নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে ৮ নম্বর চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে।
নিহত কৃষক আলী হোসেন ওরফে আহাইল্যা (৪৮) চরবসন্তী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নবাব আলী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চর অষ্টধর ইউনিয়নের বারারচর গ্রামের সেলিম মিয়া ওরফে কন্টু মাস্টারের এক খন্ড জমি নিয়ে একই ইউনিয়নের পার্শ্ববর্তী চরভাবনা গ্রামের ইদ্রিস আলী ও শওকত হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিটি চাষাবাদ করতেন বর্গাচাষি আলী হোসেন।
আজ সকালে ইদ্রিস আলী তাঁর দলবদল নিয়ে বিরোধপূর্ণ জমির বোরোধান কাটতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আলী হোসেনসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে ইদ্রিস আলীর ছেলে খোকন মিয়া (২৬) ও রিপন মিয়া (৩০) এবং ভাই শুক্কুর আলী (৪০) ও ভাতিজা রাব্বি মিয়াকে (২০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী হনুফা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী হনুফা বেগম (৪০) এবং একই ইউনিয়নের রেহাইঅষ্টধর গ্রামের সুলতান মিয়াকে (৫০) আটক করেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, আলী হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে ৮ নম্বর চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে।
নিহত কৃষক আলী হোসেন ওরফে আহাইল্যা (৪৮) চরবসন্তী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নবাব আলী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চর অষ্টধর ইউনিয়নের বারারচর গ্রামের সেলিম মিয়া ওরফে কন্টু মাস্টারের এক খন্ড জমি নিয়ে একই ইউনিয়নের পার্শ্ববর্তী চরভাবনা গ্রামের ইদ্রিস আলী ও শওকত হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিটি চাষাবাদ করতেন বর্গাচাষি আলী হোসেন।
আজ সকালে ইদ্রিস আলী তাঁর দলবদল নিয়ে বিরোধপূর্ণ জমির বোরোধান কাটতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আলী হোসেনসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে ইদ্রিস আলীর ছেলে খোকন মিয়া (২৬) ও রিপন মিয়া (৩০) এবং ভাই শুক্কুর আলী (৪০) ও ভাতিজা রাব্বি মিয়াকে (২০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী হনুফা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী হনুফা বেগম (৪০) এবং একই ইউনিয়নের রেহাইঅষ্টধর গ্রামের সুলতান মিয়াকে (৫০) আটক করেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, আলী হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৪ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১৫ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩১ মিনিট আগে