আমানুর রহমান রনি, ঢাকা

ঈদুল আজহার আগে ও পরের সাত দিন দেশের সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যানবাহনে তল্লাশি নিষেধ করেছে পুলিশ সদর দপ্তর। ট্রাক ও যানবাহনে চাঁদাবাজি ও যাত্রী ভোগান্তি কমাতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পুলিশ সদর দপ্তর এই নির্দেশনা দেয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগে ও পরের সাত দিন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন থামানো যাবে না। এ সময় যানবাহনে কোনো তল্লাশি করা যাবে না। কোনো যানবাহনে তল্লাশি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কোনো যানবাহনের বিষয়ে অপরাধ ও মাদকের সুনির্দিষ্ট তথ্য থাকলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অভিযান পরিচালনা করা যাবে। কর্তৃপক্ষকে না জানিয়ে মহাসড়কে কোনো অভিযান চালানো যাবে না।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, মহাসড়কে কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে এ বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে গাড়িতে তল্লাশি বন্ধ রাখা উল্লেখযোগ্য।
মহাসড়কে যানবাহনের গতি ঠিক রাখা, মহাসড়কে পশুর হাট বসতে না দিতে এবং মহাসড়কে অপ্রীতিকর ঘটনা রোধ করতে হাইওয়ে পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের একাধিক টিম কাজ করবে। এ ছাড়া, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ, গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, লরি ও মালবাহী ভারী যানবাহন চলাচল বন্ধের ব্যবস্থা করতে হবে।
এ বছর মহাসড়কসংলগ্ন ২০২টি এলাকায় পশুর হাট বসছে। এসব হাট বিস্তীর্ণ হয়ে সড়কে যাতে না ওঠে সে জন্য জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব পশুর হাটের কারণে মহাসড়কের ১১৮টি স্থানে যানজটের আশঙ্কা করা হয়েছে। ঈদে বাড়ি ফেরা মানুষ যানজটের ভোগান্তিতে পড়তে পারে।
হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শাহাবুদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে যানবাহনের গতি স্বাভাবিক রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে এসব কাজ এগিয়ে নেব।’

ঈদুল আজহার আগে ও পরের সাত দিন দেশের সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যানবাহনে তল্লাশি নিষেধ করেছে পুলিশ সদর দপ্তর। ট্রাক ও যানবাহনে চাঁদাবাজি ও যাত্রী ভোগান্তি কমাতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পুলিশ সদর দপ্তর এই নির্দেশনা দেয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগে ও পরের সাত দিন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন থামানো যাবে না। এ সময় যানবাহনে কোনো তল্লাশি করা যাবে না। কোনো যানবাহনে তল্লাশি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কোনো যানবাহনের বিষয়ে অপরাধ ও মাদকের সুনির্দিষ্ট তথ্য থাকলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অভিযান পরিচালনা করা যাবে। কর্তৃপক্ষকে না জানিয়ে মহাসড়কে কোনো অভিযান চালানো যাবে না।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, মহাসড়কে কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে এ বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে গাড়িতে তল্লাশি বন্ধ রাখা উল্লেখযোগ্য।
মহাসড়কে যানবাহনের গতি ঠিক রাখা, মহাসড়কে পশুর হাট বসতে না দিতে এবং মহাসড়কে অপ্রীতিকর ঘটনা রোধ করতে হাইওয়ে পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের একাধিক টিম কাজ করবে। এ ছাড়া, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ, গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, লরি ও মালবাহী ভারী যানবাহন চলাচল বন্ধের ব্যবস্থা করতে হবে।
এ বছর মহাসড়কসংলগ্ন ২০২টি এলাকায় পশুর হাট বসছে। এসব হাট বিস্তীর্ণ হয়ে সড়কে যাতে না ওঠে সে জন্য জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব পশুর হাটের কারণে মহাসড়কের ১১৮টি স্থানে যানজটের আশঙ্কা করা হয়েছে। ঈদে বাড়ি ফেরা মানুষ যানজটের ভোগান্তিতে পড়তে পারে।
হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শাহাবুদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে যানবাহনের গতি স্বাভাবিক রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে এসব কাজ এগিয়ে নেব।’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচার চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রচার যেন নামকাওয়াস্তে। প্রচারকাজে অংশ নেওয়া ভোটের গাড়ি সুপার ক্যারাভান শুধু শহর এলাকাতেই ঘুরছে। প্রত্যন্ত অঞ্চলে এসব গাড়ি না যাওয়ায় বেশির ভাগ ভোটার এই প্রচারণার বাইরে থেকে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। তাঁদের মতে, এই ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ, সক্ষমতা—এমনকি সদিচ্ছারও ঘাটতি স্পষ্ট।
৭ ঘণ্টা আগে
শুনানি শেষে সালমান এফ রহমান ও আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দিতে আবেদন করেন তাঁদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। অন্যদিকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
৮ ঘণ্টা আগে