সিলেট প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারের এক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা। সমালোচনার জেরে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করেন গণঅধিকার পরিষদের সিলেট জেলার যুগ্ম সদস্যসচিব হারুনুর রশীদ।
বুধবার (১৯ মার্চ) বিয়ানীবাজার উপজেলার গণঅধিকার পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে আহ্বায়ক করা হয় বিবেকানন্দ দাস বিবেককে। তিনি উপজেলার তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। ২০২১ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরও দলীয় কাজে সক্রিয় ছিলেন বিবেক। গত বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট-৫ আসনের ডামি প্রার্থী সরওয়ার হোসেনের হয়ে কাজ করেছেন তিনি। ২৩ সালের সিলেট সিটি নির্বাচনেও দলের হয়ে কাজ করেন তিনি। সখ্য দেখা গেছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশের সঙ্গে।
বুধবার দেখা যায়, গণঅধিকার পরিষদের বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক হয়েছেন তিনি। বিবেক আহ্বায়ক হওয়ায় এলাকায় শুরু হয় সমালোচনা।
এ বিষয়ে বিবেকানন্দ দাস বিবেক বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই। ২০২১ সালের ইউপি নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকে আমি আর দলের সঙ্গে নাই।’
বিবেকানন্দ দাস আরও বলেন, ‘দল থেকে বহিষ্কার করলেও আমার ভালো লাগা থেকে মাঝেমধ্যে কাজ করেছি। মানুষের ভালো লাগা থাকতেই পারে। সবার সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। মানুষ চাইলে কি তার আদর্শ পরিবর্তন করতে পারে না। অনেক বড় বড় নেতা তো দল পরিবর্তন করেছেন। এখন আর আমি বঙ্গবন্ধুর আদর্শে নেই। তাই আমি দল পরিবর্তন করে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। যদি এ রকম অভিযোগ কারও বিরুদ্ধে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেব।’

সিলেটের বিয়ানীবাজারের এক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা। সমালোচনার জেরে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করেন গণঅধিকার পরিষদের সিলেট জেলার যুগ্ম সদস্যসচিব হারুনুর রশীদ।
বুধবার (১৯ মার্চ) বিয়ানীবাজার উপজেলার গণঅধিকার পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে আহ্বায়ক করা হয় বিবেকানন্দ দাস বিবেককে। তিনি উপজেলার তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। ২০২১ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরও দলীয় কাজে সক্রিয় ছিলেন বিবেক। গত বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট-৫ আসনের ডামি প্রার্থী সরওয়ার হোসেনের হয়ে কাজ করেছেন তিনি। ২৩ সালের সিলেট সিটি নির্বাচনেও দলের হয়ে কাজ করেন তিনি। সখ্য দেখা গেছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশের সঙ্গে।
বুধবার দেখা যায়, গণঅধিকার পরিষদের বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক হয়েছেন তিনি। বিবেক আহ্বায়ক হওয়ায় এলাকায় শুরু হয় সমালোচনা।
এ বিষয়ে বিবেকানন্দ দাস বিবেক বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই। ২০২১ সালের ইউপি নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকে আমি আর দলের সঙ্গে নাই।’
বিবেকানন্দ দাস আরও বলেন, ‘দল থেকে বহিষ্কার করলেও আমার ভালো লাগা থেকে মাঝেমধ্যে কাজ করেছি। মানুষের ভালো লাগা থাকতেই পারে। সবার সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। মানুষ চাইলে কি তার আদর্শ পরিবর্তন করতে পারে না। অনেক বড় বড় নেতা তো দল পরিবর্তন করেছেন। এখন আর আমি বঙ্গবন্ধুর আদর্শে নেই। তাই আমি দল পরিবর্তন করে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। যদি এ রকম অভিযোগ কারও বিরুদ্ধে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে