নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে পারভেজ মিয়া (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থী ও তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও তাঁদের গ্রেপ্তার করে।
দুই পরিবারের দেওয়া তথ্য মতে, পারভেজ ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানঁপুর এলাকায় নানাবাড়িতে থাকত। এ বছর সে একই উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আর মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারভেজ এবং ওই শিক্ষার্থী একই মহল্লার পাশাপাশি বাড়ির বাসিন্দা। সেই সুবাধে পারভেজের সঙ্গে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ১০ মে রাতে পারভেজের সঙ্গে এই মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা পারভেজ ও তাঁর মা-বাবার বিরুদ্ধে নকলা থানায় অপহরণ মামলা করেন।
পরে পুলিশ ১৫ মে সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকার পারভেজের বাবার ভাড়া বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় পারভেজ ও তাঁর মা-বাবাকে।
পারভেজের বাবা মঞ্জু মিয়া বলেন, ‘আমার ছেলে কাউকে অপহরণ করেনি। প্রেমের টানে আমার ছেলেকে নিয়ে ওই শিক্ষার্থী বাড়ি থেকে পালিয়েছিল।’
মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার সহকারী পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, মেয়ের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পারভেজসহ তাঁর মা-বাবাকে। মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পারভেজ ও তাঁর মা-বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেরপুরের নকলায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে পারভেজ মিয়া (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থী ও তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও তাঁদের গ্রেপ্তার করে।
দুই পরিবারের দেওয়া তথ্য মতে, পারভেজ ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানঁপুর এলাকায় নানাবাড়িতে থাকত। এ বছর সে একই উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আর মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারভেজ এবং ওই শিক্ষার্থী একই মহল্লার পাশাপাশি বাড়ির বাসিন্দা। সেই সুবাধে পারভেজের সঙ্গে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ১০ মে রাতে পারভেজের সঙ্গে এই মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা পারভেজ ও তাঁর মা-বাবার বিরুদ্ধে নকলা থানায় অপহরণ মামলা করেন।
পরে পুলিশ ১৫ মে সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকার পারভেজের বাবার ভাড়া বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় পারভেজ ও তাঁর মা-বাবাকে।
পারভেজের বাবা মঞ্জু মিয়া বলেন, ‘আমার ছেলে কাউকে অপহরণ করেনি। প্রেমের টানে আমার ছেলেকে নিয়ে ওই শিক্ষার্থী বাড়ি থেকে পালিয়েছিল।’
মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার সহকারী পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, মেয়ের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পারভেজসহ তাঁর মা-বাবাকে। মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পারভেজ ও তাঁর মা-বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিএনপির দুই প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার দুজনই নগদ টাকায় কোটিপতি। আর এই আসনে ভোটের মাঠে থাকা জামায়াত প্রার্থী মো. শাহজাহান মঞ্জু ও তাঁর স্ত্রী লুৎফর জাহানের হাতে কোনো নগদ টাকা নেই। জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বিশাল খরচের উপলক্ষ কীভাবে সামাল দেবেন...
১৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৯ ঘণ্টা আগে