নিজস্ব প্রতিবেদক, সিলেট

পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস বা মহান মে দিবসে খাবার ও বেতনসহ সর্বাত্মক ছুটির দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে হোটেল শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার বিকেলে ক্বিন ব্রিজের মুখে জমায়েত হয়ে এ বিক্ষোভ মিছিল নিয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পশ্চিম জিন্দাবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, হোটেল শ্রমিকেরা সারা বছর মালিকের প্রতিষ্ঠানে কাজ করলেও পয়লা মে মহান সারা বিশ্বের শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি প্রকাশের দিন। ১ মে সারা বিশ্বের শ্রমিকশ্রেণি ছুটি ভোগ করে থাকে। বাংলাদেশেরও সর্বস্তরের সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করে থাকে। মে দিবসে ছুটি শ্রমিকদের আইনস্বীকৃত অধিকার হলেও হোটেল-রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিকদের ছুটি দিতে মালিকেরা নানা টালবাহানা করে থাকেন।
মে দিবসের আগে প্রতিষ্ঠানের কর্মচারীদের ছুটি দিলেও পরবর্তীতে প্রতিষ্ঠান চালু করে শ্রমিকদের কাজে যোগদান করতে বাধ্য করেন, কাজে না আসলে চাকরিচ্যুত করা হয়, যা সম্পূর্ণ বেআইনি।
বক্তারা হোটেল রেস্টুরেন্ট প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকদের ছুটি প্রদানের জন্য মালিকদের কাছে আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের সকল শ্রমিকদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের অর্জিত অধিকার বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনছার আলী পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহ্বায়ক শুভ আজাদ (শান্ত), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির কোষাধ্যক্ষ মো. নাছির মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বদরুল আজাদ, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা কমিটির সভাপতি রাশেদ আহমদ, চন্ডিপুল কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া সাগর।

পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস বা মহান মে দিবসে খাবার ও বেতনসহ সর্বাত্মক ছুটির দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে হোটেল শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার বিকেলে ক্বিন ব্রিজের মুখে জমায়েত হয়ে এ বিক্ষোভ মিছিল নিয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পশ্চিম জিন্দাবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, হোটেল শ্রমিকেরা সারা বছর মালিকের প্রতিষ্ঠানে কাজ করলেও পয়লা মে মহান সারা বিশ্বের শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি প্রকাশের দিন। ১ মে সারা বিশ্বের শ্রমিকশ্রেণি ছুটি ভোগ করে থাকে। বাংলাদেশেরও সর্বস্তরের সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করে থাকে। মে দিবসে ছুটি শ্রমিকদের আইনস্বীকৃত অধিকার হলেও হোটেল-রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিকদের ছুটি দিতে মালিকেরা নানা টালবাহানা করে থাকেন।
মে দিবসের আগে প্রতিষ্ঠানের কর্মচারীদের ছুটি দিলেও পরবর্তীতে প্রতিষ্ঠান চালু করে শ্রমিকদের কাজে যোগদান করতে বাধ্য করেন, কাজে না আসলে চাকরিচ্যুত করা হয়, যা সম্পূর্ণ বেআইনি।
বক্তারা হোটেল রেস্টুরেন্ট প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকদের ছুটি প্রদানের জন্য মালিকদের কাছে আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের সকল শ্রমিকদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের অর্জিত অধিকার বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনছার আলী পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহ্বায়ক শুভ আজাদ (শান্ত), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির কোষাধ্যক্ষ মো. নাছির মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বদরুল আজাদ, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা কমিটির সভাপতি রাশেদ আহমদ, চন্ডিপুল কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া সাগর।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২০ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে