ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

লক্ষ্মীপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে হয়ে গেল অর্ধশত বছরের ঐতিহ্যবাহী বউমেলা। এ মেলায় ক্রেতা শুধু নারীরাই। আজ সোমবার পৌর এলাকার সুজাপুর গ্রামে দিনব্যাপী বসে এই মেলা।
প্রতি বছর লক্ষ্মীপূজার পরদিন এই মেলা আয়োজন করা হয়। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে প্রচার করা হয়। এরপর মেলার দিন সকাল থেকে শুরু হয় সাজসজ্জার কাজ, বিকেল থেকে আসতে শুরু করেন ক্রেতারা।
সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে, মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। মেয়েদের প্রসাধনী সামগ্রী মেলার প্রধান উপজীব্য হলেও একই সঙ্গে স্থান পায় ছোটদের খেলনাসামগ্রী, হস্তশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।
ঐতিহ্যবাহী সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্ত্বরে নারীদের জন্য আয়োজিত এই মেলার আশপাশে বিপুলসংখ্যক পুরুষ ভিড় জমাতে দেখা গেলেও তাঁদের মেলায় প্রবেশের কোনো অনুমতি ছিল না। বিক্রেতার মধ্যে নারীদের পাশাপাশি পুরুষ থাকলেও শিশু, কিশোরী ও নানা বয়সের নারী ক্রেতাদের নিয়ে জমে উঠেছিল দিনব্যাপী ঐতিহ্যবাহী এই বউমেলা।
মেলায় কেনাকাটা করতে আসা সুমিতা, প্রিয়াংকা, দিপ্তিসহ অনেকে জানান, লক্ষ্মীপূজা উপলক্ষে প্রতিবছরই এই বউমেলার আয়োজন করা হয়। মেলায় শুধু নারীরাই ক্রেতা, আবার অনেক দোকানে নারীরাই বিক্রেতা হওয়ায় নির্বিঘ্নে ঘুরে বেড়ানোসহ কেনাকাটা করা যাচ্ছে। এ যেন অন্যরকম আনন্দ তাঁদের।
মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস বলেন, লক্ষ্মীপূজা উপলক্ষে দীর্ঘ ৬৩ বছর ধরে বউমেলার আয়োজন করা হচ্ছে। মেলাটি জমিদার ভীমল বাবুর সময় থেকে শুরু হয়। প্রতি বছর লক্ষ্মীপূজার পরদিন এই মেলার আয়োজন করতেন, তখন থেকে আজও মেলাটি চলমান রয়েছে।
মেলাটি শুধু নারীদের জন্যই। তাই মেলায় পুরুষের প্রবেশ নিষেধ। বাড়ির বউয়েরা এই মেলায় আসেন। তাই এই মেলার নাম বউমেলা।
তিনি আরও বলেন, মেলার নিরাপত্তার জন্য পুলিশ নজরদারি রয়েছে। এতে নারী ক্রেতারাও নির্বিঘ্নে কেনাকাটা করতে পারছেন।

লক্ষ্মীপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে হয়ে গেল অর্ধশত বছরের ঐতিহ্যবাহী বউমেলা। এ মেলায় ক্রেতা শুধু নারীরাই। আজ সোমবার পৌর এলাকার সুজাপুর গ্রামে দিনব্যাপী বসে এই মেলা।
প্রতি বছর লক্ষ্মীপূজার পরদিন এই মেলা আয়োজন করা হয়। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে প্রচার করা হয়। এরপর মেলার দিন সকাল থেকে শুরু হয় সাজসজ্জার কাজ, বিকেল থেকে আসতে শুরু করেন ক্রেতারা।
সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে, মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। মেয়েদের প্রসাধনী সামগ্রী মেলার প্রধান উপজীব্য হলেও একই সঙ্গে স্থান পায় ছোটদের খেলনাসামগ্রী, হস্তশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।
ঐতিহ্যবাহী সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্ত্বরে নারীদের জন্য আয়োজিত এই মেলার আশপাশে বিপুলসংখ্যক পুরুষ ভিড় জমাতে দেখা গেলেও তাঁদের মেলায় প্রবেশের কোনো অনুমতি ছিল না। বিক্রেতার মধ্যে নারীদের পাশাপাশি পুরুষ থাকলেও শিশু, কিশোরী ও নানা বয়সের নারী ক্রেতাদের নিয়ে জমে উঠেছিল দিনব্যাপী ঐতিহ্যবাহী এই বউমেলা।
মেলায় কেনাকাটা করতে আসা সুমিতা, প্রিয়াংকা, দিপ্তিসহ অনেকে জানান, লক্ষ্মীপূজা উপলক্ষে প্রতিবছরই এই বউমেলার আয়োজন করা হয়। মেলায় শুধু নারীরাই ক্রেতা, আবার অনেক দোকানে নারীরাই বিক্রেতা হওয়ায় নির্বিঘ্নে ঘুরে বেড়ানোসহ কেনাকাটা করা যাচ্ছে। এ যেন অন্যরকম আনন্দ তাঁদের।
মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস বলেন, লক্ষ্মীপূজা উপলক্ষে দীর্ঘ ৬৩ বছর ধরে বউমেলার আয়োজন করা হচ্ছে। মেলাটি জমিদার ভীমল বাবুর সময় থেকে শুরু হয়। প্রতি বছর লক্ষ্মীপূজার পরদিন এই মেলার আয়োজন করতেন, তখন থেকে আজও মেলাটি চলমান রয়েছে।
মেলাটি শুধু নারীদের জন্যই। তাই মেলায় পুরুষের প্রবেশ নিষেধ। বাড়ির বউয়েরা এই মেলায় আসেন। তাই এই মেলার নাম বউমেলা।
তিনি আরও বলেন, মেলার নিরাপত্তার জন্য পুলিশ নজরদারি রয়েছে। এতে নারী ক্রেতারাও নির্বিঘ্নে কেনাকাটা করতে পারছেন।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৭ ঘণ্টা আগে