
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইসরায়েল-সংশ্লিষ্ট একটি মালবাহী জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই আইআরজিসি এই জাহাজ জব্দ করল। এতে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জাহাজটিকে ইরানি জলসীমার দিকে নিয়ে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাহাজটিকে আমাদের (ইরানি) জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’
পর্তুগালের পতাকাবাহী জাহাজটির নাম এমএসসি এরিস। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে ছেড়ে ভারতের উদ্দেশে যাত্রা করেছিল। জাহাজটির মালিকানা লেবাননভিত্তিক জোডিয়াক ম্যারিটাইমের। এই প্রতিষ্ঠানের মালিকানা আবার ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফার এবং তাঁর পরিবারের।
বার্তা সংস্থা এপির ভিডিওতে দেখা গেছে, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা একটি হেলিকপ্টার থেকে জাহাজের ডেকে নামছেন। হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি মিল এমআই-১৭ সিরিজের। এটি ইরানি সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে ব্যবহার করছে।
জোডিয়াক ম্যারিটাইম এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটিতে ২৫ জন ক্রু আছেন। বিবৃতিতে কোম্পানিটি বলেছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা এক টুইটে ইরানের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘ইরানের এ ধরনের দস্যুতামূলক অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’
তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মুক্ত বিশ্বের প্রতি আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং এখনই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সনদ ঘোষণা ও স্বাক্ষর করতে যাচ্ছেন। অনুষ্ঠানটি গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৯টা বা বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
৫ ঘণ্টা আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
৬ ঘণ্টা আগে