প্রতিনিধি, পঞ্চগড়

যৌতুকের বাকি ১৮ হাজার টাকা না দিতে পারায় বানেসা বেগম (২১) নামে এক গৃহবধূকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর লক্ষিদাসী গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবার দায়ের করা মামলায় স্বামী শাহিন আলমকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে পারিবারিক ভাবে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর এলাকার ইয়াসিন আলীর মেয়ে বানেসার বিয়ে হয় বাবুল হোসেনের ছেলে শাহিনের সঙ্গে। বিয়ের সময় ছেলে পক্ষ যৌতুক হিসেবে ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করে দেয় কনের বাবাকে। বিয়ের দিনই ১ লাখ ১০ হাজার টাকা অগ্রিম যৌতুক দিতে পারলেও দারিদ্রতার কারণে মেয়ের বিয়ের ৫ বছরেও বাকি ১৮ হাজার টাকা দিতে পারেনি বাবা ইয়াছিন।
এদিকে, অবশিষ্ট ১৮ হাজার টাকার জন্য প্রায়ই বানেসাকে শারীরিক নির্যাতন করে স্বামী শাহিন। সেই ধারাবাহিকতায় গত বুধবার (২৫ আগস্ট) আবারও বানেসাকে বেধড়ক মারপিট করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বানেসা। অবস্থার অবনতি হলে বুধবার (১ আগস্ট) আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বলেন, বানেসার বাবা ইয়াসিন আলী বাদী হয়ে শাহিনকে প্রধান করে তিনজনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেছেন। বানেসার বাবা ইয়াসিন আলীর করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন পলাতক রয়েছে। তাদেরও গ্রেপ্তার চেষ্টা চলছে। বৃহস্পতিবার গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যৌতুকের বাকি ১৮ হাজার টাকা না দিতে পারায় বানেসা বেগম (২১) নামে এক গৃহবধূকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর লক্ষিদাসী গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবার দায়ের করা মামলায় স্বামী শাহিন আলমকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে পারিবারিক ভাবে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর এলাকার ইয়াসিন আলীর মেয়ে বানেসার বিয়ে হয় বাবুল হোসেনের ছেলে শাহিনের সঙ্গে। বিয়ের সময় ছেলে পক্ষ যৌতুক হিসেবে ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করে দেয় কনের বাবাকে। বিয়ের দিনই ১ লাখ ১০ হাজার টাকা অগ্রিম যৌতুক দিতে পারলেও দারিদ্রতার কারণে মেয়ের বিয়ের ৫ বছরেও বাকি ১৮ হাজার টাকা দিতে পারেনি বাবা ইয়াছিন।
এদিকে, অবশিষ্ট ১৮ হাজার টাকার জন্য প্রায়ই বানেসাকে শারীরিক নির্যাতন করে স্বামী শাহিন। সেই ধারাবাহিকতায় গত বুধবার (২৫ আগস্ট) আবারও বানেসাকে বেধড়ক মারপিট করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বানেসা। অবস্থার অবনতি হলে বুধবার (১ আগস্ট) আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বলেন, বানেসার বাবা ইয়াসিন আলী বাদী হয়ে শাহিনকে প্রধান করে তিনজনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেছেন। বানেসার বাবা ইয়াসিন আলীর করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন পলাতক রয়েছে। তাদেরও গ্রেপ্তার চেষ্টা চলছে। বৃহস্পতিবার গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২১ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
২৪ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে