দিনাজপুর প্রতিনিধি

নিজ নিজ কর্মস্থলে যোগদান ও করোনাকালীন বকেয়া বেতন-ভাতার দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরিবার-পরিজন নিয়ে কয়লাখনির গেটে লাগাতার বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।
জানা যায়, গত ১১ এপ্রিল কয়লাখনির শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন এবং ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপির মাধ্যমে সমস্যা সমাধানে ১৫ রমজান পর্যন্ত আল্টিমেটাম দেন। কিন্তু খনি কর্তৃপক্ষ ওই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি। তাই আজ থেকে তিন দিনব্যাপী আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
আজ সকালে খনির প্রধান গেটে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন। তবে রমজানের কারণে বেলা ১টার দিকে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘অবিলম্বে সব শ্রমিককে তাঁদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের সুযোগ দিতে হবে, করোনাকালীন বকেয়া বেতন-ভাতা প্রদান করতে হবে। এ ছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও খনির অভ্যন্তরে শ্রমিকদের অবরুদ্ধ করে রাখা এবং ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করানোর বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি।’
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কারুজ্জামান খান বলেন, শ্রমিকদের কাজে ফেরানোর বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
বকেয়া বেতনের বিষয়ে প্রকৌশলী বলেন, করোনাকালে শ্রমিকেরা তো কাজই করেননি। কাজ না করলে বেতন পাবেন কীভাবে?
বিক্ষোভ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।

নিজ নিজ কর্মস্থলে যোগদান ও করোনাকালীন বকেয়া বেতন-ভাতার দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরিবার-পরিজন নিয়ে কয়লাখনির গেটে লাগাতার বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।
জানা যায়, গত ১১ এপ্রিল কয়লাখনির শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন এবং ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপির মাধ্যমে সমস্যা সমাধানে ১৫ রমজান পর্যন্ত আল্টিমেটাম দেন। কিন্তু খনি কর্তৃপক্ষ ওই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি। তাই আজ থেকে তিন দিনব্যাপী আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
আজ সকালে খনির প্রধান গেটে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন। তবে রমজানের কারণে বেলা ১টার দিকে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘অবিলম্বে সব শ্রমিককে তাঁদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের সুযোগ দিতে হবে, করোনাকালীন বকেয়া বেতন-ভাতা প্রদান করতে হবে। এ ছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও খনির অভ্যন্তরে শ্রমিকদের অবরুদ্ধ করে রাখা এবং ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করানোর বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি।’
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কারুজ্জামান খান বলেন, শ্রমিকদের কাজে ফেরানোর বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
বকেয়া বেতনের বিষয়ে প্রকৌশলী বলেন, করোনাকালে শ্রমিকেরা তো কাজই করেননি। কাজ না করলে বেতন পাবেন কীভাবে?
বিক্ষোভ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৯ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে