কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তিন বছরের শিশু মরিয়মের হাতে তার বাবার ছবি। কখনো বুকে জড়িয়ে ধরছে, কখনো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছে ছবিটির দিকে। অপরিচিত কাউকে দেখলেই বলে উঠছে বাবা নাইক্যা, বাবা মইরা গেছে, আমরা এখন কী খাব?
মরিয়মের বাবা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শিহাব উদ্দিন। তিনি ওই গ্রামের সেলিম প্রামাণিকের ছেলে। পেশায় ভ্যানচালক ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে আনন্দ মিছিলে যান শিহাব উদ্দিন। ওই দিন বিকেলে আনন্দ মিছিল থেকে বাড়িতে ফিরেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।
এরপর থেকেই পরিবারটিতে বইছে মাতন। শিহাবের মা-বাবা, স্ত্রী ময়না ও দুই কন্যাসন্তানের চোখ দিয়ে অনবরত ঝরছে অশ্রু। তাদের বুকফাটা আর্তনাদ ও কান্না-বিলাপ কিছুতেই থামছে না। শিহাব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে থমকে গেছে পুরো পরিবার। চরম অনিশ্চয়তা মুখে পড়েছে পরিবারটি।
শিহাবারের স্ত্রী ময়না খাতুন বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করার পর আমার জামাই জামতৈল বাজারে আনন্দ মিছিল করতে যায়। আনন্দ মিছিল থেকে বাড়িতে এসে বলে, আমার ভালো লাগছে না, এরপর মৃত্যু হয় তার। ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিই ছিল আমার জামাই।’
ময়না খাতুন আরও বলেন, ‘পুরোনো একটা ছোট টিনের ঘর ছাড়া কিছুই নেই। দুইটা মেয়ের একটার বয়স তিন বছর, আরেকটার বয়স সাত বছর। অসুস্থ শ্বশুর ও শাশুড়িকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। কীভাবে আমাদের সংসার চলবে? মেয়ে মরিয়ম ও মোরসালিনার পড়াশোনা, বিয়েই বা কীভাবে দিব? সরকার ও ধনী মানুষের সাহায্য চাই।’
শিহাব উদ্দিনের বাবা মো. সেলিম প্রামাণিক বলেন, ‘আমি নিজেই খুব অসুস্থ। ছেলের টাকায় চলত সংসার। শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিল করে বাড়ি এসেই মারা গেল। দুই নাতির পড়াশোনা, ভবিষ্যতের কী হবে? সংসারই বা কীভাবে চলবে? আমরা সহযোগিতা চাই।’
এদিকে শিহাব উদ্দিনের বৃদ্ধা মা ছামেলা বেগম সন্তানের কথা মনে হলেই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান।

তিন বছরের শিশু মরিয়মের হাতে তার বাবার ছবি। কখনো বুকে জড়িয়ে ধরছে, কখনো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছে ছবিটির দিকে। অপরিচিত কাউকে দেখলেই বলে উঠছে বাবা নাইক্যা, বাবা মইরা গেছে, আমরা এখন কী খাব?
মরিয়মের বাবা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শিহাব উদ্দিন। তিনি ওই গ্রামের সেলিম প্রামাণিকের ছেলে। পেশায় ভ্যানচালক ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে আনন্দ মিছিলে যান শিহাব উদ্দিন। ওই দিন বিকেলে আনন্দ মিছিল থেকে বাড়িতে ফিরেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।
এরপর থেকেই পরিবারটিতে বইছে মাতন। শিহাবের মা-বাবা, স্ত্রী ময়না ও দুই কন্যাসন্তানের চোখ দিয়ে অনবরত ঝরছে অশ্রু। তাদের বুকফাটা আর্তনাদ ও কান্না-বিলাপ কিছুতেই থামছে না। শিহাব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে থমকে গেছে পুরো পরিবার। চরম অনিশ্চয়তা মুখে পড়েছে পরিবারটি।
শিহাবারের স্ত্রী ময়না খাতুন বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করার পর আমার জামাই জামতৈল বাজারে আনন্দ মিছিল করতে যায়। আনন্দ মিছিল থেকে বাড়িতে এসে বলে, আমার ভালো লাগছে না, এরপর মৃত্যু হয় তার। ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিই ছিল আমার জামাই।’
ময়না খাতুন আরও বলেন, ‘পুরোনো একটা ছোট টিনের ঘর ছাড়া কিছুই নেই। দুইটা মেয়ের একটার বয়স তিন বছর, আরেকটার বয়স সাত বছর। অসুস্থ শ্বশুর ও শাশুড়িকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। কীভাবে আমাদের সংসার চলবে? মেয়ে মরিয়ম ও মোরসালিনার পড়াশোনা, বিয়েই বা কীভাবে দিব? সরকার ও ধনী মানুষের সাহায্য চাই।’
শিহাব উদ্দিনের বাবা মো. সেলিম প্রামাণিক বলেন, ‘আমি নিজেই খুব অসুস্থ। ছেলের টাকায় চলত সংসার। শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিল করে বাড়ি এসেই মারা গেল। দুই নাতির পড়াশোনা, ভবিষ্যতের কী হবে? সংসারই বা কীভাবে চলবে? আমরা সহযোগিতা চাই।’
এদিকে শিহাব উদ্দিনের বৃদ্ধা মা ছামেলা বেগম সন্তানের কথা মনে হলেই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে