সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়াদের গুলিতে কুটি মিয়া (৫০) নামের সেই বাংলাদেশি বৃদ্ধকে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
নিহত কুটি মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মনির উল্লাহর ছেলে। পেশায় তিনি ছিলেন কৃষক।
বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল দিনের বেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিক ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাই পুঞ্জি এলাকায় সুপারি আনার জন্য অবৈধভাবে প্রবেশ করেন। বিকেলে ফেরার সময় খাসিয়ারা দেখে ফেলায় ছয়জন বাংলাদেশি দৌড়ে পালিয়ে বাংলাদেশে আসেন। এ সময় খাসিয়াদের ছোড়া গুলি পেছনে থাকা কুটি মিয়ার শরীরে বিদ্ধ হয়। এতে তিনি ভারতের প্রায় ৭ কিলোমিটার ভেতরেই মারা যান।
এদিকে গত দুই দিন কুটি মিয়ার কোনো সন্ধান পায়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। পরে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভারতের লোকাল পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে কুটি মিয়ার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির আজকের পত্রিকাকে বলেন, ভারতের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তরের ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে। হয়তো আজ বা আগামীকালের মধ্যে লাশ হস্তান্তর করবে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, লাশ এখনো হস্তান্তর করেনি, সম্ভাবনা রয়েছে আজকের (শনিবার) মধ্যে লাশ হস্তান্তর করার।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়াদের গুলিতে কুটি মিয়া (৫০) নামের সেই বাংলাদেশি বৃদ্ধকে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
নিহত কুটি মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মনির উল্লাহর ছেলে। পেশায় তিনি ছিলেন কৃষক।
বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল দিনের বেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিক ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাই পুঞ্জি এলাকায় সুপারি আনার জন্য অবৈধভাবে প্রবেশ করেন। বিকেলে ফেরার সময় খাসিয়ারা দেখে ফেলায় ছয়জন বাংলাদেশি দৌড়ে পালিয়ে বাংলাদেশে আসেন। এ সময় খাসিয়াদের ছোড়া গুলি পেছনে থাকা কুটি মিয়ার শরীরে বিদ্ধ হয়। এতে তিনি ভারতের প্রায় ৭ কিলোমিটার ভেতরেই মারা যান।
এদিকে গত দুই দিন কুটি মিয়ার কোনো সন্ধান পায়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। পরে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভারতের লোকাল পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে কুটি মিয়ার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির আজকের পত্রিকাকে বলেন, ভারতের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তরের ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে। হয়তো আজ বা আগামীকালের মধ্যে লাশ হস্তান্তর করবে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, লাশ এখনো হস্তান্তর করেনি, সম্ভাবনা রয়েছে আজকের (শনিবার) মধ্যে লাশ হস্তান্তর করার।

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
৪৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে