Ajker Patrika

বলেছিলাম খেলা হবে, ওই খেলা আজ হয়েছে

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১১: ২৬
বলেছিলাম খেলা হবে, ওই খেলা আজ হয়েছে

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার বিকেলে নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজারো দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো এই আয়োজন করে জেলা প্রশাসন।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ শামীম ওসমান। এ সময় তিনি বলেন, ‘বলেছিলাম খেলা হবে। সেই খেলা আজ ধলেশ্বরী নদীতে হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী হাডুডু, নৌকাবাইচসহ গ্রামীণ খেলাগুলো প্রতিবছর আয়োজন করা হবে।’

শামীম ওসমান আরও বলেন, ‘নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য নদীর দুই পাড়ে প্রচুর মানুষ ছিল। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।’

প্রতিযোগিতায় ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ থেকে বক্তাবলী ডিক্রিরচর পর্যন্ত প্রায় পাচঁ কিলোমিটার এলাকাজুড়ে নৌকাবাইচ প্রতিযোগিতা চলে। নারায়ণগঞ্জের আটটি ইউনিয়ন পরিষদ থেকে আটটি নৌকা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় এনায়েতনগর ইউনিয়ন, দ্বিতীয় কাশিপুর ইউনিয়নের নৌকা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ