সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সহসভাপতি কে. এম ফাহিম ফয়সালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার থেকে ফাহিম ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।
রায়গঞ্জ আমলি আদালতের জিআরও আজগর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ওই ছাত্রদল নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ৩০ নভেম্বর রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা মো. জুয়েল আকন্দ জেলা ছাত্রদলের সহসভাপতি কে. এম ফাহিম ফয়সালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ফাহিম ফয়সালকে কারাগারে পাঠান আদালত।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক বলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদল নেতা কে. এম ফাহিম ফয়সালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। কিন্তু ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ছাত্রদল নেতার নাম নাই। তারপরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করায় প্রতিবাদ ও মুক্তি দাবি জানিয়েছেন-সভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ভিপি আইনুল হক, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সহসভাপতি কে. এম ফাহিম ফয়সালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার থেকে ফাহিম ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।
রায়গঞ্জ আমলি আদালতের জিআরও আজগর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ওই ছাত্রদল নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ৩০ নভেম্বর রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা মো. জুয়েল আকন্দ জেলা ছাত্রদলের সহসভাপতি কে. এম ফাহিম ফয়সালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ফাহিম ফয়সালকে কারাগারে পাঠান আদালত।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক বলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদল নেতা কে. এম ফাহিম ফয়সালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। কিন্তু ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ছাত্রদল নেতার নাম নাই। তারপরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করায় প্রতিবাদ ও মুক্তি দাবি জানিয়েছেন-সভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ভিপি আইনুল হক, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২ দিন আগে