নিজস্ব প্রতিবেদক, সিলেট

পুলিশের অনুমতি না পেয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন স্থগিত ঘোষণা করেছিল সিলেট মহানগর জামায়াত। তবে ঘোষিত সময়ে আজ বুধবার বেলা ২টার দিকে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়েছে। যদিও সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে দলের কেউ সংশ্লিষ্ট নন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গায়েবানা জানাজায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই অংশ নিয়েছেন। বেলা ২টার দিকে হঠাৎ আলিয়া মাদ্রাসা মাঠে কয়েক শ মানুষ একত্রিত হন। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাঁদের। পরে সেখানে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা চলার সময় সিলেট মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত হন। এ সময় তাঁরা উপস্থিত মুসল্লিদের কাছে জানতে চান, কার জানাজার আয়োজন করা হয়েছে। উপস্থিত মুসল্লিরা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার বিষয়টি জানান। এ কথা শুনে পুলিশ কিছু বলেনি। এর কিছু সময় পরই ঘটনাস্থল ত্যাগ করেন মুসল্লিরা।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘আমরা লিখিতভাবে স্থগিত করেছি। কিন্তু জনে জনে হয়তো আমাদের স্থগিতের খবর পৌঁছায়নি। এ জন্য কিছু মানুষ চলে এসেছে। তাঁরা নিজেদের মতো করে জানাজাও পড়েছেন। এখানে জামায়াত-শিবিরের কেউ ছিলেন না। আমাদের নেতারা এলেও এর চেয়ে বেশি মানুষ হতো। তবে পুলিশের এমন স্বৈরাচারী আচরণে আমরা মর্মাহত হয়েছি।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘বলা কওয়া নেই; ঝটিকা মিছিলের মতো হঠাৎ করে এসেই গায়েবানা জানাজা পড়ে চলে গেছে। খবর পেয়ে গিয়ে পরিচয় শনাক্ত করার আগেই তাঁরা স্থান ত্যাগ করেন। আয়োজনের বিষয়টিও জানা ছিল না।’
তবে আজ সকাল থেকেই সরকারি আলীয়া মাদ্রাসা মাঠের আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

পুলিশের অনুমতি না পেয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন স্থগিত ঘোষণা করেছিল সিলেট মহানগর জামায়াত। তবে ঘোষিত সময়ে আজ বুধবার বেলা ২টার দিকে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়েছে। যদিও সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে দলের কেউ সংশ্লিষ্ট নন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গায়েবানা জানাজায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই অংশ নিয়েছেন। বেলা ২টার দিকে হঠাৎ আলিয়া মাদ্রাসা মাঠে কয়েক শ মানুষ একত্রিত হন। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাঁদের। পরে সেখানে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা চলার সময় সিলেট মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত হন। এ সময় তাঁরা উপস্থিত মুসল্লিদের কাছে জানতে চান, কার জানাজার আয়োজন করা হয়েছে। উপস্থিত মুসল্লিরা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার বিষয়টি জানান। এ কথা শুনে পুলিশ কিছু বলেনি। এর কিছু সময় পরই ঘটনাস্থল ত্যাগ করেন মুসল্লিরা।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘আমরা লিখিতভাবে স্থগিত করেছি। কিন্তু জনে জনে হয়তো আমাদের স্থগিতের খবর পৌঁছায়নি। এ জন্য কিছু মানুষ চলে এসেছে। তাঁরা নিজেদের মতো করে জানাজাও পড়েছেন। এখানে জামায়াত-শিবিরের কেউ ছিলেন না। আমাদের নেতারা এলেও এর চেয়ে বেশি মানুষ হতো। তবে পুলিশের এমন স্বৈরাচারী আচরণে আমরা মর্মাহত হয়েছি।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘বলা কওয়া নেই; ঝটিকা মিছিলের মতো হঠাৎ করে এসেই গায়েবানা জানাজা পড়ে চলে গেছে। খবর পেয়ে গিয়ে পরিচয় শনাক্ত করার আগেই তাঁরা স্থান ত্যাগ করেন। আয়োজনের বিষয়টিও জানা ছিল না।’
তবে আজ সকাল থেকেই সরকারি আলীয়া মাদ্রাসা মাঠের আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
১৩ মিনিট আগে
সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৬ ঘণ্টা আগে