সিলেট প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারের এক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা। সমালোচনার জেরে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করেন গণঅধিকার পরিষদের সিলেট জেলার যুগ্ম সদস্যসচিব হারুনুর রশীদ।
বুধবার (১৯ মার্চ) বিয়ানীবাজার উপজেলার গণঅধিকার পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে আহ্বায়ক করা হয় বিবেকানন্দ দাস বিবেককে। তিনি উপজেলার তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। ২০২১ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরও দলীয় কাজে সক্রিয় ছিলেন বিবেক। গত বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট-৫ আসনের ডামি প্রার্থী সরওয়ার হোসেনের হয়ে কাজ করেছেন তিনি। ২৩ সালের সিলেট সিটি নির্বাচনেও দলের হয়ে কাজ করেন তিনি। সখ্য দেখা গেছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশের সঙ্গে।
বুধবার দেখা যায়, গণঅধিকার পরিষদের বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক হয়েছেন তিনি। বিবেক আহ্বায়ক হওয়ায় এলাকায় শুরু হয় সমালোচনা।
এ বিষয়ে বিবেকানন্দ দাস বিবেক বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই। ২০২১ সালের ইউপি নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকে আমি আর দলের সঙ্গে নাই।’
বিবেকানন্দ দাস আরও বলেন, ‘দল থেকে বহিষ্কার করলেও আমার ভালো লাগা থেকে মাঝেমধ্যে কাজ করেছি। মানুষের ভালো লাগা থাকতেই পারে। সবার সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। মানুষ চাইলে কি তার আদর্শ পরিবর্তন করতে পারে না। অনেক বড় বড় নেতা তো দল পরিবর্তন করেছেন। এখন আর আমি বঙ্গবন্ধুর আদর্শে নেই। তাই আমি দল পরিবর্তন করে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। যদি এ রকম অভিযোগ কারও বিরুদ্ধে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেব।’

সিলেটের বিয়ানীবাজারের এক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা। সমালোচনার জেরে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করেন গণঅধিকার পরিষদের সিলেট জেলার যুগ্ম সদস্যসচিব হারুনুর রশীদ।
বুধবার (১৯ মার্চ) বিয়ানীবাজার উপজেলার গণঅধিকার পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে আহ্বায়ক করা হয় বিবেকানন্দ দাস বিবেককে। তিনি উপজেলার তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। ২০২১ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরও দলীয় কাজে সক্রিয় ছিলেন বিবেক। গত বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট-৫ আসনের ডামি প্রার্থী সরওয়ার হোসেনের হয়ে কাজ করেছেন তিনি। ২৩ সালের সিলেট সিটি নির্বাচনেও দলের হয়ে কাজ করেন তিনি। সখ্য দেখা গেছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশের সঙ্গে।
বুধবার দেখা যায়, গণঅধিকার পরিষদের বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক হয়েছেন তিনি। বিবেক আহ্বায়ক হওয়ায় এলাকায় শুরু হয় সমালোচনা।
এ বিষয়ে বিবেকানন্দ দাস বিবেক বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই। ২০২১ সালের ইউপি নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকে আমি আর দলের সঙ্গে নাই।’
বিবেকানন্দ দাস আরও বলেন, ‘দল থেকে বহিষ্কার করলেও আমার ভালো লাগা থেকে মাঝেমধ্যে কাজ করেছি। মানুষের ভালো লাগা থাকতেই পারে। সবার সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। মানুষ চাইলে কি তার আদর্শ পরিবর্তন করতে পারে না। অনেক বড় বড় নেতা তো দল পরিবর্তন করেছেন। এখন আর আমি বঙ্গবন্ধুর আদর্শে নেই। তাই আমি দল পরিবর্তন করে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। যদি এ রকম অভিযোগ কারও বিরুদ্ধে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে