জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে কাটাখাল সেতু ভেঙে যাওয়া তিন দিন ধরে ঢাকার সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যাত্রীরা। পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত সেতুর উত্তর পাড় থেকে যাত্রীরা নৌকার মাধ্যমে পারাপার করছেন। জন প্রতি ১০ টাকা করে নৌকার ভাড়া দিতে হচ্ছে।
যাত্রীরা জানান, জোড়াতালি দেওয়া এ সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। এটি ভেঙে যাওয়ায় এখন চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর মধ্যে যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। উপজেলা সদর থেকে আগে রানীগঞ্জ বাজারে যাতায়াত করতে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া ছিল ৩০ টাকা। এখন এ সড়কে যাতায়াতে খরচ হচ্ছে ৪৫ টাকা।
নারিকেলতলা গ্রামের রাহুল আমীন বলেন, ‘সেতুটি ভেঙে যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পড়েছি। অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। সেতু ভাড়ার আগে রানীগঞ্জ বাজার থেকে উপজেলা সদরে ভাড়া ছিল ৩০ টাকা। এখন রানীগঞ্জ থেকে ক্ষতিগ্রস্ত সেতুর এলাকা পর্যন্ত জনপ্রতি ভাড়া ২০ টাকা। এরপর ১০ টাকা দিয়ে খেয়া পার হয়ে উত্তর পার থেকে আবার ১৫ টাকা ভাড়া দিয়ে উপজেলা সদরে যেতে হয়।’
রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী তানভীর আহমদ সুহেল বলেন, ‘দুর্ভোগের পাশাপাশি যাতায়াত ভাড়া বেড়েছে। আগে জগন্নাথপুরে যাতায়াতে অটোরিকশায় জনপ্রতি খরচ হতো ৬০ টাকা। এখন নৌকার ভাড়া মিলেই ৯০ টাকা দিতে হচ্ছে।
রানীগঞ্জ সড়কের অটোরিকশাচালক সাহাদুল মিয়া বলেন, ‘সেতু ভেঙে যাওয়ায় যাত্রীও কমেছে। সেই অনুয়ায়ী ভাড়া বাড়েনি। নৌকায় পারাপারের ভাড়াটাই শুধু বাড়তি।’
আব্দুল খালিক নামের এক নৌকার মাঝি বলেন, ‘নৌকা পারাপারে আমরা ন্যায্য ভাড়াই নিচ্ছি।’
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, জগন্নাথপুরের আট ইউনিয়নের মধ্যে সবচেয়ে বৃহৎ ইউনিয়ন রানীগঞ্জ। জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়েই সদরে যাতায়াত করতে হয়। সেতুটি ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এর মধ্যে যাতায়াত খরচও বেড়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, ক্ষতিগ্রস্ত সেতু পূর্ণ স্থাপনের কাজ চলছে।
গত মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রাক জগন্নাথপুরে আসে। ট্রাকটি সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকার কাটাখাল বেইলি সেতু পাড় হতে গিয়ে ভেঙে ট্রাকটি নদে তলিয়ে যায়। পরে দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রাকটির ভেতর থেকে চালক ফারুক মিয়া ও তার সহযোগী জাকির আহমদের মরদেহ উদ্ধার করে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ট্রাকটি উদ্ধার হয়নি। এদিকে ঘটনার রাতেই অতিরিক্ত মালবোঝাই ট্রাক উঠে বেইলি সেতু ভেঙেছে এমন অভিযোগ এনে জগন্নাথপুর থানায় গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে ৩ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছে সওজ বিভাগ।

সুনামগঞ্জের জগন্নাথপুরে কাটাখাল সেতু ভেঙে যাওয়া তিন দিন ধরে ঢাকার সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যাত্রীরা। পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত সেতুর উত্তর পাড় থেকে যাত্রীরা নৌকার মাধ্যমে পারাপার করছেন। জন প্রতি ১০ টাকা করে নৌকার ভাড়া দিতে হচ্ছে।
যাত্রীরা জানান, জোড়াতালি দেওয়া এ সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। এটি ভেঙে যাওয়ায় এখন চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর মধ্যে যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। উপজেলা সদর থেকে আগে রানীগঞ্জ বাজারে যাতায়াত করতে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া ছিল ৩০ টাকা। এখন এ সড়কে যাতায়াতে খরচ হচ্ছে ৪৫ টাকা।
নারিকেলতলা গ্রামের রাহুল আমীন বলেন, ‘সেতুটি ভেঙে যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পড়েছি। অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। সেতু ভাড়ার আগে রানীগঞ্জ বাজার থেকে উপজেলা সদরে ভাড়া ছিল ৩০ টাকা। এখন রানীগঞ্জ থেকে ক্ষতিগ্রস্ত সেতুর এলাকা পর্যন্ত জনপ্রতি ভাড়া ২০ টাকা। এরপর ১০ টাকা দিয়ে খেয়া পার হয়ে উত্তর পার থেকে আবার ১৫ টাকা ভাড়া দিয়ে উপজেলা সদরে যেতে হয়।’
রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী তানভীর আহমদ সুহেল বলেন, ‘দুর্ভোগের পাশাপাশি যাতায়াত ভাড়া বেড়েছে। আগে জগন্নাথপুরে যাতায়াতে অটোরিকশায় জনপ্রতি খরচ হতো ৬০ টাকা। এখন নৌকার ভাড়া মিলেই ৯০ টাকা দিতে হচ্ছে।
রানীগঞ্জ সড়কের অটোরিকশাচালক সাহাদুল মিয়া বলেন, ‘সেতু ভেঙে যাওয়ায় যাত্রীও কমেছে। সেই অনুয়ায়ী ভাড়া বাড়েনি। নৌকায় পারাপারের ভাড়াটাই শুধু বাড়তি।’
আব্দুল খালিক নামের এক নৌকার মাঝি বলেন, ‘নৌকা পারাপারে আমরা ন্যায্য ভাড়াই নিচ্ছি।’
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, জগন্নাথপুরের আট ইউনিয়নের মধ্যে সবচেয়ে বৃহৎ ইউনিয়ন রানীগঞ্জ। জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়েই সদরে যাতায়াত করতে হয়। সেতুটি ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এর মধ্যে যাতায়াত খরচও বেড়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, ক্ষতিগ্রস্ত সেতু পূর্ণ স্থাপনের কাজ চলছে।
গত মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রাক জগন্নাথপুরে আসে। ট্রাকটি সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকার কাটাখাল বেইলি সেতু পাড় হতে গিয়ে ভেঙে ট্রাকটি নদে তলিয়ে যায়। পরে দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রাকটির ভেতর থেকে চালক ফারুক মিয়া ও তার সহযোগী জাকির আহমদের মরদেহ উদ্ধার করে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ট্রাকটি উদ্ধার হয়নি। এদিকে ঘটনার রাতেই অতিরিক্ত মালবোঝাই ট্রাক উঠে বেইলি সেতু ভেঙেছে এমন অভিযোগ এনে জগন্নাথপুর থানায় গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে ৩ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছে সওজ বিভাগ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে