ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে আলুচাষিরা এখন চরম সংকটে পড়েছেন। বাজারে আলুর দাম কমেছে। এদিকে হিমাগারে আলু সংরক্ষণের খরচ বেড়ে যাওয়ায় তাঁদের অবস্থা আরও করুণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় কয়েক দিন ধরে জেলার ১৭টি হিমাগারের আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভ করছেন চাষিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মাঠের পর মাঠ আলু পড়ে রয়েছে, কিন্তু ক্রেতা নেই। কৃষকেরা বাধ্য হয়ে প্রতি কেজি আলু ৮ থেকে ১১ টাকায় বিক্রি করছেন, যা তাঁদের উৎপাদন খরচের অর্ধেকের কম। কৃষকেরা বলছেন, এভাবে আলু বিক্রি করে তাঁদের কোনো লাভ হচ্ছে না, বরং লোকসান গুনতে হচ্ছে।
কৃষকদের অভিযোগ, এ বছর আলু উৎপাদনে খরচ অনেক বেড়েছে। মৌসুমের শুরুতে বীজ, সার ও কীটনাশক কিনতে হয়েছে চড়া দামে। তার ওপর হিমাগারের ভাড়া বাড়ানোয় আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সদর উপজেলার কচুবাড়ি এলাকার আলুচাষি হাসান আলী, মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন কৃষক জানান, আগে তাঁরা হিমাগারে এক বস্তায় ৭০ থেকে ৮০ কেজি আলু রাখতেন, এতে তাঁদের ২৮০ টাকা ভাড়া দিতে হতো। কিন্তু এখন হিমাগারের মালিকেরা বলছেন, এক বস্তায় ৫০ কেজির বেশি আলু রাখা যাবে না এবং প্রতি কেজি আলুর জন্য ৮ টাকা ভাড়া দিতে হবে।
সালান্দর এলাকার কৃষক অহিদুল ও মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত বছর তাঁরা এক বস্তায় ৮০ কেজি আলু সংরক্ষণের জন্য ২৭০ থেকে ২৮০ টাকা ভাড়া দিতেন, এ বছর ৫০ কেজির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। তাঁরা মনে করেন, হিমাগারের মালিকেরা পরিকল্পিতভাবে ভাড়া বাড়িয়েছেন, যাতে কৃষকেরা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন।
ঠাকুরগাঁও কোল্ড স্টোরেজ মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ জানান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ওপর থেকে নির্দেশ না এলে ভাড়া কমানোর কোনো সুযোগ নেই।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক গোলাম সারোয়ার রবিন ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে আজকের পত্রিকাকে বলেন, এ বছর বিদ্যুতের খরচ, শ্রমিকের খরচ ও কর্মচারীদের বেতন বেড়েছে। এ ছাড়া ব্যাংকের সুদের হার ৯ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়েছে। এসব কারণে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের খরচ অনেক বেড়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা জানান, তিনি আলুচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা চলছে।

ঠাকুরগাঁওয়ে আলুচাষিরা এখন চরম সংকটে পড়েছেন। বাজারে আলুর দাম কমেছে। এদিকে হিমাগারে আলু সংরক্ষণের খরচ বেড়ে যাওয়ায় তাঁদের অবস্থা আরও করুণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় কয়েক দিন ধরে জেলার ১৭টি হিমাগারের আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভ করছেন চাষিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মাঠের পর মাঠ আলু পড়ে রয়েছে, কিন্তু ক্রেতা নেই। কৃষকেরা বাধ্য হয়ে প্রতি কেজি আলু ৮ থেকে ১১ টাকায় বিক্রি করছেন, যা তাঁদের উৎপাদন খরচের অর্ধেকের কম। কৃষকেরা বলছেন, এভাবে আলু বিক্রি করে তাঁদের কোনো লাভ হচ্ছে না, বরং লোকসান গুনতে হচ্ছে।
কৃষকদের অভিযোগ, এ বছর আলু উৎপাদনে খরচ অনেক বেড়েছে। মৌসুমের শুরুতে বীজ, সার ও কীটনাশক কিনতে হয়েছে চড়া দামে। তার ওপর হিমাগারের ভাড়া বাড়ানোয় আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সদর উপজেলার কচুবাড়ি এলাকার আলুচাষি হাসান আলী, মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন কৃষক জানান, আগে তাঁরা হিমাগারে এক বস্তায় ৭০ থেকে ৮০ কেজি আলু রাখতেন, এতে তাঁদের ২৮০ টাকা ভাড়া দিতে হতো। কিন্তু এখন হিমাগারের মালিকেরা বলছেন, এক বস্তায় ৫০ কেজির বেশি আলু রাখা যাবে না এবং প্রতি কেজি আলুর জন্য ৮ টাকা ভাড়া দিতে হবে।
সালান্দর এলাকার কৃষক অহিদুল ও মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত বছর তাঁরা এক বস্তায় ৮০ কেজি আলু সংরক্ষণের জন্য ২৭০ থেকে ২৮০ টাকা ভাড়া দিতেন, এ বছর ৫০ কেজির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। তাঁরা মনে করেন, হিমাগারের মালিকেরা পরিকল্পিতভাবে ভাড়া বাড়িয়েছেন, যাতে কৃষকেরা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন।
ঠাকুরগাঁও কোল্ড স্টোরেজ মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ জানান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ওপর থেকে নির্দেশ না এলে ভাড়া কমানোর কোনো সুযোগ নেই।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক গোলাম সারোয়ার রবিন ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে আজকের পত্রিকাকে বলেন, এ বছর বিদ্যুতের খরচ, শ্রমিকের খরচ ও কর্মচারীদের বেতন বেড়েছে। এ ছাড়া ব্যাংকের সুদের হার ৯ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়েছে। এসব কারণে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের খরচ অনেক বেড়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা জানান, তিনি আলুচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা চলছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে