Ajker Patrika

সুনামগঞ্জে ২ দিনের মধ্যে হাওরে বাঁধের কাজ শুরুর নির্দেশ ডিসির

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ২ দিনের মধ্যে হাওরে বাঁধের কাজ শুরুর নির্দেশ ডিসির

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় গত ১৫ ডিসেম্বর। তবে পানি সরে না যাওয়া, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে বিলম্ব এবং জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য কারণে জেলার অনেক জায়গাতেই বাঁধের কাজ শুরু হয়নি। আগামী দুই দিনের মধ্যেই সকল হাওরের পিআইসি গঠন ও কাজ শুরু করার নির্দেশন দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। 

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের মনিটরিং ও বাস্তবায়ন জেলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন জেলা প্রশাসক। 

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সবাইকে মনিটরিং জোরদার করতে হবে, মনিটরিং নিয়মিত করলে কেউ কাজে কোনো গাফিলতি বা অনিয়ম করতে পারবে না। যথাযথভাবে এবং গুণগত মান বজায় রেখেই বাঁধের নির্মাণকাজ করা সম্ভব। এ ছাড়া অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করতে হবে এতে যদি কোনো চাপ আসে তাহলে জেলা কমিটির সদস্যদের সহযোগিতা নেওয়ার ও পরামর্শ নেবেন। যত দ্রুত সম্ভব অর্থ ছাড় করার আহ্বান জানাব। সকলে মিলেই আমরা এ বছর জেলার সকল হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবে এবং স্বচ্ছতার সঙ্গেই শেষ করতে চাই।’ 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সামসুদ্দোহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত