বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন রংপুর মিঠাপুকুরের টিটুল মিয়া। সেখানে গিয়ে ১৬ দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়েছে তাকে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন টিটুল মিয়া নিজেই।
প্রতারণার শিকার টিটুল মিয়া (৪২) উপজেলার বালারহাট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। মামলায় অভিযুক্ত হলেন— তার প্রতিবেশি মৃত সাহেদ মিয়ার ছেলে মোহাব্বত মিয়া (৪৭)।
মামলা সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মোহাব্বত মিয়া তার প্রতিবেশি টিটুল মিয়াকে বেশি টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন। সৌদি আরব গেলে অনেক টাকা বেতন পাওয়া যাবে, এমন প্রলোভনে রাজি হয়ে মোহাব্বত মিয়াকে ১২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৩ ফেব্রুয়ারি সৌদি আরবে পৌঁছান টিটুল মিয়া। সেখানে ৩-৪ মাস চাকরি করার পর জানতে পারেন তাকে ভুয়া ফ্রি ভিসায় সৌদি পাঠানো হয়েছে। এ অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। ১৬ দিন জেলে খাটার পর সৌদি পুলিশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে টিটুল মিয়া জানান, তিনি জমি বিক্রি ও আত্মীয়স্বজনের কাছে ধারদেনা করে তিনি টাকা সংগ্রহ করেছেন। সেই টাকা দিয়ে সৌদি আরবে গিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। দেশে ফিরে টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়ে তিনি মোহাব্বত মিয়াকে আসামি করে মিঠাপুকুর আমলি আদালতে মামলা করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোহাব্বত মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩১ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৫ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে