শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের প্রতি স্পষ্ট অবজ্ঞা হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ব্যানারে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন সাময়িক নিষিদ্ধ। আজ প্রশাসনের অনুমতি না নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।
বেলা ২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রদল প্রশাসনের অনুমতি ছাড়াই একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে, অথচ এ জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সব দপ্তরে জানিয়েছি এবং খুব শিগগির এ নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে গত ২৫ এপ্রিল শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘প্রক্টর স্যার বর্তমানে অসুস্থ থাকায় আমি এখনো খোঁজ নিতে পারিনি।’
অপর দিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘আমরা আমাদের কর্মসূচির জন্য প্রশাসনের কোনো অনুমতি নিইনি। এটি ছিল আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদ—একটি নৈতিক অবস্থান থেকে করা কর্মসূচি। জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের প্রতি স্পষ্ট অবজ্ঞা হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ব্যানারে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন সাময়িক নিষিদ্ধ। আজ প্রশাসনের অনুমতি না নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।
বেলা ২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রদল প্রশাসনের অনুমতি ছাড়াই একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে, অথচ এ জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সব দপ্তরে জানিয়েছি এবং খুব শিগগির এ নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে গত ২৫ এপ্রিল শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘প্রক্টর স্যার বর্তমানে অসুস্থ থাকায় আমি এখনো খোঁজ নিতে পারিনি।’
অপর দিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘আমরা আমাদের কর্মসূচির জন্য প্রশাসনের কোনো অনুমতি নিইনি। এটি ছিল আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদ—একটি নৈতিক অবস্থান থেকে করা কর্মসূচি। জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।’

কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ মিনিট আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
১ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে