সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা মৃত প্রণয় দাশের স্ত্রী আঁখি চৌধুরী (৪০) ও মেয়ে প্রথমা চৌধুরী (১৩)। প্রথমা সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। নিহত আরেকজন হলেন শহরের নবীনগর এলাকার অটোরিকশাটির চালক সজল ঘোষ (৫০)।
এ ঘটনায় ট্রাকচালক পারভেজ আহমদকে (৩০) আটক করেছে স্থানীয়রা। আটক ট্রাকচালক সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক সিলেটগামী সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সিএনজি অটোচালকসহ দুজন নিহত হন। পরে মুমূর্ষু অবস্থায় কিশোরী প্রথমাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী শাহীন মিয়া বলেন, ‘রাস্তায় বিকট শব্দ শুনে আমি দৌড়ে বের হয়ে দেখি ট্রাকটি পানিতে পড়ে আছে। সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। শুনেছি, হাসপাতালে পাঠানোর পর আরেকজনের মৃত্যু হয়েছে।’
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় আমরা দুজনের লাশ উদ্ধার করেছি। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা আমরা উদ্ধার করেছি।’
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা মৃত প্রণয় দাশের স্ত্রী আঁখি চৌধুরী (৪০) ও মেয়ে প্রথমা চৌধুরী (১৩)। প্রথমা সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। নিহত আরেকজন হলেন শহরের নবীনগর এলাকার অটোরিকশাটির চালক সজল ঘোষ (৫০)।
এ ঘটনায় ট্রাকচালক পারভেজ আহমদকে (৩০) আটক করেছে স্থানীয়রা। আটক ট্রাকচালক সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক সিলেটগামী সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সিএনজি অটোচালকসহ দুজন নিহত হন। পরে মুমূর্ষু অবস্থায় কিশোরী প্রথমাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী শাহীন মিয়া বলেন, ‘রাস্তায় বিকট শব্দ শুনে আমি দৌড়ে বের হয়ে দেখি ট্রাকটি পানিতে পড়ে আছে। সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। শুনেছি, হাসপাতালে পাঠানোর পর আরেকজনের মৃত্যু হয়েছে।’
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় আমরা দুজনের লাশ উদ্ধার করেছি। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা আমরা উদ্ধার করেছি।’
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
৬ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
১১ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
৩৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে