গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম, কামারপাড়া ও জামালপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। সোমবার রাতে রিটানিং কর্মকর্তা ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল লতিফ এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল থেকে ওই তিন ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচনের ফলাফলে চেয়ারম্যান পদে বনগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল কাইয়ুম ৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত মোখলেছুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮০২ ভোট।
এদিকে কামারপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এআরএম মাহফুজার রহমান ৩ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩৪০ ভোট।
অন্যদিকে জামালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহিদ হাসান ৯ হাজার ২৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ৮ হাজার ৫০৫ ভোট।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১২ মিনিট আগে