রংপুর প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘এক সময় দারিদ্র্যের কারণে রংপুরবাসীকে মফিজ বলা হতো। বর্তমান সরকার মঙ্গাকে এ অঞ্চল থেকে বিতাড়িত করেছে। মঙ্গা দেখতে হলে জাদুঘরে যেতে হবে।’
আজ শনিবার বিকেল ৫টায় নগরীর পুলিশ লাইনস মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ যখন উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই করোনা অতিমারী দেখা দেয় বিশ্বে। প্রধানমন্ত্রীর দক্ষ দেশ পরিচালনায় সেই সংকট কাটিয়ে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সেই সংকট কাটতে না কাটতে মধ্যপ্রাচ্যের সংকট আমাদের সামনে। তারপরও আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।’
চালের ঊর্ধ্বমুখী বাজার ধরে নিয়ে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সমগ্র বিশ্বে চালের বাজার ঊর্ধ্বমুখী। পণ্য পরিবহনে ঝুঁকি রয়েছে। বাজারে মূল্য বেড়েছে ঠিকই কিন্তু সরবরাহ কমেনি। সরকার চেষ্টা করছেন বাজার স্থিতিশীল করতে। এখন সবার সহযোগিতা দরকার।’ এ সময় তিনি চেম্বার নেতৃবৃন্দকে উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র কুটির শিল্পায়নের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর হোসেন, রংপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি আবু হেনা মো. রেজওয়ানুল করিম, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্টের আঙ্গুর হোসেন।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলায় স্টল রয়েছে শতাধিক এবং শিশুদের জন্য রাইড রয়েছে ২০ টি। বাণিজ্য মেলা প্রতিদিনি দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘এক সময় দারিদ্র্যের কারণে রংপুরবাসীকে মফিজ বলা হতো। বর্তমান সরকার মঙ্গাকে এ অঞ্চল থেকে বিতাড়িত করেছে। মঙ্গা দেখতে হলে জাদুঘরে যেতে হবে।’
আজ শনিবার বিকেল ৫টায় নগরীর পুলিশ লাইনস মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ যখন উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই করোনা অতিমারী দেখা দেয় বিশ্বে। প্রধানমন্ত্রীর দক্ষ দেশ পরিচালনায় সেই সংকট কাটিয়ে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সেই সংকট কাটতে না কাটতে মধ্যপ্রাচ্যের সংকট আমাদের সামনে। তারপরও আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।’
চালের ঊর্ধ্বমুখী বাজার ধরে নিয়ে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সমগ্র বিশ্বে চালের বাজার ঊর্ধ্বমুখী। পণ্য পরিবহনে ঝুঁকি রয়েছে। বাজারে মূল্য বেড়েছে ঠিকই কিন্তু সরবরাহ কমেনি। সরকার চেষ্টা করছেন বাজার স্থিতিশীল করতে। এখন সবার সহযোগিতা দরকার।’ এ সময় তিনি চেম্বার নেতৃবৃন্দকে উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র কুটির শিল্পায়নের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর হোসেন, রংপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি আবু হেনা মো. রেজওয়ানুল করিম, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্টের আঙ্গুর হোসেন।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলায় স্টল রয়েছে শতাধিক এবং শিশুদের জন্য রাইড রয়েছে ২০ টি। বাণিজ্য মেলা প্রতিদিনি দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
১৪ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে