শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে আমিনুল ইসলাম নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের মাদারপুর গড়পাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর ওই গ্রামের সাহের আলী ছেলে।
এর আগে শনিবার উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচড়া গ্রাম থেকে আরও এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে দুইটি লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘পৃথক দুটি ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
নিহত কিশোরের বাবা সাহের আলী বলেন, ‘দেড় বছর থেকে স্ত্রী সন্তান নিয়ে ঢাকার খিলক্ষেতে বসবাস করছি। প্রায় ১৫ দিন আগে আমিনুল ইসলাম (১৫) উপজেলার মাদারপুর গড়পাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। ছেলের সঙ্গে ৮ থেকে ১০ দিন আগে অন্যের মোবাইল দিয়ে কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর কোন যোগাযোগ হয়নি।’
তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে বাড়ি থেকে ফোন করে জানায় আমিনুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম ছেলে কোথাও বেড়াতে গেছে। কিন্তু আজ খবর পেলাম ঘরে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশ পাওয়া গেছে।’
নিহতের খালাতো ভাই শহিদুল ইসলাম বলেন, ‘সকালে হঠাৎ তাদের ঘর থেকে দুর্গন্ধ আসছিল। একপর্যায়ে জানালা ভেঙে আমিনুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করে।’
গতকাল শনিবার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচড়া গ্রাম থেকে রেফাজ উদ্দিন (৫২) নামে আরও একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রেফাজ উদ্দিন একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
নিহতের মেয়ে মীম আক্তার (২০) আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো সাহরি খাওয়ার পর বাবা নিজ ঘরে ঘুমাতে যান। সকালে বাইরে থেকে অনেক ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে গেলে বাঁশের ধরনার সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।’

শেরপুরের শ্রীবরদীতে আমিনুল ইসলাম নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের মাদারপুর গড়পাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর ওই গ্রামের সাহের আলী ছেলে।
এর আগে শনিবার উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচড়া গ্রাম থেকে আরও এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে দুইটি লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘পৃথক দুটি ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
নিহত কিশোরের বাবা সাহের আলী বলেন, ‘দেড় বছর থেকে স্ত্রী সন্তান নিয়ে ঢাকার খিলক্ষেতে বসবাস করছি। প্রায় ১৫ দিন আগে আমিনুল ইসলাম (১৫) উপজেলার মাদারপুর গড়পাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। ছেলের সঙ্গে ৮ থেকে ১০ দিন আগে অন্যের মোবাইল দিয়ে কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর কোন যোগাযোগ হয়নি।’
তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে বাড়ি থেকে ফোন করে জানায় আমিনুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম ছেলে কোথাও বেড়াতে গেছে। কিন্তু আজ খবর পেলাম ঘরে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশ পাওয়া গেছে।’
নিহতের খালাতো ভাই শহিদুল ইসলাম বলেন, ‘সকালে হঠাৎ তাদের ঘর থেকে দুর্গন্ধ আসছিল। একপর্যায়ে জানালা ভেঙে আমিনুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করে।’
গতকাল শনিবার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচড়া গ্রাম থেকে রেফাজ উদ্দিন (৫২) নামে আরও একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রেফাজ উদ্দিন একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
নিহতের মেয়ে মীম আক্তার (২০) আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো সাহরি খাওয়ার পর বাবা নিজ ঘরে ঘুমাতে যান। সকালে বাইরে থেকে অনেক ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে গেলে বাঁশের ধরনার সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।’

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
১ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে