Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠান চালু সন্তুষ্ট অভিভাবকেরা

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৩: ৫০
শিক্ষাপ্রতিষ্ঠান চালু সন্তুষ্ট অভিভাবকেরা

ওমিক্রনের সংক্রমণ বাড়লেও পুরোনো ও নতুন কিছু বিধি-নিষেধ নিয়ে চলছে মাগুরার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সংক্রমণের শঙ্কা থাকলেও শিক্ষা কার্যক্রম চালু থাকায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার অভিভাবকেরা।

জেলা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, মাগুরায় সরকারি প্রাথমিক স্কুল আছে ৫০৩টি। মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি বিদ্যালয় ও কলেজ মিলে রয়েছে প্রায় ২৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার প্রায় ৯০ হাজারের বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে, যা সারা দেশের জেলা পর্যায়ে প্রথম।

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান বলেন, ‘স্কুল চলছে আমরা খুশি। আবার যদি বন্ধ হয় তবে সন্তানের লেখাপড়া অগোছালো হয়ে যাবে। বিধিনিষেধ মেনেই আমরা চেষ্টা করছি বাচ্চারা পড়াশোনার মাঝে থাকুক।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছী বলেন, ‘নতুন কোনো নির্দেশনা না থাকায় আমরা আগের নিয়মেই ক্লাস চালিয়ে যাচ্ছি। সে অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস হচ্ছে সপ্তাহে ১ দিন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস চলছে সপ্তাহে ২ দিন এবং পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিনই চলছে।’ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রত্যেককে বারবার সতর্ক করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে টিকাদান শেষ হওয়ার পর সরকারের পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন নিয়মে ক্লাস পরিচালনার একটা নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর বলেন, ‘করোনার টিকার প্রথম ডোজ দেওয়া শেষ। যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে তারা এখন দ্বিতীয় ডোজ নিচ্ছে। নতুন বিধিনিষেধ অনুযায়ী ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে একদিন, তিনটি বিষয় পড়ানো হবে। ৮ম ও ৯ম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে দুই দিন। এদিকে দুটি ব্যাচ থাকায় দশম শ্রেণিতে ছুটির দিন বাদে বাকি প্রত্যেক দিন ক্লাস হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ