গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালী গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেহালকে গ্রেপ্তার করা হয়। ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় সদর থানায় হওয়া মামলায় তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
এ মামলায় আগে এজাহারনামীয় আসামি সুমন, কিরণ ও নাজমুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় ২৪ ফেব্রুয়ারি রাতে ঘুরতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও মেহেদী হাসান এবং যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান। এ সময় এক দোকানে এক নারীকে হেনস্তায় বাধা দেন তাঁরা। তখন অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সংগঠনের যুগ্ম সদস্যসচিব মো. আসাদুজ্জামান বাদী হয়ে ওই দিন রাতেই সদর থানায় মামলা করেন। এতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয় ৯ থেকে ১০ জনকে।
হামলায় আহত শফিকুল বলেন, ‘হামলাকারীদের মধ্যে একজন ছিলেন নেহাল। তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমাদের গুরুতর জখম করে। ছুরিকাঘাতে পেটে প্রায় ৫০টি মতো সেলাই পড়েছে। ঘটনার আড়াই মাস পর পুলিশ নেহালকে গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। জুলাই-আগস্টের আন্দোলনে তিনি গাইবান্ধা ও বগুড়ায় ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেওয়া ছাড়াও নানা অপতৎপরতায় সক্রিয় ছিলেন। কয়েক দিন আগে নেহাল তাঁর ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ সমন্বয়কদের টোকাই বলে সম্বোধন করেছেন। আমি চাই এমন ভয়ানক সন্ত্রাসী যেন কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে। হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
আরও খবর পড়ুন:

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালী গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেহালকে গ্রেপ্তার করা হয়। ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় সদর থানায় হওয়া মামলায় তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
এ মামলায় আগে এজাহারনামীয় আসামি সুমন, কিরণ ও নাজমুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় ২৪ ফেব্রুয়ারি রাতে ঘুরতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও মেহেদী হাসান এবং যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান। এ সময় এক দোকানে এক নারীকে হেনস্তায় বাধা দেন তাঁরা। তখন অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সংগঠনের যুগ্ম সদস্যসচিব মো. আসাদুজ্জামান বাদী হয়ে ওই দিন রাতেই সদর থানায় মামলা করেন। এতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয় ৯ থেকে ১০ জনকে।
হামলায় আহত শফিকুল বলেন, ‘হামলাকারীদের মধ্যে একজন ছিলেন নেহাল। তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমাদের গুরুতর জখম করে। ছুরিকাঘাতে পেটে প্রায় ৫০টি মতো সেলাই পড়েছে। ঘটনার আড়াই মাস পর পুলিশ নেহালকে গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। জুলাই-আগস্টের আন্দোলনে তিনি গাইবান্ধা ও বগুড়ায় ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেওয়া ছাড়াও নানা অপতৎপরতায় সক্রিয় ছিলেন। কয়েক দিন আগে নেহাল তাঁর ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ সমন্বয়কদের টোকাই বলে সম্বোধন করেছেন। আমি চাই এমন ভয়ানক সন্ত্রাসী যেন কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে। হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
আরও খবর পড়ুন:

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৮ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
২২ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
২৯ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে