খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

ছুটি হওয়ার নির্ধারিত সময়ের আগেই দিনাজপুরের খানসামায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মাগুরমারী উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
আজ দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, জাতীয় পাতাক উড়তে থাকলেও শ্রেণিকক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থীর দেখা পাওয়া যায়নি। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
স্থানীয় কয়েকজন বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, তীব্র শীতে কয়েক দিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকেরা নির্ধারিত সময় বিকেল ৪টার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা লিটন, মমিনুর ও সুমন নামের কয়েকজন প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, দুপুর সাড়ে ১২টায় তো স্কুল তালাবদ্ধ, কেউ নাই। হয়তোবা স্যারেরা বাড়ি চলে গেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায় বলেন, ‘শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা-কার্যালয়ে। আর বাকি শিক্ষকেরা হয়তোবা চা খেতে গেছেন।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় বন্ধের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ মোটেও কাম্য নয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক অফিসারকে বলা হয়েছে।’
এদিকে কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা ছিল। কিন্তু আজ তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকায় খোলা ছিল।

ছুটি হওয়ার নির্ধারিত সময়ের আগেই দিনাজপুরের খানসামায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মাগুরমারী উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
আজ দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, জাতীয় পাতাক উড়তে থাকলেও শ্রেণিকক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থীর দেখা পাওয়া যায়নি। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
স্থানীয় কয়েকজন বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, তীব্র শীতে কয়েক দিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকেরা নির্ধারিত সময় বিকেল ৪টার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা লিটন, মমিনুর ও সুমন নামের কয়েকজন প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, দুপুর সাড়ে ১২টায় তো স্কুল তালাবদ্ধ, কেউ নাই। হয়তোবা স্যারেরা বাড়ি চলে গেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায় বলেন, ‘শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা-কার্যালয়ে। আর বাকি শিক্ষকেরা হয়তোবা চা খেতে গেছেন।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় বন্ধের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ মোটেও কাম্য নয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক অফিসারকে বলা হয়েছে।’
এদিকে কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা ছিল। কিন্তু আজ তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকায় খোলা ছিল।

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
৩ ঘণ্টা আগে