জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরজুড়ে বোরো আবাদে মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কেউ বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন, আবার কেউ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন।
কৃষকেরা জানান, নলুয়া হাওরসহ এই উপজেলার ছোট-বড় ১৫টি হাওরে চারা রোপণের কাজ চলছে। হাওরের মাঠগুলো বর্তমানে কৃষকের পদচারণে মুখর হয়ে উঠেছে। খেতে খেতে চলছে চারা রোপণের উৎসব।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে এ বছর ২০ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মইয়ার হাওরের কৃষক সুলতান মিয়া বলেন, ‘বোরো চাষাবাদের উপযুক্ত সময় এখন। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের মধ্যেও ভোর থেকে বিকেল পর্যন্ত কাদাপানির মধ্যে খেতে কাজ করতে হয়। কারণ বোরো আমাদের এক ফসলি। এ ফসল থেকে সারা বছরের খাদ্যের জোগানের ব্যবস্থা করতে হয়।’
একই হাওরের নারিকেলতলা গ্রামের বাসিন্দা কৃষক টুনু মিয়া বলেন, ‘পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত বোরো চাষাবাদে আমরা কৃষক পরিবারের লোকজন হাওরে ব্যস্ত থাকি। এ সময় আবাদের জন্য জমির মাঠ প্রস্তুত করা ছাড়াও বীজতলা থেকে চারা তুলে রোপণ করতে হয়। এবার হাওরে প্রয়োজনীয় পানি থাকায় কৃষকদের সুবিধা হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এ বছর ৯৪৫ হেক্টরে বীজতলা তৈরি করা হয়েছে। এর মধ্যে ২৩০ হেক্টরের চারা উত্তোলন করা হয়েছে। প্রতিদিনই রোপণের কাজ চলছে। হাওরে পানির সংকট নেই। তবে বৃষ্টি হলে বোরোর পাশাপাশি অন্যান্য কৃষি ফসলের খুবই উপকার হবে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরজুড়ে বোরো আবাদে মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কেউ বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন, আবার কেউ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন।
কৃষকেরা জানান, নলুয়া হাওরসহ এই উপজেলার ছোট-বড় ১৫টি হাওরে চারা রোপণের কাজ চলছে। হাওরের মাঠগুলো বর্তমানে কৃষকের পদচারণে মুখর হয়ে উঠেছে। খেতে খেতে চলছে চারা রোপণের উৎসব।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে এ বছর ২০ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মইয়ার হাওরের কৃষক সুলতান মিয়া বলেন, ‘বোরো চাষাবাদের উপযুক্ত সময় এখন। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের মধ্যেও ভোর থেকে বিকেল পর্যন্ত কাদাপানির মধ্যে খেতে কাজ করতে হয়। কারণ বোরো আমাদের এক ফসলি। এ ফসল থেকে সারা বছরের খাদ্যের জোগানের ব্যবস্থা করতে হয়।’
একই হাওরের নারিকেলতলা গ্রামের বাসিন্দা কৃষক টুনু মিয়া বলেন, ‘পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত বোরো চাষাবাদে আমরা কৃষক পরিবারের লোকজন হাওরে ব্যস্ত থাকি। এ সময় আবাদের জন্য জমির মাঠ প্রস্তুত করা ছাড়াও বীজতলা থেকে চারা তুলে রোপণ করতে হয়। এবার হাওরে প্রয়োজনীয় পানি থাকায় কৃষকদের সুবিধা হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এ বছর ৯৪৫ হেক্টরে বীজতলা তৈরি করা হয়েছে। এর মধ্যে ২৩০ হেক্টরের চারা উত্তোলন করা হয়েছে। প্রতিদিনই রোপণের কাজ চলছে। হাওরে পানির সংকট নেই। তবে বৃষ্টি হলে বোরোর পাশাপাশি অন্যান্য কৃষি ফসলের খুবই উপকার হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে