
রাশিয়াকে পরমাণু সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার এক ভিডিওর মাধ্যমে জেলেনস্কি বলেন, রাশিয়া চেরনোবিল বিপর্যয়ের পুনরাবৃত্তি চায়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়নি। আমাদের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। এমনকি মানবতার ইতিহাসেও প্রথম। সন্ত্রাসী দেশ রাশিয়া এখন পরমাণুসন্ত্রাস চালাচ্ছে।
এদিকে আজ ভোরে রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে গেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।
পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ ফেসবুক পোস্টে লিখেছেন, রুশ বাহিনীর হামলার কারণে এই বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার ভবন ও ব্লকগুলোতে শত্রুদের অবিরাম গোলাগুলিতে আগুন লেগেছে।
এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, তা বিস্তারিত জানায়নি মার্কিন প্রশাসন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি যদি বিস্ফোরিত হয়, তবে এটি চেরনোবিলের চেয়ে দশ গুণ বড় আকারের বিস্ফোরণ হবে।’ তিনি অপর একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উল্লেখ করে বলেন, সেখানে ৩৬ বছর আগে বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু সেখান থেকে এখনো তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, রুশ বাহিনীর অবিলম্বে আগুন বন্ধ করতে হবে। সেখানে অগ্নিনির্বাপকদের যাওয়ার অনুমতি দিতে হবে। একটি নিরাপত্তাবলয় স্থাপন করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

রাশিয়াকে পরমাণু সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার এক ভিডিওর মাধ্যমে জেলেনস্কি বলেন, রাশিয়া চেরনোবিল বিপর্যয়ের পুনরাবৃত্তি চায়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়নি। আমাদের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। এমনকি মানবতার ইতিহাসেও প্রথম। সন্ত্রাসী দেশ রাশিয়া এখন পরমাণুসন্ত্রাস চালাচ্ছে।
এদিকে আজ ভোরে রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে গেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।
পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ ফেসবুক পোস্টে লিখেছেন, রুশ বাহিনীর হামলার কারণে এই বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার ভবন ও ব্লকগুলোতে শত্রুদের অবিরাম গোলাগুলিতে আগুন লেগেছে।
এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, তা বিস্তারিত জানায়নি মার্কিন প্রশাসন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি যদি বিস্ফোরিত হয়, তবে এটি চেরনোবিলের চেয়ে দশ গুণ বড় আকারের বিস্ফোরণ হবে।’ তিনি অপর একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উল্লেখ করে বলেন, সেখানে ৩৬ বছর আগে বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু সেখান থেকে এখনো তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, রুশ বাহিনীর অবিলম্বে আগুন বন্ধ করতে হবে। সেখানে অগ্নিনির্বাপকদের যাওয়ার অনুমতি দিতে হবে। একটি নিরাপত্তাবলয় স্থাপন করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৪ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৭ ঘণ্টা আগে