আজকের পত্রিকা ডেস্ক

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রতারণার অভিযোগে ভারতের উত্তরাখন্ড রাজ্যে ২৫ জন ‘ভুয়া’ সাধুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে ‘অপারেশন কালনেমি’র অধীনে ২৫ জন ভুয়া সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। এর লক্ষ্য হলো, ধর্মীয় ছদ্মবেশে প্রতারণা রুখে দেওয়া।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা কেউই ধর্মীয় বা জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞান রাখেন না। তাঁদের কাছে কোনো বৈধ কাগজপত্রও ছিল না। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৭০ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকের নাম রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬)। তাঁর বাড়ি ঢাকার টাঙ্গাইল জেলায়। তাঁকে ফরেনার্স অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য অভিযুক্তরা উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামসহ ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। তাঁদের পরিচয় এবং পূর্ববর্তী রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছে পুলিশ।
পুলিশ সন্দেহ করছে, এই ব্যক্তিরা ধর্মীয় বিশ্বাসের আড়ালে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, জনআস্থার জন্য হুমকি সৃষ্টিকারী এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোনো সন্দেহজনক সাধু বা ধর্মীয় ব্যক্তিত্বকে দেখলে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে দেরাদুন পুলিশ।
আরও খবর পড়ুন:

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রতারণার অভিযোগে ভারতের উত্তরাখন্ড রাজ্যে ২৫ জন ‘ভুয়া’ সাধুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে ‘অপারেশন কালনেমি’র অধীনে ২৫ জন ভুয়া সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। এর লক্ষ্য হলো, ধর্মীয় ছদ্মবেশে প্রতারণা রুখে দেওয়া।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা কেউই ধর্মীয় বা জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞান রাখেন না। তাঁদের কাছে কোনো বৈধ কাগজপত্রও ছিল না। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৭০ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকের নাম রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬)। তাঁর বাড়ি ঢাকার টাঙ্গাইল জেলায়। তাঁকে ফরেনার্স অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য অভিযুক্তরা উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামসহ ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। তাঁদের পরিচয় এবং পূর্ববর্তী রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছে পুলিশ।
পুলিশ সন্দেহ করছে, এই ব্যক্তিরা ধর্মীয় বিশ্বাসের আড়ালে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, জনআস্থার জন্য হুমকি সৃষ্টিকারী এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোনো সন্দেহজনক সাধু বা ধর্মীয় ব্যক্তিত্বকে দেখলে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে দেরাদুন পুলিশ।
আরও খবর পড়ুন:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৪ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৭ ঘণ্টা আগে