নিজস্ব প্রতিবেদক, সিলেট

আবারও সিলেটে পাথরবোঝাই ট্রাক থেকে ২৪৫ বস্তা চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর শিবগঞ্জ তামাবিল-সিলেট সড়কের সৈয়দ হাতিম আলীর মাজারের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা পাথরের নিচ থেকে ভারতীয় ২৪৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়।
আজ শনিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি জুন মাসেই একাধিকবার একই কায়দায় নিয়ে আসা ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার ছাড়াও থানায় পৃথক মামলা দায়ের করে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ভোরে নগরীর শাহপরান সুরমা গেট বাইপাস এলাকায় পুলিশের অভিযান চলাকালে সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে একটি ট্রাক (সিলেট মেট্রো-ট-১১-০২৮৮)। পরে সৈয়দ হাতিম আলী মাজারের সামনে চেকপোস্টে পালানোর কারণ জানতে চাইলে, গাড়িচালক রাসেল আহমেদ (৩২) বিভিন্ন ধরনের কথা বললে পুলিশের সন্দেহ হয়।
এ সময় মো. রাসেল আহমেদ ট্রাকে পাথরের নিচে ভারতীয় চিনি আছে বলে জানালেও এ–সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতেপারে নি। তখন তিনি সম্রাট নামে অন্য একজনের নাম বললেও তেমন কোনো তথ্য দিতে পারেনি।
পরে ট্রাকে থাকা পাথরের নিচে ত্রিপল দিয়ে মোড়ানো ২৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। এসব চিনির বর্তমান বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় গাড়িচালক রাসেল আহমেদকে আটক করা হয়। তিনি জৈন্তাপুরের ঠাকুরের মাটি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে এসএমপির শাহপরান (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আবারও সিলেটে পাথরবোঝাই ট্রাক থেকে ২৪৫ বস্তা চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর শিবগঞ্জ তামাবিল-সিলেট সড়কের সৈয়দ হাতিম আলীর মাজারের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা পাথরের নিচ থেকে ভারতীয় ২৪৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়।
আজ শনিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি জুন মাসেই একাধিকবার একই কায়দায় নিয়ে আসা ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার ছাড়াও থানায় পৃথক মামলা দায়ের করে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ভোরে নগরীর শাহপরান সুরমা গেট বাইপাস এলাকায় পুলিশের অভিযান চলাকালে সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে একটি ট্রাক (সিলেট মেট্রো-ট-১১-০২৮৮)। পরে সৈয়দ হাতিম আলী মাজারের সামনে চেকপোস্টে পালানোর কারণ জানতে চাইলে, গাড়িচালক রাসেল আহমেদ (৩২) বিভিন্ন ধরনের কথা বললে পুলিশের সন্দেহ হয়।
এ সময় মো. রাসেল আহমেদ ট্রাকে পাথরের নিচে ভারতীয় চিনি আছে বলে জানালেও এ–সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতেপারে নি। তখন তিনি সম্রাট নামে অন্য একজনের নাম বললেও তেমন কোনো তথ্য দিতে পারেনি।
পরে ট্রাকে থাকা পাথরের নিচে ত্রিপল দিয়ে মোড়ানো ২৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। এসব চিনির বর্তমান বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় গাড়িচালক রাসেল আহমেদকে আটক করা হয়। তিনি জৈন্তাপুরের ঠাকুরের মাটি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে এসএমপির শাহপরান (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৩ মিনিট আগে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২ ঘণ্টা আগে