নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পারিবারিক সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর পুরুষ সদস্যদের বয়সের ন্যূনতম সীমা তুলে দেওয়া হয়েছে। ফলে শহীদদের পরিবারগুলোর মধ্যে ৬৫ বছরের কম বয়সী পুরুষেরা পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারবেন। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর পুরুষ সদস্যরা যদি পারিবারিক সঞ্চয়পত্র কিনতে চান, সেক্ষেত্রে একজন পুরুষের পারিবারিক সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে ন্যূনতম ৬৫ বছরের বয়সসীমার বিদ্যমান শর্ত প্রত্যাহার করা হয়েছে।
আল-আমিন শেখ জানান, বিদ্যমান বিধান অনুযায়ী যেকোনো বয়সের নারী পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারেন। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ ব্যতীত অন্য বয়সের পুরুষেরা পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারেন না। তাই শহীদদের পরিবারগুলোর পুরুষ ক্রেতার ক্ষেত্রে সরকার বিদ্যমান বয়সসীমা শিথিল করল।
এর আগে গত রোববার একটি বিশেষ আদেশে সঞ্চয়পত্রের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে শহীদদের পরিবারগুলোকে অব্যাহতি দেয় এনবিআর। এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর সদস্যরা রাষ্ট্রীয় সহায়তার অর্থ দিয়ে সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলো।
আল-আমিন শেখ বলেন, এই প্রজ্ঞাপন দুটি জারির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবারগুলোর নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো বয়সের সদস্য আয়কর রিটার্ন দাখিল না করেই সরকারি অনুদানের অর্থ দিয়ে পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারবেন।
পারিবারিক সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর পুরুষ সদস্যদের বয়সের ন্যূনতম সীমা তুলে দেওয়া হয়েছে। ফলে শহীদদের পরিবারগুলোর মধ্যে ৬৫ বছরের কম বয়সী পুরুষেরা পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারবেন। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর পুরুষ সদস্যরা যদি পারিবারিক সঞ্চয়পত্র কিনতে চান, সেক্ষেত্রে একজন পুরুষের পারিবারিক সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে ন্যূনতম ৬৫ বছরের বয়সসীমার বিদ্যমান শর্ত প্রত্যাহার করা হয়েছে।
আল-আমিন শেখ জানান, বিদ্যমান বিধান অনুযায়ী যেকোনো বয়সের নারী পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারেন। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ ব্যতীত অন্য বয়সের পুরুষেরা পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারেন না। তাই শহীদদের পরিবারগুলোর পুরুষ ক্রেতার ক্ষেত্রে সরকার বিদ্যমান বয়সসীমা শিথিল করল।
এর আগে গত রোববার একটি বিশেষ আদেশে সঞ্চয়পত্রের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে শহীদদের পরিবারগুলোকে অব্যাহতি দেয় এনবিআর। এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর সদস্যরা রাষ্ট্রীয় সহায়তার অর্থ দিয়ে সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলো।
আল-আমিন শেখ বলেন, এই প্রজ্ঞাপন দুটি জারির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবারগুলোর নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো বয়সের সদস্য আয়কর রিটার্ন দাখিল না করেই সরকারি অনুদানের অর্থ দিয়ে পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারবেন।
ভবিষ্যৎ আয়ের এক অপার সম্ভাবনার দুয়ার হলো বিমা—যাকে সংকটকালে নির্ভেজাল এক বিশ্বস্ত সঙ্গী বলা যায়। বিশ্বজুড়ে তাই বিমার প্রতি মানুষের আকর্ষণ যেন অদম্য স্রোতের মতো ক্রমাগত বাড়ছে। অথচ এই ঢেউ বাংলাদেশে...
১৯ মিনিট আগে‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর চ্যাম্পিয়ন হয়েছে সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজ ২৪। আজ শনিবার গুলশান-২-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে এই গণমাধ্যম।
৩ ঘণ্টা আগেএনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগেসাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স-২০২৫’-এর আয়োজন করেছে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা, শাখাপ্রধানেরা, সব উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউন
৩ ঘণ্টা আগে