নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তাঁর স্ত্রী ন্যাশনাল ব্যাংকের জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তা জাহানারা ইয়াসমিনের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ বুধবার এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
আজ সাবেক এমপি আলী আজম ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল। সংস্থাটির সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ তরিকুল ইসলাম আদালতে শুনানি করেন।
শুনানি শেষে আলী আজমের পাঁচটি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৩১৫ টাকা ও জাহানারা ইয়াসমিনের তিনটি ব্যাংক হিসাবে থাকা ৫০ লাখ ৭৫ হাজার ৫২৯ টাকা অবরুদ্ধের নির্দেশ দেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়, আলী আজম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর দুদক মামলা করে। তদন্তকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পারে, আসামিরা তাঁদের ব্যাংক হিসাবে থাকা অর্থ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ প্রয়োজন।
আলী আজমের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকা মূল্যের সম্পদ ভোগদখলে রেখেছেন। পাশাপাশি তিনি নিজের ও প্রতিষ্ঠানের নামে পাঁচটি ব্যাংকের ৩৭টি হিসাবে ৫৩ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৫৮১ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন।
জাহানারা ইয়াসমিনের মামলার অভিযোগে বলা হয়, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকার সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ মিলেছে। এ ছাড়া ছয়টি ব্যাংকের ৩৯টি হিসাবে ৬৬ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৮৭২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
উভয়ের বিরুদ্ধে দুদক ও মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তাঁর স্ত্রী ন্যাশনাল ব্যাংকের জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তা জাহানারা ইয়াসমিনের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ বুধবার এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
আজ সাবেক এমপি আলী আজম ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল। সংস্থাটির সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ তরিকুল ইসলাম আদালতে শুনানি করেন।
শুনানি শেষে আলী আজমের পাঁচটি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৩১৫ টাকা ও জাহানারা ইয়াসমিনের তিনটি ব্যাংক হিসাবে থাকা ৫০ লাখ ৭৫ হাজার ৫২৯ টাকা অবরুদ্ধের নির্দেশ দেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়, আলী আজম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর দুদক মামলা করে। তদন্তকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পারে, আসামিরা তাঁদের ব্যাংক হিসাবে থাকা অর্থ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ প্রয়োজন।
আলী আজমের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকা মূল্যের সম্পদ ভোগদখলে রেখেছেন। পাশাপাশি তিনি নিজের ও প্রতিষ্ঠানের নামে পাঁচটি ব্যাংকের ৩৭টি হিসাবে ৫৩ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৫৮১ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন।
জাহানারা ইয়াসমিনের মামলার অভিযোগে বলা হয়, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকার সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ মিলেছে। এ ছাড়া ছয়টি ব্যাংকের ৩৯টি হিসাবে ৬৬ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৮৭২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
উভয়ের বিরুদ্ধে দুদক ও মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে এবার ভারত, পাকিস্তান, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার নির্বাচন কমিশনপ্রধানদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে...
৩৬ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ, তাঁদের দায়িত্ব-কর্তব্য, নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল এবং সন্ত্রাস ও জাল ভোট রোধে বিস্তারিত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া...
৪০ মিনিট আগে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও কাঠামোগত দুর্বলতার চিত্র তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করেছে সরকার। আইসিটি বিভাগের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার এই শ্বেতপত্র প্রকাশ করা হয়।
২ ঘণ্টা আগে