
পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ১০০ জনের মরদেহ পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া আহত ২২৫ জনের বেশি। তাঁদের অনেকেই গুরুতর আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, তাঁদের হাসপাতালে এখন পর্যন্ত ১০০ মরদেহ আনা হয়েছে। গতকাল মঙ্গলবার বিবৃতিতে এ কথা বলেন আসিম। সোমবারের ভয়াবহ হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা বলেও জানান তিনি।
মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়ার কাজও শুরু হয়েছে। এর মধ্যেই বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দাফন সম্পন্ন হয়েছে। এ সময় তাঁদের কফিন পাকিস্তানি পতাকা দিয়ে ঢাকা ছিল।
সোমবার জোহরের নামাজের সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ইজাজ খান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হামলার সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ কর্মকর্তা দায়িত্বরত ছিলেন।
এদিকে হামলার দুই দিনের মাথায় বুধবারও মসজিদের ভেতরে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে যাঁরা চাপা পড়ে আছেন, উদ্ধারকারীরা তাঁদের বের করে আনার চেষ্টা করছেন।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পেশোয়ারের মসজিদে এই হামলার লক্ষ্যবস্তু ছিল পুলিশ। পাকিস্তানকে রক্ষার দায়িত্ব পালন করেন যাঁরা, তাঁদের লক্ষ্য করেই সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে চায় বলে মনে করেন তিনি। সোমবার হামলার পর হতাহতদের দেখতে হাসপাতালে যান শাহবাজ। এ সময় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ১০০ জনের মরদেহ পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া আহত ২২৫ জনের বেশি। তাঁদের অনেকেই গুরুতর আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, তাঁদের হাসপাতালে এখন পর্যন্ত ১০০ মরদেহ আনা হয়েছে। গতকাল মঙ্গলবার বিবৃতিতে এ কথা বলেন আসিম। সোমবারের ভয়াবহ হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা বলেও জানান তিনি।
মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়ার কাজও শুরু হয়েছে। এর মধ্যেই বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দাফন সম্পন্ন হয়েছে। এ সময় তাঁদের কফিন পাকিস্তানি পতাকা দিয়ে ঢাকা ছিল।
সোমবার জোহরের নামাজের সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ইজাজ খান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হামলার সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ কর্মকর্তা দায়িত্বরত ছিলেন।
এদিকে হামলার দুই দিনের মাথায় বুধবারও মসজিদের ভেতরে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে যাঁরা চাপা পড়ে আছেন, উদ্ধারকারীরা তাঁদের বের করে আনার চেষ্টা করছেন।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পেশোয়ারের মসজিদে এই হামলার লক্ষ্যবস্তু ছিল পুলিশ। পাকিস্তানকে রক্ষার দায়িত্ব পালন করেন যাঁরা, তাঁদের লক্ষ্য করেই সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে চায় বলে মনে করেন তিনি। সোমবার হামলার পর হতাহতদের দেখতে হাসপাতালে যান শাহবাজ। এ সময় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
২ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে