Ajker Patrika

বড় ভাই হত্যায় ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৬: ২৫
বড় ভাই হত্যায় ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই শাইজুদ্দিন হত্যা মামলায় ছোট ভাই ছাহের উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মামলাটিতে তাঁর অপর এক ভাই ও ভাতিজাকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এই মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাহের উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের খৈইমুদ্দিনের ছেলে। এক বছর করে সাজাপ্রাপ্তরা হলেন খৈইমুদ্দিনের ছেলে দলিল উদ্দিন ও তাঁর ছেলে সেলিম।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে পুটাইল গ্রামে ২০১৩ সালে ১২ জুন খুন হন শাইজুদ্দিন। এই ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আশিম আলী মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় ছাহের উদ্দিন, দলিল উদ্দিন, সেলিম, সোহেল, মনজুরুল, নছির উদ্দিন, জিলুক, আসমা বেগম, রূপজান ও রেজাউল করিমকে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিরঞ্জন বসাক বলেন, মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) আসগর আলী ২০১৩ সালে ২৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

অন্যদিকে আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মেজবাউল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, রায়ে তাঁরা সন্তুষ্ট নন। এর তাঁরা বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ