সিলেট প্রতিনিধি

বিদ্যুতের ট্রান্সফরমার বিপর্যয়ে ৪০ মিনিট অন্ধকারে ছিল পুরো সিলেট। আজ শনিবার রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
পরে বিদ্যুৎ সরবরাহ কিছু জায়গায় স্বাভাবিক হলেও অনেক জায়গা অন্ধকারে থাকে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা। তবে ধীরে ধীরে সব জায়গায় স্বাভাবিক বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস।
জানা যায়, শনিবার রাত ৮টায় আশুগঞ্জে ২৩০ / ১৩২ কেভি এর ৩০০ এমভির একটি ট্রান্সফরমারের সিগনাল ট্রিপ করায় সিলেটের সবগুলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৪০ মিনিট অন্ধকারে ছিল পুরো সিলেট। রাস্তাঘাটে মানুষজনকে লাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। এ সময় তীব্র গরমে ভোগান্তিতে পড়েন মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। পরে ৮টা ৪০ মিনিটের পর থেকে কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করলে মানুষ প্রাণ ফিরে পায়।
বিভাগীয় বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি আজকের পত্রিকাকে বলেন, ‘আশুগঞ্জে ২৩০ / ১৩২ কেভি এর ৩০০ এমভির একটি পাওয়ার ট্রান্সফরমার রয়েছে। এই ট্রান্সফরমারে পিআরডিতে একটি সিগনাল এসে ট্রান্সফরমারে ট্রিপ করায় সবগুলো লাইন অফ হয়ে পরো সিলেটের সবগুলো লাইন ব্ল্যাকআউট হয়ে যায়।
এই ট্রান্সফরমারটির মাধ্যমে সিলেটের ৯টি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। যার কারণে সিলেটে রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউটের কবলে ছিল। পরে ওই ট্রান্সফরমারটি চালু করার পরে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। এখন ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ আছে এবং ৪০ শতাংশ এলাকায় লোডশেডিং চলছে। ধীরে ধীরে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।’

বিদ্যুতের ট্রান্সফরমার বিপর্যয়ে ৪০ মিনিট অন্ধকারে ছিল পুরো সিলেট। আজ শনিবার রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
পরে বিদ্যুৎ সরবরাহ কিছু জায়গায় স্বাভাবিক হলেও অনেক জায়গা অন্ধকারে থাকে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা। তবে ধীরে ধীরে সব জায়গায় স্বাভাবিক বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস।
জানা যায়, শনিবার রাত ৮টায় আশুগঞ্জে ২৩০ / ১৩২ কেভি এর ৩০০ এমভির একটি ট্রান্সফরমারের সিগনাল ট্রিপ করায় সিলেটের সবগুলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৪০ মিনিট অন্ধকারে ছিল পুরো সিলেট। রাস্তাঘাটে মানুষজনকে লাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। এ সময় তীব্র গরমে ভোগান্তিতে পড়েন মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। পরে ৮টা ৪০ মিনিটের পর থেকে কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করলে মানুষ প্রাণ ফিরে পায়।
বিভাগীয় বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি আজকের পত্রিকাকে বলেন, ‘আশুগঞ্জে ২৩০ / ১৩২ কেভি এর ৩০০ এমভির একটি পাওয়ার ট্রান্সফরমার রয়েছে। এই ট্রান্সফরমারে পিআরডিতে একটি সিগনাল এসে ট্রান্সফরমারে ট্রিপ করায় সবগুলো লাইন অফ হয়ে পরো সিলেটের সবগুলো লাইন ব্ল্যাকআউট হয়ে যায়।
এই ট্রান্সফরমারটির মাধ্যমে সিলেটের ৯টি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। যার কারণে সিলেটে রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউটের কবলে ছিল। পরে ওই ট্রান্সফরমারটি চালু করার পরে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। এখন ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ আছে এবং ৪০ শতাংশ এলাকায় লোডশেডিং চলছে। ধীরে ধীরে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে