খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

ছুটি হওয়ার নির্ধারিত সময়ের আগেই দিনাজপুরের খানসামায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মাগুরমারী উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
আজ দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, জাতীয় পাতাক উড়তে থাকলেও শ্রেণিকক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থীর দেখা পাওয়া যায়নি। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
স্থানীয় কয়েকজন বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, তীব্র শীতে কয়েক দিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকেরা নির্ধারিত সময় বিকেল ৪টার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা লিটন, মমিনুর ও সুমন নামের কয়েকজন প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, দুপুর সাড়ে ১২টায় তো স্কুল তালাবদ্ধ, কেউ নাই। হয়তোবা স্যারেরা বাড়ি চলে গেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায় বলেন, ‘শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা-কার্যালয়ে। আর বাকি শিক্ষকেরা হয়তোবা চা খেতে গেছেন।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় বন্ধের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ মোটেও কাম্য নয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক অফিসারকে বলা হয়েছে।’
এদিকে কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা ছিল। কিন্তু আজ তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকায় খোলা ছিল।

ছুটি হওয়ার নির্ধারিত সময়ের আগেই দিনাজপুরের খানসামায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মাগুরমারী উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
আজ দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, জাতীয় পাতাক উড়তে থাকলেও শ্রেণিকক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থীর দেখা পাওয়া যায়নি। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
স্থানীয় কয়েকজন বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, তীব্র শীতে কয়েক দিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকেরা নির্ধারিত সময় বিকেল ৪টার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা লিটন, মমিনুর ও সুমন নামের কয়েকজন প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, দুপুর সাড়ে ১২টায় তো স্কুল তালাবদ্ধ, কেউ নাই। হয়তোবা স্যারেরা বাড়ি চলে গেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায় বলেন, ‘শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা-কার্যালয়ে। আর বাকি শিক্ষকেরা হয়তোবা চা খেতে গেছেন।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় বন্ধের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ মোটেও কাম্য নয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক অফিসারকে বলা হয়েছে।’
এদিকে কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা ছিল। কিন্তু আজ তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকায় খোলা ছিল।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৬ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১৯ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
২৮ মিনিট আগে