লালমনিরহাট প্রতিনিধি

সীমান্তে হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ কাঁধে নিয়ে লালমনিরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণশক্তি পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশির নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। প্রতিবেশী এ দুই দেশ বাংলাদেশের ওপর আগ্রাসন ও সীমান্তে প্রতিনিয়ত হত্যা চালিয়ে যাচ্ছে। ভারত সীমান্তে নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে।
কিছুদিন আগে যশোর সীমান্তে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। গত ৪ মাসে ভারত সীমান্তে ২১ বাংলাদেশি ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাবে ২০১০ সাল থেকে ভারতীয় বিএসএফের হত্যা ও নির্যাতনে প্রায় ১ হাজার ২৭৬ জন বাংলাদেশি নিহত ও ১ হাজার ১৮৩ জন আহত হয়েছেন। আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার তাদের ১২ লাখ রোহিঙ্গাকে অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের অভ্যন্তরীন যুদ্ধে মটারসেলে দুজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।
আহ্বায়ক আরও বলেন, ‘সীমান্ত আগ্রাসন ও হত্যা বন্ধে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও জনসচেতনতা সৃষ্টি করতে ২০২০ সাল থেকে প্রতীকী লাশ কাঁধে নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রাম জেলায় পদযাত্রা করেছি। এবার ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় দেশের কক্সবাজারের টেকনাফ থেকে প্রতীকী লাশ নিয়ে লালমনিরহাটসহ সব সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ কর্মসূচি শুরু করেছি। এ কর্মসূচি ২৬ ফেব্রুয়ারি যশোর সীমান্তে শেষ হবে।’

সীমান্তে হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ কাঁধে নিয়ে লালমনিরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণশক্তি পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশির নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। প্রতিবেশী এ দুই দেশ বাংলাদেশের ওপর আগ্রাসন ও সীমান্তে প্রতিনিয়ত হত্যা চালিয়ে যাচ্ছে। ভারত সীমান্তে নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে।
কিছুদিন আগে যশোর সীমান্তে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। গত ৪ মাসে ভারত সীমান্তে ২১ বাংলাদেশি ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাবে ২০১০ সাল থেকে ভারতীয় বিএসএফের হত্যা ও নির্যাতনে প্রায় ১ হাজার ২৭৬ জন বাংলাদেশি নিহত ও ১ হাজার ১৮৩ জন আহত হয়েছেন। আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার তাদের ১২ লাখ রোহিঙ্গাকে অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের অভ্যন্তরীন যুদ্ধে মটারসেলে দুজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।
আহ্বায়ক আরও বলেন, ‘সীমান্ত আগ্রাসন ও হত্যা বন্ধে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও জনসচেতনতা সৃষ্টি করতে ২০২০ সাল থেকে প্রতীকী লাশ কাঁধে নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রাম জেলায় পদযাত্রা করেছি। এবার ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় দেশের কক্সবাজারের টেকনাফ থেকে প্রতীকী লাশ নিয়ে লালমনিরহাটসহ সব সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ কর্মসূচি শুরু করেছি। এ কর্মসূচি ২৬ ফেব্রুয়ারি যশোর সীমান্তে শেষ হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে