Ajker Patrika

৪ দিনের যুদ্ধে উদ্বাস্তু হয়েছেন ৪ লাখ ইউক্রেনীয়

৪ দিনের যুদ্ধে উদ্বাস্তু হয়েছেন ৪ লাখ ইউক্রেনীয়

রাশিয়া ইউক্রেন আক্রমণের চার দিনে প্রায় ৪ লাখ ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছেন। রোববার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) এক টুইটে এ তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইউএনএইচসিআর টুইটে জানিয়েছে, গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে প্রায় ৪ লাখ ইউক্রেনের নাগরিক শরণার্থী হয়ে তাঁদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। 

ইউএনএইচসিআর-এর টুইটে বলা হয়, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেনের শরণার্থীর সংখ্যা ৩ লাখ ৮০ হাজারেরও বেশি।’ প্রতিষ্ঠানটি এ সব তথ্য ইউক্রেনের সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে নির্ণয় করেছে বলে জানিয়েছে। 

প্রতিষ্ঠানটি তাঁদের টুইটে আরও জানিয়েছে, শরণার্থীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

দেশটির বিপুল সংখ্যক সাধারণ নাগরিক দেশটির শহরগুলো থেকে পালানোর চেষ্টায় দেশটির সীমান্তবর্তী রাস্তায় ভীড় করেছে। মাইলের পর মাইল রাস্তা যানজট তৈরি হয়ে গেছে। বিশেষ করে দেশটির লোকজনা পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের দিকে পশ্চিম দিকে সরে যাওয়ার সাথে সাথে রাস্তাগুলি আটকে রয়েছে। 

এ দিকে ইউক্রেনে রুশ হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় দেশটির প্রেসিডেন্টসহ সরকারের নেতৃত্বদের ‘বোকা’ বলে আখ্যা দিয়ে এক হাত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার স্বেচ্ছা রাজনৈতিক নির্বাসন থেকে বেরিয়ে এসে ইউক্রেন সংকটে ন্যাটো ও মার্কিন সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলেন তিনি। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ৮৬ মিনিটব্যাপী দীর্ঘ বক্তব্যে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন কারচুপি হয়েছে এমন দাবিরও পুনরাবৃত্তি করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত