Ajker Patrika

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

দেশের বাজারে সোনার দাম ভরিতে প্রায় এক হাজার টাকা কমেছে। সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। দাম কমার ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হবে ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম কমে ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকায় বিক্রি হবে।

আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে আগামীকাল শুক্রবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৪৯ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭৫৮ টাকা দাম কমবে।

অন্যদিকে এ দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপায় সর্বোচ্চ দাম কমেছে ৩৮৫ টাকা। দাম কমার পর ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটে ৩৫০ টাকা দাম কমে ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটে ২৯২ টাকা দাম কমে ৪ হাজার ৫৪৯ টাকা ও সনাতন পদ্ধতির রুপার ভরিতে ২৫৬ টাকা দাম কমে ৩ হাজার ৩৮৩ টাকা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত