সহিবুর রহমান, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর খাদ্যসংকট দেখা দিয়েছে। অনেক প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। বিশেষ করে বানর খাবারের জন্য উদ্যানে ঘুরতে আসা মানুষের কাছে চলে আসছে।
বন্য প্রাণীর খাদ্যসংকটের বিষয়টি নিশ্চিত করেছেন সাতছড়ি ত্রিপুরাপল্লির হেডম্যান চিত্তরঞ্জন বর্মা। তিনি বলেন, ‘বিভিন্ন স্থান থেকে বন্য প্রাণী উদ্ধার করে এখানে ছেড়ে দেওয়া হয়। বন্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি ও খাদ্যসংকট দেখা দেওয়ায় অনেক প্রাণী লোকালয়ে চলে আসছে।’
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরতে আসা তোফাজ্জাল হোসেন বলেন, ‘আগে বানর বা অন্য কোনো প্রাণীকে মানুষের এত কাছে আসতে দেখা যায়নি। ঘুরতে আসা মানুষ খাবার কিনে দেয় বানরদের।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘বন্য প্রাণীগুলো বেশির ভাগই গাছে থাকা খাদ্যের ওপর নির্ভরশীল। সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অনেক গাছ দুর্বৃত্তরা কেটে নেওয়ায় খাদ্যসংকট দেখা দিয়েছে। তাই খাদ্য আহরণ করতে তারা লোকালয়ে চলে আসছে।’
এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বন্য প্রাণীরা শুধু খাদ্যসংকটের জন্য বাইরে আসে না, স্বাভাবিক কারণেও আসে। বর্তমানে শূকর, মায়া হরিণ বেড়ে যাওয়ায় বানর ও অন্য প্রাণীদের মাঝেমধ্যে বাইরে আসতে দেখা যায়।’
রেজাউল করিম আরও বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে অবৈধভাবে প্রাণী শিকারী এবং গাছ চুরি রোধ করায় সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর সংখ্যা বেড়েছে।’

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর খাদ্যসংকট দেখা দিয়েছে। অনেক প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। বিশেষ করে বানর খাবারের জন্য উদ্যানে ঘুরতে আসা মানুষের কাছে চলে আসছে।
বন্য প্রাণীর খাদ্যসংকটের বিষয়টি নিশ্চিত করেছেন সাতছড়ি ত্রিপুরাপল্লির হেডম্যান চিত্তরঞ্জন বর্মা। তিনি বলেন, ‘বিভিন্ন স্থান থেকে বন্য প্রাণী উদ্ধার করে এখানে ছেড়ে দেওয়া হয়। বন্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি ও খাদ্যসংকট দেখা দেওয়ায় অনেক প্রাণী লোকালয়ে চলে আসছে।’
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরতে আসা তোফাজ্জাল হোসেন বলেন, ‘আগে বানর বা অন্য কোনো প্রাণীকে মানুষের এত কাছে আসতে দেখা যায়নি। ঘুরতে আসা মানুষ খাবার কিনে দেয় বানরদের।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘বন্য প্রাণীগুলো বেশির ভাগই গাছে থাকা খাদ্যের ওপর নির্ভরশীল। সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অনেক গাছ দুর্বৃত্তরা কেটে নেওয়ায় খাদ্যসংকট দেখা দিয়েছে। তাই খাদ্য আহরণ করতে তারা লোকালয়ে চলে আসছে।’
এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বন্য প্রাণীরা শুধু খাদ্যসংকটের জন্য বাইরে আসে না, স্বাভাবিক কারণেও আসে। বর্তমানে শূকর, মায়া হরিণ বেড়ে যাওয়ায় বানর ও অন্য প্রাণীদের মাঝেমধ্যে বাইরে আসতে দেখা যায়।’
রেজাউল করিম আরও বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে অবৈধভাবে প্রাণী শিকারী এবং গাছ চুরি রোধ করায় সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর সংখ্যা বেড়েছে।’

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
২ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে