আজকের পত্রিকা ডেস্ক

ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত আজ বৃহস্পতিবার বলেছেন, সহিংস আন্দোলন কোনো সুফল আনে না। তিনি উদাহরণ টেনে বলেন, গত মাসে নেপালে জেনারেশন জেডের নেতৃত্বে হওয়া আন্দোলনে দুর্নীতিগ্রস্ত সরকার পতন হলেও স্থায়ী সমাধান হয়নি। একইভাবে শ্রীলঙ্কায় ২০২২ সালে, আর বাংলাদেশের ২০২৪ সালের আন্দোলনে রাজনৈতিক পালাবদল ঘটলেও স্থিতি ফেরেনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আরএসএস প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন ভাগবত। আরএসএস–কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শগত অভিভাবক হিসেবে ধরা হয়। সেখানে ভাগবত বলেন, ‘সহিংস আন্দোলন অরাজকতা ডেকে আনে।’ তাঁর দাবি, এ ধরনের সহিংস আন্দোলন ‘বিদেশি শক্তিগুলোকে হস্তক্ষেপের সুযোগ করে দেয়।’
তিনি বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে অস্থিতিশীলতা আর অশান্তি তৈরি হচ্ছে। এগুলো আমাদের অঞ্চলের বিষয়, আমাদের সঙ্গেই জড়িয়ে। কারণ, অনেকেই একসময় ভারতের অংশ ছিল। তাই বিষয়টি শুধু জাতীয় নিরাপত্তার জন্য নয়, আমাদের আত্মপরিচয় আর সম্পর্কের জায়গা থেকেও উদ্বেগের বিষয়।’
মোহন ভাগবত আরও বলেন, ‘পাশের দেশে অশান্তি ভালো লক্ষণ নয়। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালে জনতার সহিংস রোষে সরকার পরিবর্তন হয়েছে। এটা আমাদের জন্য উদ্বেগের। ভারতের ভেতরে আর বাইরে থেকেও এমন অশান্তি তৈরির চেষ্টায় নানা শক্তি সক্রিয় আছে।’ ফ্রান্সের ইতিহাস টেনে ভাগবত বলেন, ‘সেখানে রাজাকে সরানো হয়েছিল, পরে নেপোলিয়ন সম্রাট হন। বহু সমাজতান্ত্রিক আন্দোলন হয়েছে, কিন্তু সেই দেশগুলো এখন পুঁজিবাদী।’
আরএসএস প্রধান বলেন, ভারতের ঐতিহ্য হলো বৈচিত্র্য। এ বৈচিত্র্যকে আলিঙ্গন করাই দেশের শক্তি। তাঁর ভাষায়, ‘ভিন্নতা কখনো মতবিরোধও তৈরি করতে পারে। তবে এসব ভিন্নতা আইনের ভেতরে থেকেই প্রকাশ করতে হবে। উসকানি দিয়ে সমাজে বিভাজন তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়। প্রশাসনকে ন্যায়সংগত হতে হবে। তবে তরুণদেরও সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে হস্তক্ষেপ করতে হবে। অরাজকতার ব্যাকরণ থামাতে হবে।’
মোহন ভগবতের ‘বৈচিত্র্যের মধ্যকার ঐক্য’ বিষয়ক বক্তব্যের ঠিক একদিন আগে, গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘অনুপ্রবেশকারীদের হুমকিতে দেশের জনসংখ্যার চিত্র পাল্টে যাচ্ছে। এতে সামাজিক সম্প্রীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।’
আরও খবর পড়ুন:

ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত আজ বৃহস্পতিবার বলেছেন, সহিংস আন্দোলন কোনো সুফল আনে না। তিনি উদাহরণ টেনে বলেন, গত মাসে নেপালে জেনারেশন জেডের নেতৃত্বে হওয়া আন্দোলনে দুর্নীতিগ্রস্ত সরকার পতন হলেও স্থায়ী সমাধান হয়নি। একইভাবে শ্রীলঙ্কায় ২০২২ সালে, আর বাংলাদেশের ২০২৪ সালের আন্দোলনে রাজনৈতিক পালাবদল ঘটলেও স্থিতি ফেরেনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আরএসএস প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন ভাগবত। আরএসএস–কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শগত অভিভাবক হিসেবে ধরা হয়। সেখানে ভাগবত বলেন, ‘সহিংস আন্দোলন অরাজকতা ডেকে আনে।’ তাঁর দাবি, এ ধরনের সহিংস আন্দোলন ‘বিদেশি শক্তিগুলোকে হস্তক্ষেপের সুযোগ করে দেয়।’
তিনি বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে অস্থিতিশীলতা আর অশান্তি তৈরি হচ্ছে। এগুলো আমাদের অঞ্চলের বিষয়, আমাদের সঙ্গেই জড়িয়ে। কারণ, অনেকেই একসময় ভারতের অংশ ছিল। তাই বিষয়টি শুধু জাতীয় নিরাপত্তার জন্য নয়, আমাদের আত্মপরিচয় আর সম্পর্কের জায়গা থেকেও উদ্বেগের বিষয়।’
মোহন ভাগবত আরও বলেন, ‘পাশের দেশে অশান্তি ভালো লক্ষণ নয়। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালে জনতার সহিংস রোষে সরকার পরিবর্তন হয়েছে। এটা আমাদের জন্য উদ্বেগের। ভারতের ভেতরে আর বাইরে থেকেও এমন অশান্তি তৈরির চেষ্টায় নানা শক্তি সক্রিয় আছে।’ ফ্রান্সের ইতিহাস টেনে ভাগবত বলেন, ‘সেখানে রাজাকে সরানো হয়েছিল, পরে নেপোলিয়ন সম্রাট হন। বহু সমাজতান্ত্রিক আন্দোলন হয়েছে, কিন্তু সেই দেশগুলো এখন পুঁজিবাদী।’
আরএসএস প্রধান বলেন, ভারতের ঐতিহ্য হলো বৈচিত্র্য। এ বৈচিত্র্যকে আলিঙ্গন করাই দেশের শক্তি। তাঁর ভাষায়, ‘ভিন্নতা কখনো মতবিরোধও তৈরি করতে পারে। তবে এসব ভিন্নতা আইনের ভেতরে থেকেই প্রকাশ করতে হবে। উসকানি দিয়ে সমাজে বিভাজন তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়। প্রশাসনকে ন্যায়সংগত হতে হবে। তবে তরুণদেরও সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে হস্তক্ষেপ করতে হবে। অরাজকতার ব্যাকরণ থামাতে হবে।’
মোহন ভগবতের ‘বৈচিত্র্যের মধ্যকার ঐক্য’ বিষয়ক বক্তব্যের ঠিক একদিন আগে, গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘অনুপ্রবেশকারীদের হুমকিতে দেশের জনসংখ্যার চিত্র পাল্টে যাচ্ছে। এতে সামাজিক সম্প্রীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।’
আরও খবর পড়ুন:

কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৪ ঘণ্টা আগে