের সব ঘটনা এখন ইতিহাস। যে শয়তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তুলে নিয়েছিল, তাদের অনেকেই এই বরেণ্য শিক্ষকদের শিক্ষার্থী ছিল। বিজয়ের একেবারে অন্তিম সীমায় বাড়ি বাড়ি গিয়ে যারা এঁদের তুলে নিয়ে এসেছিল, তারা কিন্তু ভিনদেশি সৈনিক নয়, এ দেশেরই মানুষ। তাদের হাত কাঁপেনি এই সোনার মানুষদের চোখ বেঁধে দিতে, ঠোঁট কাঁপেনি সেই মিথ্যা আশ্বাস দিতে, ‘আবার ফিরিয়ে দিয়ে যাব’, বুক কাঁপেনি এই নরম মনের মানুষদের আঘাত করতে। না, তাঁরা ফেরেননি, সে দিনও না, কোনো দিনও না আজতক। বধ্যভূমিই হয়েছে তাঁদের শেষ শয্যা।
পারিবারিক সূত্রে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর অপহরণের কথা আমি শুনেছি। এবং এ-ও শুনেছি যে তাঁকে তুলে নিয়ে যাওয়ার পরে রাও ফরমান আলীর সঙ্গে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। অসম্ভব আন্তরিকতার সঙ্গে তাঁকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আর ফেরেননি। সে ভয়াবহ দিনের কথা নানাভাবে শুনেছি। সেন্ট্রাল রোডে পৈতৃক নিবাস ‘দারুল আফিয়াতে’ দুপুরবেলা স্নান সেরে চুল আঁচড়াচ্ছিলেন তিনি। তাঁর মা টেবিলে ভাত বেড়ে রেখেছিলেন। তখনই তাঁকে তুলে নেওয়া হয়। যে তুলে নিতে এসেছিল, সে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীরই ছাত্র। শুনেছি, বাড়ির লোক আপত্তি করলে সেই লোকটি জবাব দিয়েছিল, ‘এই কিছুক্ষণের মধ্যেই স্যারকে নিয়ে আসব।’ না, আর তিনি ফিরে আসেননি। বেড়ে রাখা ভাত সন্তান খেতে পারেনি বলে মুনীর চৌধুরীর মা আজীবন একটি দুঃখ হৃদয়ে বয়ে বেড়িয়েছেন। শহীদ মুনীর চৌধুরী ১২ ডিসেম্বরের দিকে তাঁর অগ্রজ প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে ফোন করেছিলেন। ফোন ছেড়ে দেওয়ার আগে তাঁর শেষ কথা ছিল, ‘স্বাধীনতা তো আমাদের দোরগোড়ায় এসে গেল, তাই না?’ তাঁর ভবিষ্যদ্বাণী অব্যর্থ ছিল, কিন্তু তিনি সে স্বাধীনতা দেখে যেতে পারেননি।
শহীদ বুদ্ধিজীবী দিবসে আমার তিন দল মানুষের কথা বড় মনে হয়। যাঁদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তাঁদের কথা—বড় বেদনার সঙ্গে। সেই সব শহীদের সন্তানদের, যাঁদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ আমার হয়েছে, তাঁদের কথা—বড় মমতার সঙ্গে এবং সেইসব হন্তারকের কথা—তীব্র ঘৃণার সঙ্গে, যারা এমন পাশবিক কাজ করে আজও বহাল তবিয়তে আছে। আমার প্রায়ই মনে হয়, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমি নির্মমভাবে বঞ্চিত হয়ে পড়েছি। ভাবতেই পারি না যে আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ের হিরণ্ময় কিছু মানুষকে আর কোনো দিন দেখতে পাব না, বহু প্রিয় লেখকের নতুন লেখা আর পড়তে পারব না, অনেক সংগীতশিল্পীর কণ্ঠ আর সামনাসামনি শুনতে পারব না। আমরা অনেকেই এইসব স্বপ্নদ্রষ্টা মানুষদের ঠিক চিনতে পারিনি, পাকিস্তানিরা কিন্তু ঠিকই পেরেছিল। বাংলাদেশের সৃষ্টশীলতা আর সৃজনশীলতার ভিত্তি গুঁড়িয়ে দিতে, আমাদের দেশের শিক্ষা ও শিল্প-সাহিত্যকে নিশ্চিহ্ন করার জন্যই তারা বেছে নিয়েছিল এই অনন্যসাধারণ মানুষদের। মানুষ চিনতে ওরা ভুল করেনি।
অনেকেই জিজ্ঞেস করেন, লাখ লাখ নিহত মানুষের মধ্যে কেন বারবার শুধু শহীদ বুদ্ধিজীবীদের কথা উঠে আসে। আমার মনে হয়, এর উত্তর দুটো—একটি প্রত্যক্ষ আর অন্যটি পরোক্ষ। প্রত্যক্ষ কারণটি হচ্ছে, এ মানুষগুলো আমাদের বুদ্ধিবৃত্তির জগতের অনন্য কিছু মানুষ ছিলেন; যাঁদের স্বপ্নদৃষ্টি, দিক্-দর্শন, চিন্তাভাবনা, শিক্ষা ও পরামর্শ আমাদের অনুপ্রাণিত করেছে প্রতিনিয়ত। তাই আমাদের হৃদয়ে তাঁদের জন্য বিশেষ স্থান আছে। পরোক্ষ কারণটি হচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষেরা বহু শহীদের স্মৃতি একসঙ্গে হৃদয়ে ধারণ করতে পারে না। তখন আমরা প্রতীক খুঁজে নিই। ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীরা আমাদের সেই প্রতীক। এই প্রতীকের মাঝখান দিয়েই আমরা পৌঁছে যাই অন্য সব জানা-অজানা শহীদদের কাছে।
একাত্তর-উত্তর সময়ে শিক্ষক হিসেবে আমার সুবর্ণ সুযোগ ঘটেছিল উপর্যুক্ত শহীদদের অনেকেরই সন্তানদের সঙ্গে—বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যাদের শিক্ষার্থী হিসেবে পাওয়ার সুযোগ আমার হয়েছে, তাদের মধ্যে আমার হৃদয়ে একটি বিশেষ স্থান আছে ১৯৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের জন্য। আশির দশকে এদের অনেককেই আমার শ্রেণিকক্ষে আমি পেয়েছি। এ দশকের মাঝামাঝি সময়ে অর্থনীতি বিভাগে পড়াতে গিয়ে দেখি যে শ্রেণিকক্ষে শিক্ষার্থী হিসেবে বসে আছে শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর পুত্রদ্বয় তানভীর হায়দার চৌধুরী (শোভন) ও প্রয়াত সুমন হায়দার চৌধুরী (সুমন), শহীদ চিকিৎসক মোহাম্মদ মর্তুজার কন্যা দ্যুতি অরণি (মিতি), শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের পুত্র তৌহীদ রেজা নূর (তৌহীদ)। এ আমার পরম প্রাপ্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম বর্ষে পদার্পণ উপলক্ষে আমি যখন ১৯৭১-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকদের ও শহীদ চিকিৎসক মোহাম্মদ মর্তুজার স্মৃতিচারণা করছিলাম, তখন শোভন, সুমন, মিতি ও তৌহীদের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। ওরা হয়তো জানেও না, আশির দশকে শ্রেণিকক্ষে ঢুকে ওদের দিকে তাকালে আমার মনটা হু হু করে উঠত। বহুবার এমন হয়েছে যে আমি ওদের মুখের দিকে তাকাতে পারিনি। কোনো দিন হয়তো বলা হয়নি, আজ ওদের এই কথাটুকুই শুধু বলে যাই—আর কিছু নয়।
শিক্ষার্থী হিসেবে নয়, কিন্তু অন্যভাবেও কাছে পেয়েছি অন্য শহীদ-সন্তানদের। বৈবাহিক সূত্রে আত্মীয়তার বৃহত্তর অঙ্গনে কাছাকাছি এসেছি শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর সন্তানত্রয়ের সঙ্গে—আহমেদ মুনীর (ভাষণ), প্রয়াত আশফাক মুনীর (মিশুক) ও আসিফ মুনীরকে (তন্ময়)। স্বল্পকালের জন্য মিশুক আমার সহকর্মীও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অবয়ব পত্রের (ফেসবুক) মাধ্যমে পরিচিত হয়েছি মাহমুদার সঙ্গে (শহীদ অধ্যাপক সিরাজুল হক খানের সন্তান)। জেনেছি মাহমুদকে—শহীদ অধ্যাপক রাশীদুল হাসানের পুত্র সে। সেই সঙ্গে এটাও মনে হয়েছে, সেদিনের যে শিশু, কিশোর-কিশোরীরা পশুশক্তির কাছে তাদের বাবাকে হারিয়েছে, তারা আজ পরিণত বয়সের মানুষ। তাদের মনের পিতৃ হারানোর বেদনা আমরা কেউ বুঝব না। কারণ, সব দুঃখই তো মানুষের ব্যক্তিগত, সব বেদনাই তো তার নিজস্ব। কিন্তু এটা তো বুঝি যে তাদের পিতার হন্তারকদের ‘বিচারের দাবি তাদের মনে নিভৃতে কাঁদে’ অহর্নিশ।
শহীদ বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারভিন্ন কোনো পথ নেই—শুধু ন্যায্যতার কারণে নয়, শুধু মানবিকতার কারণেও নয়, শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তির জন্য, শহীদ-সন্তানদের অন্তরের বিচারের দাবি মেটানোর জন্য, জাতি হিসেবে আমাদের দায়মুক্তির জন্য। সে দায় রাষ্ট্রের, সমাজের ও ব্যক্তি মানুষের। সে দায়ভাগে আমরা সবাই সমান অংশীদার। জাতি হিসেবে আমরা যেন সে দায় ভুলে না যাই। সে আমাদেরই দায় এবং তার মোচনেই আমাদের মুক্তি।
লেখক: অর্থনীতিবিদ

আজ ১৪ ডিসেম্বর—শহীদ বুদ্ধিজীবী দিবস। ৫৪ বছর আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমরা হারিয়েছি বাংলাদেশের সূর্যসন্তানদের—শ্রদ্ধাভাজন শিক্ষকদের, গুণী শিল্পীদের, খ্যাতনামা সাংবাদিকদের, প্রথিতযশা কবি-লেখকদের। এঁদের হত্যা করার নীলনকশা তৈরি করেছিল পাকিস্তানি শাসকেরা আর তার বাস্তবায়ন ঘটিয়েছিল তাদের দোসর সহযোগীরা। পরে জানা গেছে, ১৯৭১-এর ডিসেম্বরের কোনো এক সময়ে ঢাকা সেনানিবাসে গোপন বৈঠক বসেছিল প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর সঙ্গে আলবদর-আলশামস বাহিনীর কেন্দ্রীয় অধিনায়কদের। রাও ফরমান আলীর হাতে বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যার নীলনকশা—এ দেশের বুদ্ধিজীবীদের বিশেষ বিশেষ নেতৃস্থানীয় ব্যক্তিদের নামের তালিকা, যেটি তিনি নিজে তৈরি করেছিলেন আট মাস আগে, একাত্তরের এপ্রিল মাসে। কী ভয়ংকর মানুষ ছিলেন রাও ফরমান আলী! কতখানি ভেবে রেখেছিলেন তিনি—কেমন করে বাঙালি জাতিকে ধ্বংস করবে! জানতেন তিনি, বাঙালি জাতির বুদ্ধিজীবীদের হত্যা করলে এ জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে। ভাবা যায়, এ উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি তালিকাটি তৈরি করেছিলেন বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা হিসেবে, যার বাস্তবায়নের দায়িত্ব তিনি তুলে দিয়েছিলেন আলবদর ও আলশামসের অধিনায়কদের হাতে।
পরবর্তী সময়ে রাও ফরমান আলীর ডায়েরি থেকে সেই তালিকা উদ্ধার করা হয়েছিল। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যকার অনন্যসাধারণ একরাশ নাম সেখানে। ঠান্ডা মাথায় নীলনকশা তৈরি করা হয়েছিল। খুঁটিনাটি কিছুই ফরমান আলীর চিন্তা এড়ায়নি। তাই কোন শিক্ষক কোন বিভাগের, সেটাই শুধু তিনি লিখে রাখেননি, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় তাঁদের বাড়ির ঠিকানাও লিখে রেখেছিলেন। জনান্তিকে শুনেছি যে রাও ফরমান আলীর কন্যা শাহীন ফরমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল, পড়ত মনোবিজ্ঞান বিভাগে। আমাদেরই সহপাঠী ছিল সে। কন্যার শিক্ষকদের হত্যা করতে রাও ফরমান আলী ছিলেন সম্পূর্ণ নির্বিকার। আজ এটাও ইতিহাসের অংশ যে এ তালিকার বাইরে এবং সে দিনেরও আগে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল। শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে তুলে নেওয়া হয়েছিল ১০ ডিসেম্বরে। রক্তক্ষরা সেসব কাহিনি লিপিবদ্ধ হয়েছে, যা আমাদের ইতিহাসের অংশ। নীলনকশা থেকে দেখা যায়, সে তালিকায় নাম ছিল প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আহসানুল হক, অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, অধ্যাপক সাদ’উদ্দীনের মতো শিক্ষক-বুদ্ধিজীবীদের। ভাগ্যক্রমে তাঁরা বেঁচে গেছেন।
তারপরের সব ঘটনা এখন ইতিহাস। যে শয়তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তুলে নিয়েছিল, তাদের অনেকেই এই বরেণ্য শিক্ষকদের শিক্ষার্থী ছিল। বিজয়ের একেবারে অন্তিম সীমায় বাড়ি বাড়ি গিয়ে যারা এঁদের তুলে নিয়ে এসেছিল, তারা কিন্তু ভিনদেশি সৈনিক নয়, এ দেশেরই মানুষ। তাদের হাত কাঁপেনি এই সোনার মানুষদের চোখ বেঁধে দিতে, ঠোঁট কাঁপেনি সেই মিথ্যা আশ্বাস দিতে, ‘আবার ফিরিয়ে দিয়ে যাব’, বুক কাঁপেনি এই নরম মনের মানুষদের আঘাত করতে। না, তাঁরা ফেরেননি, সে দিনও না, কোনো দিনও না আজতক। বধ্যভূমিই হয়েছে তাঁদের শেষ শয্যা।
পারিবারিক সূত্রে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর অপহরণের কথা আমি শুনেছি। এবং এ-ও শুনেছি যে তাঁকে তুলে নিয়ে যাওয়ার পরে রাও ফরমান আলীর সঙ্গে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। অসম্ভব আন্তরিকতার সঙ্গে তাঁকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আর ফেরেননি। সে ভয়াবহ দিনের কথা নানাভাবে শুনেছি। সেন্ট্রাল রোডে পৈতৃক নিবাস ‘দারুল আফিয়াতে’ দুপুরবেলা স্নান সেরে চুল আঁচড়াচ্ছিলেন তিনি। তাঁর মা টেবিলে ভাত বেড়ে রেখেছিলেন। তখনই তাঁকে তুলে নেওয়া হয়। যে তুলে নিতে এসেছিল, সে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীরই ছাত্র। শুনেছি, বাড়ির লোক আপত্তি করলে সেই লোকটি জবাব দিয়েছিল, ‘এই কিছুক্ষণের মধ্যেই স্যারকে নিয়ে আসব।’ না, আর তিনি ফিরে আসেননি। বেড়ে রাখা ভাত সন্তান খেতে পারেনি বলে মুনীর চৌধুরীর মা আজীবন একটি দুঃখ হৃদয়ে বয়ে বেড়িয়েছেন। শহীদ মুনীর চৌধুরী ১২ ডিসেম্বরের দিকে তাঁর অগ্রজ প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে ফোন করেছিলেন। ফোন ছেড়ে দেওয়ার আগে তাঁর শেষ কথা ছিল, ‘স্বাধীনতা তো আমাদের দোরগোড়ায় এসে গেল, তাই না?’ তাঁর ভবিষ্যদ্বাণী অব্যর্থ ছিল, কিন্তু তিনি সে স্বাধীনতা দেখে যেতে পারেননি।
শহীদ বুদ্ধিজীবী দিবসে আমার তিন দল মানুষের কথা বড় মনে হয়। যাঁদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তাঁদের কথা—বড় বেদনার সঙ্গে। সেই সব শহীদের সন্তানদের, যাঁদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ আমার হয়েছে, তাঁদের কথা—বড় মমতার সঙ্গে এবং সেইসব হন্তারকের কথা—তীব্র ঘৃণার সঙ্গে, যারা এমন পাশবিক কাজ করে আজও বহাল তবিয়তে আছে। আমার প্রায়ই মনে হয়, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমি নির্মমভাবে বঞ্চিত হয়ে পড়েছি। ভাবতেই পারি না যে আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ের হিরণ্ময় কিছু মানুষকে আর কোনো দিন দেখতে পাব না, বহু প্রিয় লেখকের নতুন লেখা আর পড়তে পারব না, অনেক সংগীতশিল্পীর কণ্ঠ আর সামনাসামনি শুনতে পারব না। আমরা অনেকেই এইসব স্বপ্নদ্রষ্টা মানুষদের ঠিক চিনতে পারিনি, পাকিস্তানিরা কিন্তু ঠিকই পেরেছিল। বাংলাদেশের সৃষ্টশীলতা আর সৃজনশীলতার ভিত্তি গুঁড়িয়ে দিতে, আমাদের দেশের শিক্ষা ও শিল্প-সাহিত্যকে নিশ্চিহ্ন করার জন্যই তারা বেছে নিয়েছিল এই অনন্যসাধারণ মানুষদের। মানুষ চিনতে ওরা ভুল করেনি।
অনেকেই জিজ্ঞেস করেন, লাখ লাখ নিহত মানুষের মধ্যে কেন বারবার শুধু শহীদ বুদ্ধিজীবীদের কথা উঠে আসে। আমার মনে হয়, এর উত্তর দুটো—একটি প্রত্যক্ষ আর অন্যটি পরোক্ষ। প্রত্যক্ষ কারণটি হচ্ছে, এ মানুষগুলো আমাদের বুদ্ধিবৃত্তির জগতের অনন্য কিছু মানুষ ছিলেন; যাঁদের স্বপ্নদৃষ্টি, দিক্-দর্শন, চিন্তাভাবনা, শিক্ষা ও পরামর্শ আমাদের অনুপ্রাণিত করেছে প্রতিনিয়ত। তাই আমাদের হৃদয়ে তাঁদের জন্য বিশেষ স্থান আছে। পরোক্ষ কারণটি হচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষেরা বহু শহীদের স্মৃতি একসঙ্গে হৃদয়ে ধারণ করতে পারে না। তখন আমরা প্রতীক খুঁজে নিই। ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীরা আমাদের সেই প্রতীক। এই প্রতীকের মাঝখান দিয়েই আমরা পৌঁছে যাই অন্য সব জানা-অজানা শহীদদের কাছে।
একাত্তর-উত্তর সময়ে শিক্ষক হিসেবে আমার সুবর্ণ সুযোগ ঘটেছিল উপর্যুক্ত শহীদদের অনেকেরই সন্তানদের সঙ্গে—বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যাদের শিক্ষার্থী হিসেবে পাওয়ার সুযোগ আমার হয়েছে, তাদের মধ্যে আমার হৃদয়ে একটি বিশেষ স্থান আছে ১৯৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের জন্য। আশির দশকে এদের অনেককেই আমার শ্রেণিকক্ষে আমি পেয়েছি। এ দশকের মাঝামাঝি সময়ে অর্থনীতি বিভাগে পড়াতে গিয়ে দেখি যে শ্রেণিকক্ষে শিক্ষার্থী হিসেবে বসে আছে শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর পুত্রদ্বয় তানভীর হায়দার চৌধুরী (শোভন) ও প্রয়াত সুমন হায়দার চৌধুরী (সুমন), শহীদ চিকিৎসক মোহাম্মদ মর্তুজার কন্যা দ্যুতি অরণি (মিতি), শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের পুত্র তৌহীদ রেজা নূর (তৌহীদ)। এ আমার পরম প্রাপ্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম বর্ষে পদার্পণ উপলক্ষে আমি যখন ১৯৭১-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকদের ও শহীদ চিকিৎসক মোহাম্মদ মর্তুজার স্মৃতিচারণা করছিলাম, তখন শোভন, সুমন, মিতি ও তৌহীদের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। ওরা হয়তো জানেও না, আশির দশকে শ্রেণিকক্ষে ঢুকে ওদের দিকে তাকালে আমার মনটা হু হু করে উঠত। বহুবার এমন হয়েছে যে আমি ওদের মুখের দিকে তাকাতে পারিনি। কোনো দিন হয়তো বলা হয়নি, আজ ওদের এই কথাটুকুই শুধু বলে যাই—আর কিছু নয়।
শিক্ষার্থী হিসেবে নয়, কিন্তু অন্যভাবেও কাছে পেয়েছি অন্য শহীদ-সন্তানদের। বৈবাহিক সূত্রে আত্মীয়তার বৃহত্তর অঙ্গনে কাছাকাছি এসেছি শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর সন্তানত্রয়ের সঙ্গে—আহমেদ মুনীর (ভাষণ), প্রয়াত আশফাক মুনীর (মিশুক) ও আসিফ মুনীরকে (তন্ময়)। স্বল্পকালের জন্য মিশুক আমার সহকর্মীও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অবয়ব পত্রের (ফেসবুক) মাধ্যমে পরিচিত হয়েছি মাহমুদার সঙ্গে (শহীদ অধ্যাপক সিরাজুল হক খানের সন্তান)। জেনেছি মাহমুদকে—শহীদ অধ্যাপক রাশীদুল হাসানের পুত্র সে। সেই সঙ্গে এটাও মনে হয়েছে, সেদিনের যে শিশু, কিশোর-কিশোরীরা পশুশক্তির কাছে তাদের বাবাকে হারিয়েছে, তারা আজ পরিণত বয়সের মানুষ। তাদের মনের পিতৃ হারানোর বেদনা আমরা কেউ বুঝব না। কারণ, সব দুঃখই তো মানুষের ব্যক্তিগত, সব বেদনাই তো তার নিজস্ব। কিন্তু এটা তো বুঝি যে তাদের পিতার হন্তারকদের ‘বিচারের দাবি তাদের মনে নিভৃতে কাঁদে’ অহর্নিশ।
শহীদ বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারভিন্ন কোনো পথ নেই—শুধু ন্যায্যতার কারণে নয়, শুধু মানবিকতার কারণেও নয়, শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তির জন্য, শহীদ-সন্তানদের অন্তরের বিচারের দাবি মেটানোর জন্য, জাতি হিসেবে আমাদের দায়মুক্তির জন্য। সে দায় রাষ্ট্রের, সমাজের ও ব্যক্তি মানুষের। সে দায়ভাগে আমরা সবাই সমান অংশীদার। জাতি হিসেবে আমরা যেন সে দায় ভুলে না যাই। সে আমাদেরই দায় এবং তার মোচনেই আমাদের মুক্তি।
লেখক: অর্থনীতিবিদ

শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও দেশ ছেড়ে পালিয়েছেন। যাঁরা পালাতে পারেননি তাঁদের জনাকয়েক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনকালে বিএনপিসহ অন্য নেতাদের যেভাবে হেলমেট পরিয়ে জেলখানা থেকে আদালতে হাজির করা হতো, এখন আওয়ামী লীগের নেতাদের একই কায়দায়
২৩ নভেম্বর ২০২৪
ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তাঁর গবেষণার বিষয় ঢাকা শহরের ‘হিজড়া’ সম্প্রদায়। লিঙ্গবৈচিত্র্যসহ সামাজিক নৃবিজ্ঞানের নানা বিষয় নিয়ে দেশ-বিদেশের গবেষণা পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে।
১৬ মিনিট আগে
ধান কাটার মৌসুমে চালের দাম যে ঊর্ধ্বমুখী, সেটি সিন্ডিকেটের কারণে নাকি অন্য কোনো কারণে—এমন একটি প্রশ্নের মুখে অনেকটা সরল স্বীকারোক্তি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সপ্তাহ তিনেক আগে।
২৮ মিনিট আগে
মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের চুক্তিতে যেখানে বিমানভাড়াসহ একজন কর্মীর বিদেশ যাওয়ার মোট ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল, সেখানে একশ্রেণির অসাধু রিক্রুটিং এজেন্সি চক্র কর্মীদের কাছ থেকে এর প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে।
৩১ মিনিট আগে