Ajker Patrika

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
শিক্ষকদের কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা
শিক্ষকদের কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা

সিলেটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। সহকারী শিক্ষক পদের ক্যাডারভুক্তিসহ চার দফা দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করেন। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। সকালে এসে পরীক্ষা দিতে না পেরে শত শত শিক্ষার্থী ফিরে গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা।

পরীক্ষা স্থগিত থাকায় হতাশ অভিভাবকেরা বলছেন, শিক্ষার্থীদের জিম্মি করে এমন কর্মসূচি মেনে নেওয়া যায় না। দ্রুত সরকারের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। শিক্ষার্থীরাও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে বলে, পরীক্ষা না হলে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।

অভিভাবক নুর মিয়া জানান, এমন কর্মবিরতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরীক্ষা বন্ধ রেখে দাবি আদায়ের এই পদ্ধতিতে শিশুদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে। দ্রুত সমস্যার সমাধান করে পরীক্ষা চালু করা উচিত।

মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি, ২০১৫ সালের আগের মতো ২–৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ।

শিক্ষকদের কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা
শিক্ষকদের কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা

এ ব্যাপারে সিলেট সরকারি অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মো. আলী মর্তুজা জানিয়েছেন, তিন দিনব্যাপী এই কর্মবিরতির সময় সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। তিনি বলেন, দাবি আদায় হলে শিক্ষার্থীদের ক্ষতিপূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার বলেন, ‌‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমাদের দাবি বাস্তবায়ন হলে আমরা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেব।’

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিলেট জেলা শাখার সদস্য এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. আলী মর্তুজা বলেন, ‘বাসমাশিসের কেন্দ্রীয় সিদ্ধান্তে দেশব্যাপী আমাদের এই কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব স্কুল আজ পরীক্ষা নেয়নি, তাদের তালিকা আমরা ঢাকায় পাঠিয়েছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ