নিজস্ব প্রতিবেদক, সিলেট

আবারও সিলেটে পাথরবোঝাই ট্রাক থেকে ২৪৫ বস্তা চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর শিবগঞ্জ তামাবিল-সিলেট সড়কের সৈয়দ হাতিম আলীর মাজারের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা পাথরের নিচ থেকে ভারতীয় ২৪৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়।
আজ শনিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি জুন মাসেই একাধিকবার একই কায়দায় নিয়ে আসা ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার ছাড়াও থানায় পৃথক মামলা দায়ের করে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ভোরে নগরীর শাহপরান সুরমা গেট বাইপাস এলাকায় পুলিশের অভিযান চলাকালে সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে একটি ট্রাক (সিলেট মেট্রো-ট-১১-০২৮৮)। পরে সৈয়দ হাতিম আলী মাজারের সামনে চেকপোস্টে পালানোর কারণ জানতে চাইলে, গাড়িচালক রাসেল আহমেদ (৩২) বিভিন্ন ধরনের কথা বললে পুলিশের সন্দেহ হয়।
এ সময় মো. রাসেল আহমেদ ট্রাকে পাথরের নিচে ভারতীয় চিনি আছে বলে জানালেও এ–সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতেপারে নি। তখন তিনি সম্রাট নামে অন্য একজনের নাম বললেও তেমন কোনো তথ্য দিতে পারেনি।
পরে ট্রাকে থাকা পাথরের নিচে ত্রিপল দিয়ে মোড়ানো ২৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। এসব চিনির বর্তমান বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় গাড়িচালক রাসেল আহমেদকে আটক করা হয়। তিনি জৈন্তাপুরের ঠাকুরের মাটি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে এসএমপির শাহপরান (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আবারও সিলেটে পাথরবোঝাই ট্রাক থেকে ২৪৫ বস্তা চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর শিবগঞ্জ তামাবিল-সিলেট সড়কের সৈয়দ হাতিম আলীর মাজারের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা পাথরের নিচ থেকে ভারতীয় ২৪৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়।
আজ শনিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি জুন মাসেই একাধিকবার একই কায়দায় নিয়ে আসা ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার ছাড়াও থানায় পৃথক মামলা দায়ের করে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ভোরে নগরীর শাহপরান সুরমা গেট বাইপাস এলাকায় পুলিশের অভিযান চলাকালে সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে একটি ট্রাক (সিলেট মেট্রো-ট-১১-০২৮৮)। পরে সৈয়দ হাতিম আলী মাজারের সামনে চেকপোস্টে পালানোর কারণ জানতে চাইলে, গাড়িচালক রাসেল আহমেদ (৩২) বিভিন্ন ধরনের কথা বললে পুলিশের সন্দেহ হয়।
এ সময় মো. রাসেল আহমেদ ট্রাকে পাথরের নিচে ভারতীয় চিনি আছে বলে জানালেও এ–সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতেপারে নি। তখন তিনি সম্রাট নামে অন্য একজনের নাম বললেও তেমন কোনো তথ্য দিতে পারেনি।
পরে ট্রাকে থাকা পাথরের নিচে ত্রিপল দিয়ে মোড়ানো ২৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। এসব চিনির বর্তমান বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় গাড়িচালক রাসেল আহমেদকে আটক করা হয়। তিনি জৈন্তাপুরের ঠাকুরের মাটি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে এসএমপির শাহপরান (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
৪৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে