
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর খাদ্যসংকট দেখা দিয়েছে। অনেক প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। বিশেষ করে বানর খাবারের জন্য উদ্যানে ঘুরতে আসা মানুষের কাছে চলে আসছে।
বন্য প্রাণীর খাদ্যসংকটের বিষয়টি নিশ্চিত করেছেন সাতছড়ি ত্রিপুরাপল্লির হেডম্যান চিত্তরঞ্জন বর্মা। তিনি বলেন, ‘বিভিন্ন স্থান থেকে বন্য প্রাণী উদ্ধার করে এখানে ছেড়ে দেওয়া হয়। বন্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি ও খাদ্যসংকট দেখা দেওয়ায় অনেক প্রাণী লোকালয়ে চলে আসছে।’
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরতে আসা তোফাজ্জাল হোসেন বলেন, ‘আগে বানর বা অন্য কোনো প্রাণীকে মানুষের এত কাছে আসতে দেখা যায়নি। ঘুরতে আসা মানুষ খাবার কিনে দেয় বানরদের।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘বন্য প্রাণীগুলো বেশির ভাগই গাছে থাকা খাদ্যের ওপর নির্ভরশীল। সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অনেক গাছ দুর্বৃত্তরা কেটে নেওয়ায় খাদ্যসংকট দেখা দিয়েছে। তাই খাদ্য আহরণ করতে তারা লোকালয়ে চলে আসছে।’
এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বন্য প্রাণীরা শুধু খাদ্যসংকটের জন্য বাইরে আসে না, স্বাভাবিক কারণেও আসে। বর্তমানে শূকর, মায়া হরিণ বেড়ে যাওয়ায় বানর ও অন্য প্রাণীদের মাঝেমধ্যে বাইরে আসতে দেখা যায়।’
রেজাউল করিম আরও বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে অবৈধভাবে প্রাণী শিকারী এবং গাছ চুরি রোধ করায় সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর সংখ্যা বেড়েছে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে