নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে ৮ নম্বর চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে।
নিহত কৃষক আলী হোসেন ওরফে আহাইল্যা (৪৮) চরবসন্তী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নবাব আলী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চর অষ্টধর ইউনিয়নের বারারচর গ্রামের সেলিম মিয়া ওরফে কন্টু মাস্টারের এক খন্ড জমি নিয়ে একই ইউনিয়নের পার্শ্ববর্তী চরভাবনা গ্রামের ইদ্রিস আলী ও শওকত হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিটি চাষাবাদ করতেন বর্গাচাষি আলী হোসেন।
আজ সকালে ইদ্রিস আলী তাঁর দলবদল নিয়ে বিরোধপূর্ণ জমির বোরোধান কাটতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আলী হোসেনসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে ইদ্রিস আলীর ছেলে খোকন মিয়া (২৬) ও রিপন মিয়া (৩০) এবং ভাই শুক্কুর আলী (৪০) ও ভাতিজা রাব্বি মিয়াকে (২০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী হনুফা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী হনুফা বেগম (৪০) এবং একই ইউনিয়নের রেহাইঅষ্টধর গ্রামের সুলতান মিয়াকে (৫০) আটক করেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, আলী হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে ৮ নম্বর চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে।
নিহত কৃষক আলী হোসেন ওরফে আহাইল্যা (৪৮) চরবসন্তী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নবাব আলী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চর অষ্টধর ইউনিয়নের বারারচর গ্রামের সেলিম মিয়া ওরফে কন্টু মাস্টারের এক খন্ড জমি নিয়ে একই ইউনিয়নের পার্শ্ববর্তী চরভাবনা গ্রামের ইদ্রিস আলী ও শওকত হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিটি চাষাবাদ করতেন বর্গাচাষি আলী হোসেন।
আজ সকালে ইদ্রিস আলী তাঁর দলবদল নিয়ে বিরোধপূর্ণ জমির বোরোধান কাটতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আলী হোসেনসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে ইদ্রিস আলীর ছেলে খোকন মিয়া (২৬) ও রিপন মিয়া (৩০) এবং ভাই শুক্কুর আলী (৪০) ও ভাতিজা রাব্বি মিয়াকে (২০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী হনুফা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী হনুফা বেগম (৪০) এবং একই ইউনিয়নের রেহাইঅষ্টধর গ্রামের সুলতান মিয়াকে (৫০) আটক করেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, আলী হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে