এ টি এম মোজাফফর হোসেন
এ টি এম মোজাফফর হোসেন, সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা
(পূর্বের ধারাবাহিকতায়...)
বাক্যের অন্তর্গত বিশেষ্য বা ক্রিয়াপদের ভাবার্থ যে শব্দ বা শব্দগুচ্ছের (ফ্রেজ) ওপর নির্ভর করে, তাই মডিফায়ার বা কোয়ালিফায়ার। কোনো বাক্য হতে নিয়ন্ত্রক শব্দ (গুচ্ছ) সরিয়ে নেওয়ার পরও ব্যাকরণগতভাবে বাক্যটি যখন সম্পূর্ণ থাকে, তখন সেটি মডিফায়ার। কিন্তু না থাকলে সেটি কোয়ালিফায়ার। শব্দ (গুচ্ছ) যখন তার বিশেষ্য পদের পরিমাপ করে তখন সেটি হয়ে ওঠে কোয়ানটিফায়ার। মডিফায়ার, কোয়ালিফায়ার ও কোয়ানটিফায়ারের ধারণা সম্ভাব্য উত্তরটি অনুমানের দক্ষতা দারুণভাবে বাড়িয়ে দেয়।
প্রারম্ভিক
লিসেনিংয়ে রেকর্ডিং শুরুর আগে প্রশ্নপত্র পড়ে তার সঠিক বিশ্লেষণই বলে দেয় সম্ভাব্য উত্তর কী হতে পারে। মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার যেমন বাক্যের অন্তর্গত শব্দ, শব্দগুচ্ছ, ফ্রেজ বা ক্লজকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি বাক্যের ভাবার্থ এদের ওপর নির্ভর করে। যেহেতু মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার বাক্যের অন্তর্গত শব্দ, শব্দগুচ্ছ, ফ্রেজ বা ক্লজকে নিয়ন্ত্রণ করে এবং তেমনি বাক্যের ভাবার্থও এদের ওপর নির্ভরশীল।
তাই কোনো লেখা বুঝতে হলে এদের ওপর গভীর ধারণা থাকা প্রয়োজন। তা ছাড়া কোন লেখাকে সুন্দর, সাবলীল ও কার্যকর করে তুলতে এটির কোনো বিকল্প নেই। মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে জানলে বাক্যের ভেতর-বাইরে, কোনো শব্দের আগে ও পরে কী হবে, তা খুব সহজে অনুমান করা যায়। তাই লিসেনিংয়ে উত্তর সঠিক করতে এটি একটি অত্যন্ত কার্যকরী পাঠদান।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগেন
এ ধরনের প্রশ্নের জবাব সঠিক করার জন্য মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে জানা অত্যন্ত জরুরি। জানার জন্য এটি একটি খুবই সাধারণ বিষয় হলেও অনেকেই সেসবে গুরুত্ব না দিয়ে নিশ্চিত ভুল করেন।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
বাক্যের অন্তর্গত মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার এবং তাদের রকমফের বোঝা।
উদাহরণে শিক্ষণীয় বিষয়াদির বিশদ বিশ্লেষণ
এখন মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করা যাক।
১। মডিফায়ার
বাক্যের অন্তর্গত বিশেষ্য বা ক্রিয়াপদের ভাবার্থ যে শব্দ বা শব্দগুচ্ছের (ফ্রেজ) ওপর নির্ভর করে তাকে মডিফায়ার বলে। ওই শব্দ বা শব্দগুচ্ছ ওই বাক্যের বিষয়ে বলে বা তার বর্ণনা দেয়। আর ওই শব্দ বা শব্দগুচ্ছের পরিবর্তনের সঙ্গে বিশেষ্য বা ক্রিয়াপদের অর্থও পালটে যায়।
মডিফাই শব্দের অর্থ হলো বদলে দেওয়া বা পরিবর্তন করা। এটি বাক্যের অন্য শব্দকে বদলে দেয় বা পরিবর্তন করে বলেই এটির নাম মডিফায়ার। বাক্যের যে শব্দটি মডিফায়ার দ্বারা পরিবর্তিত হয় অথবা যার অর্থ মডিফায়ারের ওপর নির্ভর করে তাকে মডিফাইট এলিমেন্ট বা হেড বলে। যখন কোনো বিশেষ্য কোনো মডিফায়ার দ্বারা পরিবর্তিত হয় তাকে ‘হেড নাউন’ বলে।
মডিফাইট এলিমেন্ট বা হেডের আগে অথবা পরে মডিফায়ার বসতে পারে। মডিফাইট এলিমেন্ট বা হেডের আগে যে মডিফায়ার বসে তাকে প্রি-মডিফায়ার বলে, পরে বসলে তাকে পোস্ট মডিফায়ার বলে। একটি মডিফাইট এলিমেন্ট বা হেডের একাধিক মডিফায়ার থাকতে পারে, সেটি হতে পারে প্রি-মডিফায়ার, পোস্ট মডিফায়ার অথবা উভয়েই।
[আগামী সংখ্যায় চলবে পর্ব–৩.২]
আরও পড়ুন:
এ টি এম মোজাফফর হোসেন, সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা
(পূর্বের ধারাবাহিকতায়...)
বাক্যের অন্তর্গত বিশেষ্য বা ক্রিয়াপদের ভাবার্থ যে শব্দ বা শব্দগুচ্ছের (ফ্রেজ) ওপর নির্ভর করে, তাই মডিফায়ার বা কোয়ালিফায়ার। কোনো বাক্য হতে নিয়ন্ত্রক শব্দ (গুচ্ছ) সরিয়ে নেওয়ার পরও ব্যাকরণগতভাবে বাক্যটি যখন সম্পূর্ণ থাকে, তখন সেটি মডিফায়ার। কিন্তু না থাকলে সেটি কোয়ালিফায়ার। শব্দ (গুচ্ছ) যখন তার বিশেষ্য পদের পরিমাপ করে তখন সেটি হয়ে ওঠে কোয়ানটিফায়ার। মডিফায়ার, কোয়ালিফায়ার ও কোয়ানটিফায়ারের ধারণা সম্ভাব্য উত্তরটি অনুমানের দক্ষতা দারুণভাবে বাড়িয়ে দেয়।
প্রারম্ভিক
লিসেনিংয়ে রেকর্ডিং শুরুর আগে প্রশ্নপত্র পড়ে তার সঠিক বিশ্লেষণই বলে দেয় সম্ভাব্য উত্তর কী হতে পারে। মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার যেমন বাক্যের অন্তর্গত শব্দ, শব্দগুচ্ছ, ফ্রেজ বা ক্লজকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি বাক্যের ভাবার্থ এদের ওপর নির্ভর করে। যেহেতু মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার বাক্যের অন্তর্গত শব্দ, শব্দগুচ্ছ, ফ্রেজ বা ক্লজকে নিয়ন্ত্রণ করে এবং তেমনি বাক্যের ভাবার্থও এদের ওপর নির্ভরশীল।
তাই কোনো লেখা বুঝতে হলে এদের ওপর গভীর ধারণা থাকা প্রয়োজন। তা ছাড়া কোন লেখাকে সুন্দর, সাবলীল ও কার্যকর করে তুলতে এটির কোনো বিকল্প নেই। মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে জানলে বাক্যের ভেতর-বাইরে, কোনো শব্দের আগে ও পরে কী হবে, তা খুব সহজে অনুমান করা যায়। তাই লিসেনিংয়ে উত্তর সঠিক করতে এটি একটি অত্যন্ত কার্যকরী পাঠদান।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগেন
এ ধরনের প্রশ্নের জবাব সঠিক করার জন্য মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে জানা অত্যন্ত জরুরি। জানার জন্য এটি একটি খুবই সাধারণ বিষয় হলেও অনেকেই সেসবে গুরুত্ব না দিয়ে নিশ্চিত ভুল করেন।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
বাক্যের অন্তর্গত মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার এবং তাদের রকমফের বোঝা।
উদাহরণে শিক্ষণীয় বিষয়াদির বিশদ বিশ্লেষণ
এখন মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করা যাক।
১। মডিফায়ার
বাক্যের অন্তর্গত বিশেষ্য বা ক্রিয়াপদের ভাবার্থ যে শব্দ বা শব্দগুচ্ছের (ফ্রেজ) ওপর নির্ভর করে তাকে মডিফায়ার বলে। ওই শব্দ বা শব্দগুচ্ছ ওই বাক্যের বিষয়ে বলে বা তার বর্ণনা দেয়। আর ওই শব্দ বা শব্দগুচ্ছের পরিবর্তনের সঙ্গে বিশেষ্য বা ক্রিয়াপদের অর্থও পালটে যায়।
মডিফাই শব্দের অর্থ হলো বদলে দেওয়া বা পরিবর্তন করা। এটি বাক্যের অন্য শব্দকে বদলে দেয় বা পরিবর্তন করে বলেই এটির নাম মডিফায়ার। বাক্যের যে শব্দটি মডিফায়ার দ্বারা পরিবর্তিত হয় অথবা যার অর্থ মডিফায়ারের ওপর নির্ভর করে তাকে মডিফাইট এলিমেন্ট বা হেড বলে। যখন কোনো বিশেষ্য কোনো মডিফায়ার দ্বারা পরিবর্তিত হয় তাকে ‘হেড নাউন’ বলে।
মডিফাইট এলিমেন্ট বা হেডের আগে অথবা পরে মডিফায়ার বসতে পারে। মডিফাইট এলিমেন্ট বা হেডের আগে যে মডিফায়ার বসে তাকে প্রি-মডিফায়ার বলে, পরে বসলে তাকে পোস্ট মডিফায়ার বলে। একটি মডিফাইট এলিমেন্ট বা হেডের একাধিক মডিফায়ার থাকতে পারে, সেটি হতে পারে প্রি-মডিফায়ার, পোস্ট মডিফায়ার অথবা উভয়েই।
[আগামী সংখ্যায় চলবে পর্ব–৩.২]
আরও পড়ুন:
আগামী ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেটের কমপক্ষে ১৫ শতাংশ ও জিডিপির কমপক্ষে ৩ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানিয়েছে শিক্ষা নিয়ে কাজ করা সহস্রাধিক বেসরকারি সংস্থার মোর্চা গণসাক্ষরতা অভিযান।
৬ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ায় গ্লোবাল কোরিয়া বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেঈদ মানেই খুশি, আনন্দ আর উদ্যাপন। তবে এই আনন্দ যদি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে কি তা পূর্ণতা পায়? আজকের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এগিয়ে যাচ্ছে আত্মনির্ভরশীল হওয়ার দিকেও। উপার্জিত অর্থ দিয়ে শুধু নিজের চাহিদা মেটানোই নয়, পরিবার ও সমাজের পাশে দাঁড়াচ্ছে তারা। কেউ পথশিশুদের সঙ্গে ঈদ..
২ দিন আগেড. এস এম আবদুল আওয়াল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ষষ্ঠ উপাচার্য। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি অধ্যাপনা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। ড. এস এম আবদুল আওয়ালের...
২ দিন আগে