
লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর থেকে হাসনা খাতুন (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল। তিনি বলেন, ‘ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। কখন যে পুকুরের পানিতে পড়ছে কেউ বলতে পারেন না। পরে স্থানীয়রা পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তাঁর লাশ উদ্ধার করেন।’
হাসনা খাতুন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বসুনিয়াপাড়ার মৃত ফজলে রহমানের স্ত্রী বলে জানান স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। তিনি বলেন, ‘প্রায় ৬-৭ বছর থেকে হাসনা খাতুন মানসিক ভারসাম্যহীন হন। তাঁর স্বামী মারা গেছেন অনেক আগেই। একটি ছেলে আছে, সেও ঢাকায় থাকে। এখানে বাড়িতেই থাকতেন হাসনা খাতুন।’
আবুল হোসেন আরও বলেন, ‘আজ সকাল থেকে এলাকায় অনেক বাড়িতে ঘুরেছেন হাসনা খাতুন। হঠাৎ দুপুরের দিকে তাঁর ছোট ভাই বাবু স্থানীয় গফুর আলীর পুকুরের পানিতে একটি শাড়ি ভাসতে দেখেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় দেখতে পান যে সেটা হাসনা খাতুনের লাশ। সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। আমরা বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছি।’
এ বিষয়ে হাসনা খাতুনের ছোট ভাই বাবু বলেন, ‘আমি দুপুরের দিকে পুকুরপাড়ে গেলে পানিতে একটি শাড়ি ভাসতে দেখি। পরে স্থানীয়দের সহযোগিতায় সেটি টেনে আনলে দেখতে পাই সেটি আমার বড় বোনের লাশ।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। ওই নারীর পরিবারের লোকজন থানায় এসেছে। এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলতেছি।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে