Ajker Patrika

জমির ধানগাছ খাওয়ায় মহিষের পাল নিয়ে থানায় হাজির কৃষক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
কমলগঞ্জ থানার নিয়ে আশা মহিষের পাল। ছবি: সংগৃহীত
কমলগঞ্জ থানার নিয়ে আশা মহিষের পাল। ছবি: সংগৃহীত

ফসিল জমিতে থাকা ধানগাছ খেয়েছে একপাল মহিষ। আর এতেই ক্ষুব্ধ কৃষক। ক্ষোভে মহিষের পাল থানায় নিয়ে হাজির তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। কৃষকের এমন কাণ্ডে এলাকায় সৃষ্টি হয় কৌতূহল।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জে। গতকাল বুধবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের এক কৃষক অদ্ভুত এই কাণ্ড ঘটান। যদিও পরে আপসের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।

জানা যায়, বুধবার বিকেলে আলীনগর ইউনিয়নের এক কৃষকের ধানখেতে একপাল মহিষ ঢুকে ধানগাছ খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক মহিষগুলো ধরে থানায় নিয়ে যান। পরে বিষয়টি আপসের মাধ্যমে সমাধান করে মালিকের কাছে মহিষ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিনজি বলেন, একজন কৃষক ক্ষুব্ধ হয়ে থানায় মহিষের পাল নিয়ে আসেন। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত