ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগার থেকে মুক্ত হলেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ। উচ্চ আদালত থেকে জামিনের পর গতকাল বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন ঝুমন দাশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝুমনের আইনজীবী পংকজ কুমার তালুকদার। এ সময় ঝুমন দাশের স্ত্রী সুইটি রানী দাশসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে গত ৩১ আগস্ট শাল্লা থানার পুলিশ থানায় নিয়ে ঝুমন দাশকে জিজ্ঞাসাবাদ করে। পরে রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয় ঝুমনকে। পরদিন ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
১৩ নভেম্বর বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে ভবিষ্যতে তিনি ফেসবুকে উসকানিমূলক ও ধর্মীয় বিদ্বেষমূলক কোনো পোস্ট দেবেন না—এই মুচলেকায় তাঁকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত।
ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দী মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন শাল্লা উপজেলার দুর্গম নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ। সাড়ে ছয় মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন ঝুমন। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের ওই গ্রামে তাণ্ডব চালিয়েছিল মামুনুল হকের অনুসারীরা।
কারামুক্ত হয়ে ঝুমন দাস বলেন, ‘যে কয়টা শর্তে আমি জামিন পেয়েছি সেগুলো মেনে চলব। আমি ফেসবুকে কোনো বিতর্কিত মন্তব্য করব না।’

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
৩ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
৩১ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
৩৭ মিনিট আগে
সকাল থেকেই আইনপুর মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। অনেককে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে জনসভাস্থলে আসতে দেখা গেছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা শেষে মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপির এই শীর্ষ নেতা।
১ ঘণ্টা আগে