সুনামগঞ্জ প্রতিনিধি

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বেড়ে যায়। ফলে আবারও বন্যার শঙ্কা বাড়তে থাকে। তবে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার রাত পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ায় সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে জনমনে।
আজ বেলা ৪টা পর্যন্ত সুরমা নদীর ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ নিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপৎসীমার ১২২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
জেলার অন্তত ৬ উপজেলার নিম্নাঞ্চল আংশিক প্লাবিত হয়। তবে হাওর ও নদী থেকে পানি কমতে শুরু করায় প্লাবিত এলাকাগুলো থেকেও কমতে শুরু করেছে পানি। তবে এখনো পানিবন্দী এসব এলাকার মানুষ। অনেকের ঘরে পানি ওঠায় তাঁরা আশ্রয়কেন্দ্র ও উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছেন।
এদিকে বৃষ্টি কিছুটা কম হলেও সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকা।
এদিকে সুনামগঞ্জ পৌরসভার পূর্ব সুলতানপুর, হাসননগর, কালিপুর এলাকায় অনেক বাড়িতে পানি প্রবেশ করেছে। ওই এলাকার কমপক্ষে ৫০টি পরিবার সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় নিয়েছে। এ ছাড়া শহরের পশ্চিম হাজীপাড়া ও বড়পাড়া এলাকার অনেক স্থানে পানি ওঠায় বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ১০টি পরিবার।
এ ছাড়া ছাতক ও বিশ্বম্ভরপুর উপজেলার একাধিক বিদ্যালয়ে মানুষজন আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা আক্রান্তদের জন্য প্রস্তুতির কথা জানালেন। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, বন্যাকবলিতদের জন্য ইতিমধ্যে প্রত্যেক উপজেলায় শুকনা খাবার ও জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রের জন্য সব বিদ্যালয় খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বেড়ে যায়। ফলে আবারও বন্যার শঙ্কা বাড়তে থাকে। তবে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার রাত পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ায় সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে জনমনে।
আজ বেলা ৪টা পর্যন্ত সুরমা নদীর ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ নিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপৎসীমার ১২২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
জেলার অন্তত ৬ উপজেলার নিম্নাঞ্চল আংশিক প্লাবিত হয়। তবে হাওর ও নদী থেকে পানি কমতে শুরু করায় প্লাবিত এলাকাগুলো থেকেও কমতে শুরু করেছে পানি। তবে এখনো পানিবন্দী এসব এলাকার মানুষ। অনেকের ঘরে পানি ওঠায় তাঁরা আশ্রয়কেন্দ্র ও উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছেন।
এদিকে বৃষ্টি কিছুটা কম হলেও সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকা।
এদিকে সুনামগঞ্জ পৌরসভার পূর্ব সুলতানপুর, হাসননগর, কালিপুর এলাকায় অনেক বাড়িতে পানি প্রবেশ করেছে। ওই এলাকার কমপক্ষে ৫০টি পরিবার সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় নিয়েছে। এ ছাড়া শহরের পশ্চিম হাজীপাড়া ও বড়পাড়া এলাকার অনেক স্থানে পানি ওঠায় বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ১০টি পরিবার।
এ ছাড়া ছাতক ও বিশ্বম্ভরপুর উপজেলার একাধিক বিদ্যালয়ে মানুষজন আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা আক্রান্তদের জন্য প্রস্তুতির কথা জানালেন। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, বন্যাকবলিতদের জন্য ইতিমধ্যে প্রত্যেক উপজেলায় শুকনা খাবার ও জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রের জন্য সব বিদ্যালয় খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে