জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরজুড়ে বোরো আবাদে মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কেউ বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন, আবার কেউ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন।
কৃষকেরা জানান, নলুয়া হাওরসহ এই উপজেলার ছোট-বড় ১৫টি হাওরে চারা রোপণের কাজ চলছে। হাওরের মাঠগুলো বর্তমানে কৃষকের পদচারণে মুখর হয়ে উঠেছে। খেতে খেতে চলছে চারা রোপণের উৎসব।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে এ বছর ২০ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মইয়ার হাওরের কৃষক সুলতান মিয়া বলেন, ‘বোরো চাষাবাদের উপযুক্ত সময় এখন। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের মধ্যেও ভোর থেকে বিকেল পর্যন্ত কাদাপানির মধ্যে খেতে কাজ করতে হয়। কারণ বোরো আমাদের এক ফসলি। এ ফসল থেকে সারা বছরের খাদ্যের জোগানের ব্যবস্থা করতে হয়।’
একই হাওরের নারিকেলতলা গ্রামের বাসিন্দা কৃষক টুনু মিয়া বলেন, ‘পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত বোরো চাষাবাদে আমরা কৃষক পরিবারের লোকজন হাওরে ব্যস্ত থাকি। এ সময় আবাদের জন্য জমির মাঠ প্রস্তুত করা ছাড়াও বীজতলা থেকে চারা তুলে রোপণ করতে হয়। এবার হাওরে প্রয়োজনীয় পানি থাকায় কৃষকদের সুবিধা হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এ বছর ৯৪৫ হেক্টরে বীজতলা তৈরি করা হয়েছে। এর মধ্যে ২৩০ হেক্টরের চারা উত্তোলন করা হয়েছে। প্রতিদিনই রোপণের কাজ চলছে। হাওরে পানির সংকট নেই। তবে বৃষ্টি হলে বোরোর পাশাপাশি অন্যান্য কৃষি ফসলের খুবই উপকার হবে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরজুড়ে বোরো আবাদে মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কেউ বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন, আবার কেউ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন।
কৃষকেরা জানান, নলুয়া হাওরসহ এই উপজেলার ছোট-বড় ১৫টি হাওরে চারা রোপণের কাজ চলছে। হাওরের মাঠগুলো বর্তমানে কৃষকের পদচারণে মুখর হয়ে উঠেছে। খেতে খেতে চলছে চারা রোপণের উৎসব।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে এ বছর ২০ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মইয়ার হাওরের কৃষক সুলতান মিয়া বলেন, ‘বোরো চাষাবাদের উপযুক্ত সময় এখন। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের মধ্যেও ভোর থেকে বিকেল পর্যন্ত কাদাপানির মধ্যে খেতে কাজ করতে হয়। কারণ বোরো আমাদের এক ফসলি। এ ফসল থেকে সারা বছরের খাদ্যের জোগানের ব্যবস্থা করতে হয়।’
একই হাওরের নারিকেলতলা গ্রামের বাসিন্দা কৃষক টুনু মিয়া বলেন, ‘পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত বোরো চাষাবাদে আমরা কৃষক পরিবারের লোকজন হাওরে ব্যস্ত থাকি। এ সময় আবাদের জন্য জমির মাঠ প্রস্তুত করা ছাড়াও বীজতলা থেকে চারা তুলে রোপণ করতে হয়। এবার হাওরে প্রয়োজনীয় পানি থাকায় কৃষকদের সুবিধা হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এ বছর ৯৪৫ হেক্টরে বীজতলা তৈরি করা হয়েছে। এর মধ্যে ২৩০ হেক্টরের চারা উত্তোলন করা হয়েছে। প্রতিদিনই রোপণের কাজ চলছে। হাওরে পানির সংকট নেই। তবে বৃষ্টি হলে বোরোর পাশাপাশি অন্যান্য কৃষি ফসলের খুবই উপকার হবে।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪০ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪২ মিনিট আগে