গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতুর ওপরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষিটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সত্যেন্দ্রনাথ রায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের আখের মিয়ার ছেলে শাহ আলম (২০) এবং একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে ওয়াজেদ মিয়া (১৬)। গুরুতর আহত হয়েছেন ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে হাসান মিয়া (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বুড়িমারীতে পাথর নেওয়ার উদ্দেশে আসা একটি ট্রাক এবং কাকিনা থেকে মহিপুরগামী একটি মটর সাইকেল সেতুর মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর জখম হন। পরে দ্রুত তাদের রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বুলু মিয়া ও হাকিম মিয়াসহ কয়েক জন আজকের পত্রিকাকে বলেন, আমরা মহিপুর বাজারে কয়েকজন বসে চা পান করছিলাম। এ সময় বিকট শব্দ শুনে সবাই সেতুর ওপরে যাই। তখন দেখি একটি মোটরসাইকেল ও একটি ট্রাক মুখোমুখি পরে আছে এবং পাশে তিনজন ব্যক্তি রক্তাক্ত অবস্থা পরে আছে। আমরা সবাই মিলে তিনজনকেই একটি গাড়িতে করে রংপুর মেডিকেলে পাঠাই।
লক্ষিটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি আজকের পত্রিকাকে বলেন, শুধু আজকের ঘটনাই নয়, সেতুটিতে প্রতিদিন এমন ছোট বড় ঘটনা ঘটছে। এর একমাত্র কারণ হচ্ছে সেতুর বাতিগুলো নষ্ট। অনেকদিন উপজেলা প্রশাসনকে এই বাতিগুলোর বিষয়ে অভিযোগ করেছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে। দুজন নিহত এবং একজনের আহত হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতুর ওপরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষিটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সত্যেন্দ্রনাথ রায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের আখের মিয়ার ছেলে শাহ আলম (২০) এবং একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে ওয়াজেদ মিয়া (১৬)। গুরুতর আহত হয়েছেন ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে হাসান মিয়া (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বুড়িমারীতে পাথর নেওয়ার উদ্দেশে আসা একটি ট্রাক এবং কাকিনা থেকে মহিপুরগামী একটি মটর সাইকেল সেতুর মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর জখম হন। পরে দ্রুত তাদের রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বুলু মিয়া ও হাকিম মিয়াসহ কয়েক জন আজকের পত্রিকাকে বলেন, আমরা মহিপুর বাজারে কয়েকজন বসে চা পান করছিলাম। এ সময় বিকট শব্দ শুনে সবাই সেতুর ওপরে যাই। তখন দেখি একটি মোটরসাইকেল ও একটি ট্রাক মুখোমুখি পরে আছে এবং পাশে তিনজন ব্যক্তি রক্তাক্ত অবস্থা পরে আছে। আমরা সবাই মিলে তিনজনকেই একটি গাড়িতে করে রংপুর মেডিকেলে পাঠাই।
লক্ষিটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি আজকের পত্রিকাকে বলেন, শুধু আজকের ঘটনাই নয়, সেতুটিতে প্রতিদিন এমন ছোট বড় ঘটনা ঘটছে। এর একমাত্র কারণ হচ্ছে সেতুর বাতিগুলো নষ্ট। অনেকদিন উপজেলা প্রশাসনকে এই বাতিগুলোর বিষয়ে অভিযোগ করেছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে। দুজন নিহত এবং একজনের আহত হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
৯ মিনিট আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
১২ মিনিট আগে
খুলনার শিরোমনির সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। আগুন নির্বাপণে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
১৫ মিনিট আগে
খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এই গুলি এক ঠিকাদারের বাড়ির দরজায় গিয়ে লেগেছে। গতকাল রোববার দিবাগত রাতে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা গোলকধাম পল্লিতীর্থ রোডে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে